কথা৭১.টিভি

কথা৭১.টিভি We are committed to developing culture in the global arena.

চট্টগ্রাম শিল্পকলায় শুক্রবার নাসরীন হীরার 'মায়া' প্রদর্শনী।সমাজ বাস্তবতার করুণ চিত্র ও মানবিক সম্পর্কের গভীর গল্প নিয়ে ন...
27/11/2025

চট্টগ্রাম শিল্পকলায় শুক্রবার নাসরীন হীরার 'মায়া' প্রদর্শনী।

সমাজ বাস্তবতার করুণ চিত্র ও মানবিক সম্পর্কের গভীর গল্প নিয়ে নির্মিত আর্ট ফিল্ম 'মায়া' আগামী শুক্রবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মূল অডিটোরিয়ামে প্রদর্শিত হতে যাচ্ছে। এদিন চলচ্চিত্রটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে- প্রথমটি বিকাল ৫টা থেকে ৬টা এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নাসরীন হীরা। চিত্রনাট্য লিখেছেন শাহীন চৌধুরী। সংগীত পরিচালনা করেছেন ফরিদ বঙ্গবাসী। কণ্ঠ দিয়েছেন সেলিম ও তাবাসসুম তামান্না। সার্বিক সহযোগিতায় ছিলেন সায়েম উদ্দিন।

শিল্প নির্দেশনা ও সহকারী পরিচালনা করেছেন বড়ুয়া সিমান্ত। এছাড়া ফিল্মটি প্রযোজনা করেছে এঞ্জেলা আর্ট ও প্রভাতী শিশু কিশোর আনন্দ উৎসব। চলচ্চিত্রটির অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন সুনীল ধর, সুজীত ধর বাপ্পী, গোলাম মাওলা জসিম, হেমা বড়ুয়া, মোশারফ ভূঁইয়া পলাশ, রাবেয়া জামান এঞ্জেলা, রুদ্র, পাভেল, সায়ন্তনী আদ্রয়ান, আরোহী, কথা, নাসরিন হিরা, বিনা, জেমিমা, দেবদুইতা, সায়েম উদ্দিন, নাহিদ, এসবি ইমরান, ইমর মেহেদী, অংক, ফরহাদ, জাওয়াদ, অনিমেষ, শুভ, ফাহিম, জহির প্রমূখ। মাদক, বখাটেদের উৎপীড়নসহ নানা সামাজিক ব্যাধির নির্মম বাস্তবতা তুলে ধরেছে।' 'মায়া' চলচ্চিত্রের কাহিনী দাসপ্রথা-পরবর্তী সমাজের সামন্তবাদী বাস্তবতার আলোকে নির্মিত। গল্পে দেখা যায়-চিকিৎসার অভাবে মা-বাবার মৃত্যুতে ভাইয়ের কাঁধে নেমে আসে সংসারের ভার, ফিল্মটির নির্মাতা বলেন মায়া সমাজে প্রচলিত বাল্যবিবাহ যৌতুক মাদক বকাটে দেন উৎপীড়নসহ নানা সামাজিক বেদীর ব্যাধির নির্মম বাস্তবতা তুলে ধরেছে।

27/11/2025
25/11/2025

নাটক:- রাজারানী
রচনা: সুনীল গঙ্গোপাধ্যায়, নির্দেশনা: হাসান জাহাঙ্গীর পরিবেশনায়: প্রতিনিধি নাট্য সম্প্রদায়।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য।
#জেলা_শিল্পকলা_একাডেমী,চট্টগ্রাম।
আয়োজনে: চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম।

নাটক:- কর্ণ-কন্তি সংবাদ ও হিড়িম্বা।রচনা:- রবীন্দ্রনাথ ঠাকুর, নির্দেশনা:- খন্দকার মর্তুজা আলীওরচনা:- রূবাইয়াৎ আহাম্মদ, নি...
24/11/2025

নাটক:- কর্ণ-কন্তি সংবাদ ও হিড়িম্বা।
রচনা:- রবীন্দ্রনাথ ঠাকুর,
নির্দেশনা:- খন্দকার মর্তুজা আলী

রচনা:- রূবাইয়াৎ আহাম্মদ,
নির্দেশনা:- মোস্তফা কামাল যাত্রা
পরিবেশনায়:- নাট্যাধার।
゚viralシalシ

ভর্তি চলছে
24/11/2025

ভর্তি চলছে

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি 🙏❤️
18/11/2025

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি 🙏❤️

17/11/2025
চট্টগ্রাম প্রেসক্লাবে পালিত হলো কথা৭১.টিভির ৫ম বর্ষপূর্তি।  চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলতায়নে সোনালি...
17/11/2025

