11/04/2025
``সফট রিমাইন্ডার ``
শাওয়াল মাসের ছয় রোজা।
ফজিলত:
রাসূল (সা.) বলেছেন:
“যে ব্যক্তি রমজানের রোজা রাখে এবং তারপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখে, সে যেন পুরো বছর রোজা রাখল।”
(সহীহ মুসলিম: 1164)
যারা এখনো শাওয়াল মাসে ছয় রোজা রাখেন নাই বা রাখতে ইচ্ছুক তারা আইয়ামের বীজ চাঁদের সাথে মিলাই ১৩, ১৪, ১৫ রোজ শনিবার, রোববার, সোমবার, তিনটা বাকি তিনটা বৃহস্পতিবার, সোমবার করে রাখতে পারেন, এতে নিয়ত ঠিক থাকলে দ্বিগুণ সওয়াব আশা করা যায়।
সোমবার ও বৃহস্পতিবার রোযার ফজিলত:
১. রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
> “মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। আমি চাই, যখন আমার আমল পেশ করা হবে, তখন আমি রোযাদার থাকি।”
(তিরমিজি: 747, মুসলিম: 2565)
২. সোমবারের ফজিলত:
> রাসূল (সা.) বলেন:
“এই দিনে (সোমবার) আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপর ওহি নাজিল হয়েছে।”
(সহীহ মুসলিম: 1162)