15/09/2025
প্যান্টোমাইম মুভমেন্ট, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ৩ দিন ব্যাপী মূকাভিনয় কর্মশালার আয়োজন করছি।' আপনি মূকাভিনয়ের মাধ্যমে প্রতিভা বিকশিত করতে আগ্রহী? প্যান্টোমাইম মুভমেন্ট আপনাকে দিচ্ছেন কর্মশালা ভিত্তিক মূকাভিনয়ের সুযোগ। আগামী ১-৩ অক্টোবর ২৫,
বিকাল চারটা থেকে আটটা।
প্রশিক্ষক হিসেবে থাকছেন সভাপতি, প্যান্টোমাইম মুভমেন্ট। সভাপতি ভারপ্রাপ্ত, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান। পরিচালক যোগাযোগ, বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র। সোলেমান মেহেদী।
সভাপতি,দ্য মামার্স,ঢাকা প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান, প্রাক্তন শিক্ষার্থী,ন্যাশনাল মাইম ইন্সটিটিউট,ভারত। শহিদুল মুরাদ।
সমম্বয়কারী: সাধারণ সম্পাদক, প্যান্টোমাইম মুভমেন্ট, শান্তনু দাশ।
01753060647 / 01711204444
সার্বিক তত্ত্বাবধানে: সাজিদ হোসেন রনি ও বাবলু দাশ।
সহযোগিতায়: বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান।
প্রশিক্ষণার্থীরা দলীয় মূকাভিনয় প্রযোজনায় অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে।
প্যান্টোমাইম মুভমেন্ট মূকাভিনয়ে ৩ দশক।
আগ্রহীরা গুগল নিবন্ধন ফর্ম পূরণ করুন।
https://forms.gle/vpin7Y45VynGoVJy6