চট্টগ্রাম প্রেসক্লাবে পালিত হলো কথা৭১.টিভির ৫ম বর্ষপূর্তি।

চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলতায়নে সোনালি বিকেলে যেন একটু অন্যরকম উষ্ণতা ছড়িয়ে ছিল কথা৭১.টিভির অঙ্গীকার“সুস্থ ধারার সংস্কৃতি, সত্যের সন্ধানে আমরা”যেন সেই আলোয় আরও স্পষ্ট হয়ে উঠছিল। এমন এক আবহেই জমকালো আয়োজনে পালিত হলো কথা৭১.টিভির ৫ম বর্ষপূর্তি, যেখানে অতিথি–অতিথিদের মিলনে তৈরি হয়েছিল সৌহার্দ্য, উদ্দীপনা আর এক ধরনের সাংস্কৃতিক ঐক্যের মঞ্চ।

বিকেল ৩টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন কথা৭১ টিভির সম্মানিত উপদেষ্টা স্নিগ্ধা আচার্য। সভাপতিত্বের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কবি ও নাট্যকার সজল কুমার নাথ। শুরুতেই শুভেচ্ছা বিনিময়ে গর্জন৭১ টিভির চেয়ারম্যান টুটুল কর্মকার এবং সাংবাদিক নিজ্জ্বল সাহা, সত্যনিষ্ঠ সংবাদচর্চা ও সাংস্কৃতিক জাগরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সূচনা বক্তব্যে পপি দে স্মরণ করিয়ে দেন—কথা৭১ শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি একধরনের সাংস্কৃতিক দায়বদ্ধতা।

বিকেল ৪টায় শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুমন বড়ুয়া, যুগ্ম সচিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। তিনি গণমাধ্যমের দায়িত্ব ও ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সত্য ও সমাজচেতনার চর্চায় কথা৭১-এর উদ্যোগ সময়োপযোগী এবং প্রশংসনীয়। খ্যাতনামা গাইনি বিশেষজ্ঞ ডা. সোমা চৌধুরী ছিলেন সম্মানিত অতিথি হিসেবে। সৃষ্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুকান্ত বড়ুয়া মুখ্য আলোচক হিসেবে তাঁর বক্তব্যে সামাজিক পরিবর্তন, মানবিকতা এবং সংস্কৃতি নিয়ে গভীর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি হিসেবে ছিলেন প্রদীপ কুমার দাশ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ,খাগড়াছড়ি। ড. মোঃ মোজাহেরুল আলম, বিভাগীয় প্রধান, মনোবিজ্ঞান বিভাগ, সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ; বায়েজিদ, চট্টগ্রাম এবং ড. শুক্লা রক্ষিত, সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,ঢাকা,বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুসের মহিলা সম্পাদিকা শিমু রানী দেব, যাঁর উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

বর্ষপূর্তিকে ঘিরে আয়োজন করা হয় গান, নৃত্য, কবিতা—নানান শিল্পময় পরিবেশনা। গুণীজন সংবর্ধনা ও উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশেষ সম্মাননায় মুখরিত হয়ে ওঠে মিলনায়তন।

কথা৭১.টিভির ৫ম বর্ষ উপলক্ষে তিনজন রত্নগর্ভা মাকে সম্মাননা দেওয়া হয়, তারা হলেন সিমা মুতসুদ্দি, জ্যোৎস্নাময়ী নাথ ও জরিনা বেগম,যা উপস্থিত সবার আবেগকে ছুঁয়ে যায়।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নিতা পান্থ নিতু ও অংকিতা আচার্য—তাদের প্রাণবন্ত উপস্থাপনা পুরো অনুষ্ঠানটিকে তরতাজা রাখে।
শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন উদযাপন পরিষদের আহ্বায়ক সরন সাহা, যিনি সকল অতিথি, সহযোগী সদস্য ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—“সত্য, ন্যায় ও সংস্কৃতির পথে কথা৭১.টিভি আরও শক্ত হয়ে দাঁড়াবে।”

চট্টগ্রামের এই সন্ধ্যা শুধু একটি বর্ষপূর্তি নয়; ছিল একটি ঘোষণা—
সত্য, সংস্কৃতি আর মানুষের পক্ষে দাঁড়ানোর অভিযাত্রায় কথা৭১.টিভি আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে নিজের আলোর পথে।

কথা ৭১ এর ৫ম বর্ষপূর্তি উদযাপন ২০২৫ চট্টগ্রাম প্রেস ক্লাস।
17/11/2025

কথা ৭১ এর ৫ম বর্ষপূর্তি উদযাপন ২০২৫
চট্টগ্রাম প্রেস ক্লাস।

30/10/2025

কবিতার নাম:- তোমায় গেছি ভুলে।
কলমে:-- অশোক কুমার পান্ডে.
অসাধারণ কবিতাটি আবৃত্তি করছেন ঝর্ণা ঘাটা।।
゚viralシviralシfypシ゚viralシalシ

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when কথা৭১.টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কথা৭১.টিভি:

Share