JI. JIHAD

JI. JIHAD ° স্বপ্ন অনেক -🙂

° কিন্তু গন্তব্য বহুদূর.!! 💔🥀

06/06/2025

স্বপ্ন যাচ্ছে বাড়ি। সবার ঈদ। যাত্রা শুভ হোক।

ঈদ মোবারক ❤️

26/05/2025

নিজের দিকে একটু শান্ত হয়ে তাকালে মনে হয় এত ভাঙন, এত ক্ষয়, এতটা অসহায়ত্ব যেন কোনো নদীর কূলেও নেই। চোখের নিচে ঘুমের অভাব, ঠোঁটে জমে থাকা না বলা শত প্রশ্ন, আর মনে এক বিশ্রী শূন্যতা।

যেখানে সবাই নিজের মতো করে বুঝে চলে আমাকে, কিন্তু কেউই জানতে চায় না ভিতরের যুদ্ধগুলো কেমন। আমি হাঁসি মুখে দিন কাটাই, অথচ প্রতিদিন নিজের ভেতরে একটা যুদ্ধ জিততে হয়, যাতে কেউ না টের পায় আমি হেরে যাচ্ছি।

আমার ভাঙা ভিতরটা কেউ দেখে না দেখে শুধু সোশ্যাল মিডিয়ার স্টোরি আর মুখে হাসি। আমি কি সত্যিই ভালো আছি, নাকি শুধু অভ্যাস হয়ে গেছে কষ্ট চেপে রাখার জানি না শুধু জানি, একটা সময় আসে, যখন মানুষ নিজের আর কোনো দুঃখ কারো সাথে ভাগ করে নিতে চায় না,

কারণ ক্লান্তি তখন কথা বলে না, শুধু কাঁদে। আমিও কাঁদি-শুধু ভেতরে, নীরবে..!❤️😅

02/05/2025

– আমি তেমন কোনো বিশেষ মানুষ নই, যে কারো জীবনে গুরুত্বপূর্ণ কোনো স্থান অধিকার করবে। হয়তো আমি কখনো কারো জীবনে এমন কিছু হতে পারিনি, যা তার জীবনে শূন্যতা তৈরি করবে।

# কিন্তু কিছুটা দুঃখ ভারী ভাবে ভাবি, আমাকে হারানোর পর, কেউ আদৌ আফসোস করবে কি না। কখনো কখনো মনে হয়, আমি এতটাই সস্তা, যে আমার অস্তিত্ব কারো জন্য তেমন কোনো প্রভাব ফেলবে না।

# কিছু কিছু দিন, এমনকি নিজেকে খুঁজে পাওয়ার জন্যও আমি যুদ্ধ করে যাচ্ছি। হয়তো কেউ আমাকে বুঝবে না, আমার অব্যক্ত অনুভূতিগুলোও কেউ টের পাবে না। আমার কাছে মনে হয়, আমি খুব সাধারণ, খুব ছোট কিছু, যে কারো জীবনে নিঃসঙ্গতা বা শূন্যতা আনবে না। আমি এক ধরনের অদৃশ্য চিহ্ন, যাকে কখনো কেউ খুঁজে পাবে না।

# তবুও, আমি জানি, কখনো না কখনো কেউ আমাকে মনে করবে, হয়তো এক মুহূর্তের জন্য হলেও। আমার অনুপস্থিতি কেউ অনুভব করবে, হয়তো কিছু ক্ষণের জন্য।

হয়তো সেই মুহূর্তে, কেউ ভাববে-"আচ্ছা, সে ছিল তো তার হাসি, তার কথা, তার উপস্থিতি কতটা গুরুত্ব পেতো!" কিন্তু এসব ভাবনা কখনোই স্থির থাকে না, কারণ জীবন এগিয়ে চলে।

