কথা৭১.টিভি

কথা৭১.টিভি We are committed to developing culture in the global arena.

হালদা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জাল, বরশি জব্দ, অর্থদণ্ড।যীশু সেন  এর পাঠানো তথ্য মতে। হালদা নদী, দক্ষিণ এশিয়ার...
09/10/2025

হালদা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জাল, বরশি জব্দ, অর্থদণ্ড।

যীশু সেন এর পাঠানো তথ্য মতে।

হালদা নদী, দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত। এই নদীর জীববৈচিত্র্য ও মৎস্য প্রজনন রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর, বৃহস্পতিবার সকালে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে হালদা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সকাল ১১টার দিকে হালদা নদীর সর্ত্তারঘাট এলাকা থেকে নদীর মোহনা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। অভিযানে সহায়তা করেন রাউজান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম এবং নৌ পুলিশের এএসআই রমজান আলী।

অভিযানের সময় ১৫০০ মিটার ভাসা জাল ও ১২টি বড়শি জব্দ করা হয়। এইসব সরঞ্জাম ব্যবহার করে অবৈধভাবে মাছ ধরা হচ্ছিল বলে নিশ্চিত হওয়ার পর সেগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত ভাসাজাল নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অবৈধ মাছ শিকারের সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, “হালদা নদীর জীববৈচিত্র্য ও মৎস্য প্রজননক্ষেত্র রক্ষা করতে উপজেলা প্রশাসন অত্যন্ত আন্তরিক। প্রাকৃতিক প্রজননক্ষেত্র হওয়ায় এখানে বিভিন্ন জাতীয় মাছের ডিম আহরণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এই নদীতে অবৈধভাবে কারেন্টজাল মাছ শিকার করে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।”

তিনি আরও জানান, হালদা নদীর সংরক্ষণে নিয়মিত মনিটরিং ও অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদী ও মৎস্যজীবীরা। তাদের মতে, হালদা নদী শুধুমাত্র একটি নদী নয়; এটি বাংলাদেশের একটি গর্ব, যা জীববৈচিত্র্যের এক অনন্য দৃষ্টান্ত। প্রশাসনের এমন পদক্ষেপের ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীর প্রাকৃতিক ভারসাম্য ও মাছের প্রজনন প্রক্রিয়া সুরক্ষিত থাকবে।

উল্লেখ্য, এই নদীকে কেন্দ্র করে স্থানীয় জনগণের জীবিকা, সংস্কৃতি ও পরিবেশ নিবিড়ভাবে জড়িত। এজন্য হালদাকে রক্ষা করা শুধু প্রশাসনের নয়, বরং সকল নাগরিকের দায়িত্ব।

06/10/2025

চট্টগ্রামের ডিসি হিলে ফানুস উড়াতে গিয়ে ভ'য়া'ব'হ আ/গু'ন; ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে।



কপি সংগ্রহ।

আসুন, মানবতার জয় গান গাই।।
06/10/2025

আসুন, মানবতার জয় গান গাই।।

ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।সর্ব্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে।।সবাইকে কোজাগরী লক্ষ্মী পূজার শ...
06/10/2025

ওঁ বিশ্বরূপস্য ভার্য্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।
সর্ব্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে।।
সবাইকে কোজাগরী লক্ষ্মী পূজার শুভেচ্ছা।

06/10/2025
04/10/2025

বিজয়া।

বিদায়... 🙏 আসছে বছর আবার হবে !।
03/10/2025

বিদায়... 🙏 আসছে বছর আবার হবে !।

শুভ বিজয়া।
03/10/2025

শুভ বিজয়া।

নরসিংদীতে পুলিশ এর টহল বাড়ানো হয়েছে মোঃ মেনহাজুল আলম পুলিশ সুপার।মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীত...
23/09/2025

