13/09/2025
"ইমারজেন্সি কেক" ভেনিলা ১ ফাউন্ড 🎂
গল্প'টা তাহলে বলেই ফেলি আপনাদের সাথে....!!
গতকাল রাত (১০:৩০) নাগাদ, হটাৎ একটা ছোট ভাই বাসায় এসে বলতেছে আমায়, আপু আমার একটা ইমারজেন্সি কেক চাই ঠিক রাত (১২:০০) টার মধ্যে,,আমার বোনের জন্মদিন আজ আপু,,
আমার কাছে তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো কথাটা,,😇
যেখানে ১ দিন আগে অর্ডার নিয়ে থাকি, সেখানে আমি ১ ঘন্টা ৩০ মিনিট বাকি, এর মধ্যে কেক দেবো কিভাবে,,,?🤔
না করে দিলাম প্রথমেই,, সম্ভব নাহ ভাই,কেক এর স্বাদ ভালো হবে নাহ,ডেকোরেশন ও এতো তাড়াতাড়ি সুন্দর করতে পারবো নাহ,তার থেকে বড় কথা একটা কেক কুট করে অনতোত সর্বনিম্ন ২৫/৩০ মিনিট নরমাল ফ্রিজে রাখা লাগে সেট হওয়ার জন্য,,তারপর ডেকোরেশন এর কাজ করতে হয়,,এতো টাইমতো নাই হাতে,,
মজার ব্যাপার হলো,এতো কিছুর পরেও জিতে গেলো ★ভাইবোনের ভালোবাসা★ এতো কিছু বলেও বুঝাতে পারলাম নাহ ভাইটারে, বলতেছে যেমন এ হোক, স্বাদ না হোক,,কেক আমার চাই মানে চাই,আমার বোনকে সারপ্রাইজ দেবো আপু,,এখন এ তাড়াতাড়ি কাজ শুরু করে দেন,,বোনের প্রতি এমন সুমিষ্ট ভালোবাসা দেখে আল্লাহর উপর ভরসা করে আমি রাজি হয়ে যা-ই, কাজ শুরু করে দি,,বেকিং লাইফে এতো ইমারজেন্সি কেক এর আগে বানাইনি,এটাই প্রথম কাজ,,ইমারজেন্সি কেক নামে স্মরণীয়☺️ যানিনা কেমন হয়েছে কেক,, তবে ওদের পছন্দ হয়েছিলো আলহামদুলিল্লাহ,, এখন আমি কেক এর স্বাদ এর রিভিউর অপেক্ষায়....!
দোয়ায় রাখবেন সবাই 🤲