Md Yahia Uddin Borhan

Md Yahia Uddin Borhan Alhamdulillah for everything

04/05/2025

ভারতে প্রায় ৪০ লক্ষ মানুষ, যারা চিকিৎসা খাতে বাংলাদেশের উপর নির্ভর করত, এখন বেকারত্বের মুখে। চিকিৎসক, নার্স, ফিজিওথেরাপিস্ট, এমনকি পরিবহন শ্রমিকরাও রাস্তায় নেমে এসেছে। আমাদের কে মারতে গিয়ে এখন নিজেরায় রামরাম....

29/04/2025

৬৯০ টাকায় সরকারি এলপি গ্যাস পাওয়ার কথা
কিন্তু আমরা কিনি ১৪৫০-1500 টাকায়!

ডিলার থেকে সচিব ভাগ-বাটোয়ারায় সবাই জড়িত!

যমুনা টিভির ‘৩৬০ ডিগ্রী’ টিমের অনুসন্ধানে উঠে এসেছে এসব লুটপাটের চিত্র।
জনগণের ট্যাক্সের টাকায় কেনা সরকারি গ্যাস,
সেটি জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হোক।

এই দুর্নীতির চক্র ভেঙে দেওয়া হোক।
জনগণের অধিকার জনগণের হাতেই ফিরিয়ে দিন!

14/04/2025

ওয়াও ড্রোন শো মানিক মিয়া এভিনিউতে

13/04/2025

সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩২-এর প্রাণঢালা শুভেচ্ছা!
শুভ নববর্ষ ১৪৩২!

#শুভ_নববর্ষ #নতুনশুরু

``সফট রিমাইন্ডার ``শাওয়াল  মাসের ছয় রোজা।ফজিলত:রাসূল (সা.) বলেছেন: “যে ব্যক্তি রমজানের রোজা রাখে এবং তারপর শাওয়াল মাসে ছ...
11/04/2025

``সফট রিমাইন্ডার ``
শাওয়াল মাসের ছয় রোজা।
ফজিলত:
রাসূল (সা.) বলেছেন:

“যে ব্যক্তি রমজানের রোজা রাখে এবং তারপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখে, সে যেন পুরো বছর রোজা রাখল।”
(সহীহ মুসলিম: 1164)

যারা এখনো শাওয়াল মাসে ছয় রোজা রাখেন নাই বা রাখতে ইচ্ছুক তারা আইয়ামের বীজ চাঁদের সাথে মিলাই ১৩, ১৪, ১৫ রোজ শনিবার, রোববার, সোমবার, তিনটা বাকি তিনটা বৃহস্পতিবার, সোমবার করে রাখতে পারেন, এতে নিয়ত ঠিক থাকলে দ্বিগুণ সওয়াব আশা করা যায়।

সোমবার ও বৃহস্পতিবার রোযার ফজিলত:

১. রাসুলুল্লাহ (সা.) বলেছেন:

> “মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। আমি চাই, যখন আমার আমল পেশ করা হবে, তখন আমি রোযাদার থাকি।”
(তিরমিজি: 747, মুসলিম: 2565)

২. সোমবারের ফজিলত:

> রাসূল (সা.) বলেন:
“এই দিনে (সোমবার) আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপর ওহি নাজিল হয়েছে।”
(সহীহ মুসলিম: 1162)

আশিক চৌধুরী পুরা নাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তার জন্ম চাঁদপুরে। তাবে তার বাবার চাকরির কারণে শৈশব কাটে যশোরে। তিনি ...
09/04/2025

আশিক চৌধুরী পুরা নাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তার জন্ম চাঁদপুরে। তাবে তার বাবার চাকরির কারণে শৈশব কাটে যশোরে। তিনি সিলেটে ক্যাডেট কলেজে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে সনাত্মক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তা সম্পন্ন করেন ( CFA) চাটার্ড ফাইন্যান্সিয়ান অ্যানালিস্ট সার্টিফিকেশন লাভ করেন।

