mime News

mime News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from mime News, Media/News Company, Chittagong.

প্যান্টোমাইম মুভমেন্ট ও দ্য মামার্স-এর যৌথ আয়োজনে  “নৈঃশব্দ্যের গল্প ও নৈঃশব্দ্যের গর্জন”শীর্ষক মূকাভিনয় প্রদর্শনীতে আ...
10/10/2025

প্যান্টোমাইম মুভমেন্ট ও দ্য মামার্স-এর যৌথ আয়োজনে
“নৈঃশব্দ্যের গল্প ও নৈঃশব্দ্যের গর্জন”
শীর্ষক মূকাভিনয় প্রদর্শনীতে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

স্থান: জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম
তারিখ ও সময়: ২৩ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, সন্ধ্যা ৭টা

নীরবতার ভাষায় মুখর হোক আমাদের এ আয়োজন...
আপনার উপস্থিতিই হবে আমাদের অনুপ্রেরণা।

ধন্যবাদান্তে
শান্তনু দাশ
সাধারণ সম্পাদক
প্যান্টোমাইম মুভমেন্ট।

প্যান্টোমাইম মুভমেন্ট এর আয়োজনে কর্মশালা ভিত্তিক মূকাভিনয়ের সুযোগ!১-৩ অক্টোবর, ২০২৫ । বিকাল ৪টা থেকে রাত ৮টাজেলা শিল্পক...
24/09/2025

প্যান্টোমাইম মুভমেন্ট এর আয়োজনে
কর্মশালা ভিত্তিক মূকাভিনয়ের সুযোগ!

১-৩ অক্টোবর, ২০২৫ । বিকাল ৪টা থেকে রাত ৮টা
জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম

নিববন্ধন করতে QR কোড স্ক্র্যান বা লিংকের গুগল ফর্ম পূরণ করুন। ধন্যবাদ।
https://forms.gle/vpin7Y45VynGoVJy6

প্যান্টোমাইম মুভমেন্ট, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ৩ দিন ব্যাপী মূকাভিনয় কর্মশালার আয়োজন করছি।' আপনি মূকাভিনয়ের...
15/09/2025

প্যান্টোমাইম মুভমেন্ট, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ৩ দিন ব্যাপী মূকাভিনয় কর্মশালার আয়োজন করছি।' আপনি মূকাভিনয়ের মাধ্যমে প্রতিভা বিকশিত করতে আগ্রহী? প্যান্টোমাইম মুভমেন্ট আপনাকে দিচ্ছেন কর্মশালা ভিত্তিক মূকাভিনয়ের সুযোগ। আগামী ১-৩ অক্টোবর ২৫,
বিকাল চারটা থেকে আটটা।

প্রশিক্ষক হিসেবে থাকছেন সভাপতি, প্যান্টোমাইম মুভমেন্ট। সভাপতি ভারপ্রাপ্ত, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান। পরিচালক যোগাযোগ, বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র। সোলেমান মেহেদী।

সভাপতি,দ্য মামার্স,ঢাকা প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান, প্রাক্তন শিক্ষার্থী,ন্যাশনাল মাইম ইন্সটিটিউট,ভারত। শহিদুল মুরাদ।

সমম্বয়কারী: সাধারণ সম্পাদক, প্যান্টোমাইম মুভমেন্ট, শান্তনু দাশ।
01753060647 / 01711204444

সার্বিক তত্ত্বাবধানে: সাজিদ হোসেন রনি ও বাবলু দাশ।

সহযোগিতায়: বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান।
প্রশিক্ষণার্থীরা দলীয় মূকাভিনয় প্রযোজনায় অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে।

প্যান্টোমাইম মুভমেন্ট মূকাভিনয়ে ৩ দশক।
আগ্রহীরা গুগল নিবন্ধন ফর্ম পূরণ করুন।
https://forms.gle/vpin7Y45VynGoVJy6

সবার পদচারণায় মূখরিত হবে মঞ্চ।
04/07/2025

সবার পদচারণায় মূখরিত হবে মঞ্চ।

02/07/2025
'মূকাভিনয়—নীরবতারও অধিক কিছু'নীরব অভিব্যক্তির গভীর শিল্প মূকাভিনয়কে আরও শুদ্ধ, একক ও শৈল্পিকভাবে আত্মস্থ করতে প্যান্টোমা...
02/07/2025

'মূকাভিনয়—নীরবতারও অধিক কিছু'