নরসিংদীতে পুলিশ এর টহল বাড়ানো হয়েছে মোঃ মেনহাজুল আলম পুলিশ সুপার।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীতে পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেন নরসিংদীতে পুলিশ এর টহল নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়াও চুরি,ছিনতাই,মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে বলেন জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম। অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং মঙ্গলবার পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। বক্তব্যে তিনি বলেন পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন,সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদ কর্মীদের ভূমিকা রয়েছে। আপনারা সবসময় বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।তিনি জেলার আইন শৃঙ্খলার পরিস্থিরি কথা উল্লেখ করে বলেন,চলতি মাসে জেলায় পৃথক পৃথক পাঁচটি ঘটনায় সাত জন খুনের ঘটনার মধ্যে পারিবারিক দ্বন্দ্বে তিনজন,ব্যবসায়িক দ্বন্দ্বে একজন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনজন খুন হয়েছে। এ সংক্রান্তে সর্বমোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে আট জনকে গ্রেপ্তার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। অন্যান্য ঘটনায়ও ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলার পুলিশ এর টহল নজরদারি বাড়ানো হয়েছে। চুরি,ছিনতাই, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চলমান রয়েছে।তিনি বলেন,আমরা কাজ করছি,জনগণের সাথে কথা বলছি,কোথায় কী সমস্যার কারণে ঘটনা ঘটছে, সমস্যার সমাধান করার চেষ্টা করছি। জেলার কোথায় কোন ধরনের অপরাধ সংঘটিত হয়, আমরা সেসব সমস্যা রোধেও কাজ করছি। সবার সহযোগিতা নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ জেলা গড়তে চাই। এ বিষয় আমাদের জেলা প্রশাসন,সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা ও সহযোগিতা করছে,আমরা সাংবাদিকদেরও সহযোগিতা চাই। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু,সুন্দর পরিবেশে আসন্ন দুর্গাপূজা সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বক্তব্য রাখেন সাংবাদিক দের পক্ষ থেকে নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, মাখন দাস, সাধারণ সম্পাদক মোবারক হোসেন,সাবেক সাধারণ সম্পাদক এম এ আওয়াল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

ঐতিহ্যবাহী গড়ইখালী বাজারের রাস্তা, ড্রেনেজ ও চান্নি সংস্কারের উদ্যোগ  দীনেশ চন্দ্র রায় পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি, নান...
22/09/2025

ঐতিহ্যবাহী গড়ইখালী বাজারের রাস্তা, ড্রেনেজ ও চান্নি সংস্কারের উদ্যোগ

দীনেশ চন্দ্র রায় পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি,
নানা সমস্যায় জর্জরিত পাইকগাছার ঐতিহ্যবাহী গড়ইখালী বাজারের উন্নয়নে রাস্তা, ড্রেনেজ এবং চান্নি সংস্কারের উদ্যোগ নিয়েছে গড়ইখালী ইউনিয়ন পরিষদ। এ ব্যাপারে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বরাবর আবেদন করেছেন গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু। এদিকে সোমবার দুপুরে প্রস্তাবিত প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট প্রতিনিধি আবু ইসহাক। উল্লেখ্য উপজেলার ঐতিহ্যবাহী হাট বাজার গুলোর মধ্যে গড়ইখালী হাট অন্যতম। বৃহৎ এলাকা নিয়ে সুন্দরবন সংলগ্ন এলাকার অন্যতম বৃহৎ হাট গড়ইখালী। প্রতি সপ্তাহের সোমবার হাটের জন্য নির্ধারণ করা নির্দিষ্ট দিন। এদিন গড়ইখালী সহ আশে পাশের ইউনিয়ন এবং উপজেলার হাজার হাজার এ হাটে আসেন প্রয়োজনীয় জিনিস কেনা-বেচা করতে। কিন্তু অবকাঠামো গত নানা সমস্যার কারণে হাটের দীর্ঘদিনের ঐতিহ্য হারাতে বসেছে। এ কারণে হাটের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন গড়ইখালী ইউনিয়ন পরিষদ। পরিষদ থেকে বাজারের পানি নিষ্কাশনের জন্য সাইক্লোন শেল্টারের সামনের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাছের চান্নি সংস্কার এবং মাইন সানার দোকানের সামনে থেকে কষ্ঠুর সমিল পর্যন্ত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এসব প্রকল্প বাস্তবায়ন হলে হাট ব্যবস্থাপনার উন্নয়ন সহ সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে বলে প্রকল্প স্থান পরিদর্শন করে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু। এসময় প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সরত চন্দ্র মন্ডল সহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

22/09/2025

শুভ মহালয়া বিশেষ অনুষ্ঠান জাগো মা ত্রিনয়নী।
স্থান:- থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম।
আয়োজনে:- কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতি, চট্টগ্রাম।

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when কথা৭১.টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কথা৭১.টিভি:

Share