গল্পীয়ান

  • Home
  • গল্পীয়ান

গল্পীয়ান গল্পের ক্যানভাসে শব্দময় জীবন...

লেখক-পাঠকদের ভালোবাসার প্ল্যাটফর্ম 'গল্পীয়ান' এর অফিশিয়াল পেজে আপনাদের সকলকে আমন্ত্রণ।

আমাদের সম্পর্কে বলতে গেলে ফিরে যেতে হবে ২০১৫ সালে। ‘গল্পীয়ান’ নামক প্লাটফর্মটার জন্ম আজ থেকে প্রায় ৫ বছর আগে। একদল সাহিত্যপ্রেমী তরুণ-তরুণির হাত ধরে, ছোট্ট একটা ফেসবুক চ্যাট গ্রুপ থেকে।

একদল স্বপ্নবাজ তরুণ-তরুণির ছোট্ট স্বপ্নের নাম ছিল ‘গল্পীয়ান’। এই স্বপ্নের গোড়াপত্তন হয়েছিল মূলত ২০১৫ সালে। ২০১৫ সালের আগস্ট ম

াসে বাংলা কথাসাহিত্যকে কিছু দেবার প্রত্যয়ে অনলাইনে তথা ফেসবুকে সৃষ্টি হয়েছিল 'গল্পীয়ান' এর। নামেই বোঝা যাচ্ছে এটা মূলত গল্পভিত্তিক কিছু। পথচলা শুরুর পর থেকেই গল্পীয়ান চেয়েছে নবীন-তরুণ লেখকদের তুলে আনতে, লেখক-পাঠককে একই সূত্রে গাঁথতে। একারণে এই পর্যন্ত অনলাইনে সফলভাবে আয়োজন করেছে গল্প লেখা প্রতিযোগিতার চারটি পর্ব। এ প্রতিযোগিতায় লেখকদের পাশাপাশি পাঠককেও পুরষ্কৃত করে উদাহারণ সৃষ্টি করেছিল গল্পীয়ান।

এরপর অনলাইনের লেখাকে ছাপার অক্ষরে প্রকাশ করার মতো কাজও হয়েছে গল্পীয়ান প্লাটফর্ম থেকে। ‘সাহিত্যের সাতকাহন’ এর সাথে যৌথ সম্পাদনায় ২০১৭ সালের অমর একুশে বইমেলায় প্রকাশ করেছে ‘গল্পোদ্যান’ নামক গল্প সংকলন। যাতে স্থান পেয়েছিল অনলাইনের নবীন-তরুণ লেখকদের অসংখ্য গল্প।

২০১৭ এর পর বিভিন্ন জটিলতার কারণে ও সম্পাদকদের ব্যস্ততার কারণে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল গল্পীয়ানের কার্যক্রম। মাঝখানে একবার মাসিক গল্প পত্রিকা আকারে আত্মপ্রকাশ করার উদ্যোগ নেওয়া হলেও, শেষমেষ সেটাও বাস্তবায়ন হয়নি আর। তবে কী লেখক-পাঠকদের আত্মমিলনের প্রিয় প্লাটফর্ম ‘গল্পীয়ান’ এভাবেই হারিয়ে যাবে? না, আমরা চাই না গল্পীয়ান লেখক-পাঠকদের মন থেকে হারিয়ে যাক। চাই না সাহিত্য জগৎ থেকে মুছে যাক গল্পীয়ানের নাম।

আমরা চাই, গল্পীয়ান যুগ যুগ ধরে লেখক-পাঠকদের হৃদয়ে বেঁচে থাকুক। হয়তো, চেনা মুখগুলো বদলে যাবে, পুরোনো মুখগুলোর জায়গায় আসবে নতুন নতুন মুখ। অবয়ব বদলাবে গল্পীয়ানেরও। তবুও সাহিত্য আঙিনায় লেখক-পাঠকদের মনে গেঁথে থাকুক ‘গল্পীয়ান’ নামটা। মূলত এই লক্ষ্যকে সামনে রেখেই, প্রায় তিন বছর পর, নতুন আঙ্গিকে ওয়েব ভার্সনে যাত্রা শুরু করল ‘গল্পীয়ান’। আবার লেখক-পাঠকের সরাগমে মুখরিত হবে গল্পীয়ান, তবে এখন থেকে ওয়েবসাইটে। আগেই মতোই একই নিয়মে গল্প লেখা উৎসব হবে, কিন্তু ফেসবুক পেজের স্থলে এখন থেকে আমাদের সব কার্যক্রম চলবে আমাদের এই অফিশিয়াল ওয়েবসাইটে। এ ছাড়াও যদি আপনাদের সহযোগিতা পাই, তবে সব সমস্যা কাটিয়ে আমরা খুব শীঘ্রই মাসিক গল্প পত্রিকা আকারেও আত্মপ্রকাশ করব।