নীরব অভিব্যক্তির গভীর শিল্প মূকাভিনয়কে আরও শুদ্ধ, একক ও শৈল্পিকভাবে আত্মস্থ করতে প্যান্টোমাইম মুভমেন্ট আয়োজন করছে—
তিন মাসব্যাপী ‘সোলো মাইম ওয়ার্কশপ’
(মোট ২৪টি ইনটেনসিভ ক্লাস)

এই কর্মশালায় অংশ নিতে পারবেন শুধুমাত্র ন্যূনতম ৩ বছরের মূকাভিনয়ের অভিজ্ঞ শিল্পীরা।আগ্রহীদের পোস্টে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।

কর্মশালা পরিচালনা করবেন:
রিজোয়ান রাজন
আন্তর্জাতিক মূকাভিনয় শিল্পী
বার্মিংহাম, ইউকে।

আয়োজনে:
প্যান্টোমাইম মুভমেন্ট.
(শর্ত প্রযোজ্য)

11/06/2025

শীঘ্রই হবে পুরো দেশ জূড়ে
মূকাভিনয়।

৩ দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা ২০২৫: আগামী ১৯ - ২১ জুন ২০২৫ বিকেল ৩:৩০মি. থেকে ৭:৩০মি.পর্যন্ত, জেলা শিল্পকলা একাডেমি বরি...
04/06/2025

৩ দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা ২০২৫:

আগামী ১৯ - ২১ জুন ২০২৫ বিকেল ৩:৩০মি. থেকে ৭:৩০মি.পর্যন্ত, জেলা শিল্পকলা একাডেমি বরিশাল কর্তৃক প্রযোজনাভিত্তিক মূকাভিনয়ের বিশেষ কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন মূকাভিনয়শিল্পী ও প্রশিক্ষক আল মাসুম সবুজ।

যা শিখবেনঃ
✔️ শরীরের ভাষা ও অভিব্যক্তি
✔️ মৌলিক মাইম কৌশল
✔️ দৃশ্য রচনা ও পরিবেশনা
✔️ মঞ্চে আত্মবিশ্বাসের বিকাশ
✔️ এক্সপ্রেশন ( নবরস )
✔️ মাইম মেক-আপ ইত্যাদি।

নিবন্ধনের শেষ তারিখ : ১৭ জুন ২০২৫ খ্রি.

জরুরি প্রয়োজনে: 01716782696 / 01734895050

কর্মশালাটি সকলের জন্য উন্মুক্ত।

নিবন্ধনের জন্য যা যা লাগবে :
ক) জাতীয় পরিচয়পত্র /জন্মনিবন্ধনের ফটোকপি;
খ) পাসপোর্ট সাইজের ছবি ১ কপি।

সরাসরি নিবন্ধন
জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল।

অনলাইন নিবন্ধন লিংক:
https://forms.gle/NAQ9aaE9dHQpUSDP7

হলিউডে বাঙলা মূকাভিনয়ের স্বতন্ত্র শৈলী বিনির্মাণে গবেষণামূলক ওয়ার্কশপবাঙলা মূকাভিনয়ের স্বকীয়তা ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পর...
13/05/2025

হলিউডে বাঙলা মূকাভিনয়ের স্বতন্ত্র শৈলী বিনির্মাণে গবেষণামূলক ওয়ার্কশপ

বাঙলা মূকাভিনয়ের স্বকীয়তা ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করতে শুরু হতে যাচ্ছে এক ব্যতিক্রমী গবেষণামূলক প্রোডাকশন ওয়ার্কশপ। আগামী ১৮ মে ২০২৫, বিকেল ৫টায়, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন ভবনে শুরু হবে এই ওয়ার্কশপ।

ওয়ার্কশপ পরিচালনায়:
মাইম আইকন কাজী মশহুরুল হুদা
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনয়শিল্পী

পরিচালনায়:
বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র

প্রযোজনায়:
লস এঞ্জেলেসের একমাত্র সাংস্কৃতিক সংগঠন — উত্তরণ

অংশগ্রহণে যোগাযোগ:
মুর্শেদুল ইসলাম — ২১৩ ২০০ ৭৮৪৫

মূকাভিনয়ের প্রতি আগ্রহী সকল শিল্পী ও গবেষকদের প্রতি এই অসাধারণ সুযোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

12/05/2025

অসাধারণ একটি প্রোডাকশন

মূকাভিনয় সংগঠন গুলোর একসাথে একফ্রেমে দলীয় প্লেকার্ড।
10/05/2025

মূকাভিনয় সংগঠন গুলোর একসাথে একফ্রেমে দলীয় প্লেকার্ড।

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when mime News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share