তিনি কর্মজীবন শুরু করেন ২০০৭ সালে ফেব্রুয়ারিতে ব্রিটিশ আমেরিকার টোব্যাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে।

আশিক চৌধুরী স্ট্যান্ডার চার্টাড ব্যাংক যোগদান দিয়ে ২০১১ সাল পর্যন্ত লেন্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন।

আমেরিকার অ্যানালিস্ট হিসেবে যোগদেন এবং ২০১৯ সালে মে মাসের ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন।

বাংলাদেশ এইচএসবিসি যোগদান করেন এবং পরিবর্তীতে সিঙ্গাপুর এইচ এস বি সি চলে যান।

আশিক চৌধুরী ইউনিভার্সিটি অব প্রফেশনালস প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশে প্রথম স্পোর্টস বার দ্যা বেঞ্চ এর সহ- প্রতিষ্ঠাতা

বাংলাদেশে উন্নয়ন কর্তৃপক্ষ (বিড)২০২৪ সালে সেপ্টেম্বর মাসে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নির্বাহী চেয়ারম্যান পদেও নিযুক্ত হন।

প্রফেসর ডক্টর ইউনুস অনুরোধ এ

২০২৫ সালে এপ্রিল মাসে রাষ্ট্রীয় মন্ত্রী পদমর্যাদা প্রদান করা হয়।

মাত্র কয়ে-এক মাসের ব্যবধানের :-

>স্টারলিং (Starlink) বাংলাদেশে নিয়ে এসেছেন, কানেক্টিভিটির নতুন যুগের সূচনা করেছেন।

>নাসার সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি হয়েছে।

>৫টি মালবাহী জাহাজ ইতিমধ্যে কেনা হয়েছে—বন্দর ও লজিস্টিক খাতে বিশাল অগ্রগতি।

>রিভার ম্যানেজমেন্ট নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা চলছে, যার মাধ্যমে নদীভিত্তিক অর্থনীতি জেগে উঠবে।

>৪টি আন্তর্জাতিক মানের হাসপাতাল বিদেশি বিনিয়োগে গড়ে তোলার উদ্যোগ চলছে।

>ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক বা বুলেট ট্রেন চালুর জন্যও বৈদেশিক বিনিয়োগ সংগ্রহের কাজ চলছে।

>এরই মধ্যে ১০টি ইকোনমিক জোন তৈরির কাজ শুরু হয়েছে।

তার লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ দেশে আনা, ইনশাআল্লাহ, যদি বাস্তবায়ন হয়, তাহলে সৃষ্টি হবে কমপক্ষে ১ লাখ নতুন কর্মসংস্থান। এতে এক উজ্জ্বল নতুন সম্ভাবনা দেশ।

এভাবে মেধাকে মূল্যায়ন করা হলে আমাদের দেশটা অটোমেঠিক সোনার দেশ হয়ে উঠবে।

Wow মাত্র ৭ মাসে ক্ষমতাধর দেশের ১২৩তম থেকে ৪৭তম,  ৭৬ ধাপের চমক! ২০২৫-এ বিশ্ব শক্তির মঞ্চে ৪৭তম অবস্থানে বাংলাদেশ।
08/04/2025

Wow মাত্র ৭ মাসে ক্ষমতাধর দেশের ১২৩তম থেকে ৪৭তম, ৭৬ ধাপের চমক! ২০২৫-এ বিশ্ব শক্তির মঞ্চে ৪৭তম অবস্থানে বাংলাদেশ।

লাল ভালোবাসা❤️রক্ত দিন নিজে সুস্থ থাকুন, অন্যের জীবন বাঁচান।
07/04/2025

লাল ভালোবাসা❤️
রক্ত দিন নিজে সুস্থ থাকুন, অন্যের জীবন বাঁচান।

07/04/2025

উপর গণহত্যার প্রতিবাদে আজকের চট্টগ্রাম বিক্ষোভ মিছিল


Address

Bangladeshi
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Md Yahia Uddin Borhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share