# তবে আমি জানি, আমার অস্তিত্ব কিছুটা হলেও মূল্যবান, যদিও অন্যদের কাছে আমি বিশেষ নই। তারপরও, আমি জানি, একদিন আমার প্রতি করা অবহেলার কথা ভেবে হলেও আমাকে মনে করবা.!💔😅

#নিস্তব্ধ_কবি

18/04/2025

এই যে শহরে এতো এতো মানুষ বাস করে, তবুও মানুষ কেন মানুষের অভাবে ম'রে? মানুষ কেন মানুষের অভাবে ছটফট করে?
শহরে এতো এতো মানুষ থাকা সত্ত্বেও মানুষ কেন নির্দিষ্ট একটা মানুষের জন্য জীবন বিসর্জন দেয়?
কেনইবা তাহার জন্য কেঁদে কেঁদে চোখ ভাসায় আ'মৃ'ত্যু পর্যন্ত
আসলে মানুষের যখন কোন নির্দিষ্ট মানুষের প্রতি মায়া হয়ে যায়,
তখন ওই মানুষ ছাড়া আস্ত একটা পৃথিবীও জনশুন্য মনে হয়,
ওই নির্দিষ্ট মানুষটি ছাড়া একটি দিনও, এক বছরের মনে হয়।🖤

15/04/2025

রাত জা'গা পছন্দ করেন..?

আমি মা'রাত্মকভাবে পছন্দ করি। কোনো কারণে নয় মাঝে মাঝে অ'কারনেও রাত জাগা হয়। রা'ত জাগলেই সে প্রে'মিক বা প্রে'মিকার সাথে গল্প করছে না, অ'নলাইনে চ্যা'ট করছে না, কলেজের assignment করছে? না,

মাঝে মাঝে ওই রাত জাগার মধ্যে দিয়েও নিজেকে খুঁ'জে পাওয়া যায়, নিজের মধ্যে জমে থাকা ক'ষ্ট গুলোকে বোঝা যায়.!

নিজেকে খুব করে ভালোবাসা'ও যায়। রাত জাগলেই নাকি চোখের নিচে কালি পড়ে যায়.? কিন্তু মাঝে মাঝে নিজের মানসিক

শান্তির জন্য হলেও রাত জাগা ভালো।

সারাদিন মানুষের ভিন্ন ভিন্ন কমপ্লিমেন্ট শুনে গভীর রাতে বদ্ধ ঘরে বা

খোলা জানালায় বসে নিজেই নিজেকে প'জিটিভকমপ্লিমেন্ট দেওয়া ভালো, তার জন্য একটু চোখের নিচে কালি পড়লেও

আমার সমস্যা হয় না।

সবার কথা মতো, যারা জীবনে খুব এ'কা তারাই রাত জাগে' আমার

কাছে কথাটি পৃ'থিবীর সেরা মিথ্যে কথা.!

যে মানুষের সব আছে সেও কোনো না কোনো কিছুর অভাব'বোধ

করে কখনও একটু মা'নসিক শান্তির, কখনও বা একটু নি'স্তব্ধ

প'রিবেশে খোলা নিঃশ্বাস নেওয়ার।

রাত জাগলে শরীর খা'রাপ হয় বলে যারা চি'ৎকার করে, তারা

সারারাত ঘুমিয়েও সারাদিন মুখ গুমরে বসে অথচ, যে সারা রাত

জেগে নিজের সাথে সময় কাটিয়েছে, সে ১ ঘন্টা না ঘুমিয়েও সারাদিন

ফুরফুরে মুডে আছে। পার্থক্য ঠিক এখানেই, যে যেখানে নিজের ক'মফোর্ট খুঁজে পায় তার সেই জায়গাটাই আঁকড়ে ধরে বাঁচা দরকার!

আমার মনে হয়।

15/04/2025

জীবনে হারিয়েছি অনেক কিছু.!
কখনো স্বপ্ন, কখনো প্রিয় সম্পর্ক, হারিয়েছি অনেক প্রিয় মুহূর্ত, কখনো হয়তো নিজেকে তবু বেঁচে থাকার শক্তি খুঁজে নিই প্রতিটি নতুন সকালে। হারিয়েছি অনেক কিছুই, কিন্তু সত্যি কি হারিয়েছি কিছু?
যা আমার ছিল, তা কি আদৌ আমার ছিল?
জীবন যেন প্রশ্ন, যার উত্তর আজও খুঁজে বেড়াই এটাই হয়তো জীবনের আসল মানে,
যা হারিয়েছি, তা ফেরত পাব না জানি। তবু মাঝে মাঝে মনে হয়, যদি একটু পেছনে ফিরে যেতে পারতাম, কিছু ঠিক করতে পারতাম।😭❤️‍🩹

15/04/2025

প্রজাপতি তুমি ছুঁয়ে দাও তাকে,
আমি ফুল ভেবে প্রতিনিয়ত অনুভব করি যাকে!💙

15/04/2025

আমাকে পাওয়া সহজ, হারানো আরও সহজ!
-কিন্তু হারানোর পরে আবার ফিরে পাওয়া অসম্ভব!!☺️❤️‍🩹

15/04/2025

জীবনটা খুব অদ্ভুত! কিছু মানুষ পাশে থাকে কিন্তু অনুভব করা যায় না, আবার কিছু মানুষ দূরে থেকেও হৃদয়ের খুব কাছাকাছি থাকে। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু অনুভূতি রয়ে যায় ঠিক আগের মতোই। মাঝে মাঝে মনে হয়, কিছু কথা যদি কাউকে বলা যেত, কিছু অনুভূতি যদি প্রকাশ করা যেত, তবে হয়তো মনটা হালকা হতো। কিন্তু সব কিছু বলার জন্য হয় না... কিছু অনুভূতি শুধু অনুভবের জন্যই থেকে যায়!

14/04/2025

সম্পর্ক থাকলে ভুল বোঝাবুঝি হবেই;
যতই ভুল বোঝাবুঝি হোক, সেটা মিটিয়ে নিতে হবে।
কারন ইগোটা নয়, সম্পর্কটাই বেশি দামি!!❤️‍🩹

14/04/2025

সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে যায়...

কিছু অনুভূতি থাকে, যেগুলো সময়ের হিসাবে ছোট হলেও বয়ে নেওয়ার জন্য ভারী। কিছু অপেক্ষা থাকে, যেগুলো শেষ হতে চায় না, অথচ জীবনের একেকটা অধ্যায় কখন যে শেষ হয়ে যায়, টেরই পাওয়া যায় না..

কিছু না-পাওয়ার হাহাকার, কিছু অসমাপ্ত গল্প-সব মিলিয়ে যেন সময় থমকে থাকে। এই থমকে থাকা মুহূর্তগুলোর মাঝেই দিন পেরিয়ে যায়, মাস বদলায়, বছর ফুরিয়ে আসে!

জীবন কখনও কখনও একটা দীর্ঘশ্বাসের মতো-মনে হয়, একটা মুহূর্ত আর ফুরোচ্ছে না, অথচ তাকিয়ে দেখলে বোঝা যায়, কতগুলো বছর হারিয়ে গেছে অগোচরে...

13/04/2025

'"''কখনো হাল ছেড়ে দিবেন না"

উদ্যমে বেড়ে উঠা পিঁপড়ার দিকে তাকান, পিঁপড়ার চলার পথে তার রাস্তায় একটা আঙুল রাখুন দেখবেন সে থামবে না, আঙুল এর উপর দিয়ে পথ খোঁজার চেষ্টা করবে। তার পথে যতই প্রতিকূলতা আসুক না কেন, সে তার যাত্রা চালিয়ে যাবে, সে তার মৃত্যু পর্যন্ত তার যাত্রা চালিয়ে যাবে। তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত সাহস হারাবেন না, কারণ হাল ছেড়ে দিয়ে থেমে যাওয়াটাও মৃত্যুর মতো।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when JI. JIHAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share