আশাকরি, যারা গল্পীয়ানের শুভাকাঙ্ক্ষী ও লেখক-পাঠক ছিলেন, তারা সবাই আগেই মতোই গল্পীয়ানকে ভালোবেসে আমাদের পাশে থাকবেন। এই প্লাটফর্মটি মূলত আপনাদেরই, আপনারা ছাড়া এটি প্রায় অচল। তাই এটাকে জিইয়ে রাখার দায়িত্বও আপনাদের উপর।
কলম চলুক তবে! আবার গল্পের আসর জমুক! ‘গল্পীয়ান’ দীর্ঘজীবী হোক!

**********

⏩ আমাদের অফিশিয়াল ওয়েবসাইট: www.golpiyan.com

⏩ স্যোশাল মিডিয়াতে আমাদের ফলো করুন:

ফেসবুক পেজ: https://www.facebook.com/golpiyan/
ফেসবুক আইডি: https://www.facebook.com/golpians/
টুইটার: https://twitter.com/golpiyan/
ইউটিউব: https://www.youtube.com/
লিংকডইন: https://www.linkedin.com/company/গল্পীয়ান/
পিনটেরেস্ট: https://www.pinterest.com/golpiyan/
মিডিয়াম: https://medium.com/
থাম্বলার: https://golpiyan.tumblr.com/

⏩ সম্পাদকীয় কার্যালয়:

বরিশাল টাওয়ার ১১/১, পশ্চিম ধোলাইপাড়, শ্যামপুর, ঢাকা-১২০৪।

⏩ যোগাযোগ:

মোবাইল: 01819515292
ইমেইল: [email protected]

কবিতা: অনন্ত কালকুঠুরিলিখেছেন: মিহির বেরা🔸 পড়ুন: https://wp.me/paXWE0-m6
27/02/2024

কবিতা: অনন্ত কালকুঠুরি

লিখেছেন: মিহির বেরা

🔸 পড়ুন: https://wp.me/paXWE0-m6

এই যে— ফেব্রুয়ারির আকাশ ভেঙে তুমুল কান্নার সিম্পনি নেমে আসে,কই, আমার মস্তিষ্ক ভেঙে তো কোনো শব্দবৃষ্টি নামে না,কোনো কবিতা...
24/02/2024

এই যে—
ফেব্রুয়ারির আকাশ ভেঙে তুমুল কান্নার সিম্পনি নেমে আসে,
কই, আমার মস্তিষ্ক ভেঙে তো কোনো শব্দবৃষ্টি নামে না,
কোনো কবিতার পঙক্তি ঝলসে উঠে না নিউরনে-নিউরনে ঘর্ষণে!

বুকের ভেতর ছেয়ে থাকা কালো মেঘ,
প্রচ্ছন্ন জিনের মতন ছুটে বেড়ায় রক্তকণিকায়!
আমার নিঃসঙ্গ ডিএনএ সাক্ষী দেয়—
বিষণ্ণতা আমাদের আদিম অসুখ;
শুক্রবারের আজানের মতো বারবার ফিরে আসে!

এই যে—
অকালে বাসন্তী বৃষ্টি ডুবিয়ে দিচ্ছে আমাদের সমস্ত আবাদী জমি!
এখানে আর কোনোদিন শব্দ চাষ করা হবে না, কোনো দিনও না!
এই জনমদুঃখী চাষীকে কোনো ক্ষতিপূরণ দেবে না, তোমাদের ঈশ্বর!
অসময়ে মাকাল চাষ করে, জোঁকের মতো আরও ফুলে-ফেঁপে যাবে—
পুঁজিবাদী বুর্জোয়া শূয়োরের দল!

জলে নষ্ট আমার ফসলের বিপরীতে, তোমাদের শহুরে বৃষ্টিবিলাস!
তোমাদের প্রেমিকার ব্যালকনিতে জলকেলি—
মুছে দিচ্ছে আমার ভাঙা চালার ফুটো!
তোমাদের প্লেটে গরম গরম ভুনা খিচুড়ি;
এদিকে জলের কারণে জ্বালানো হয়নি আমাদের মাটির উনুন!

ফেসবুক রিলে তোমাদের এই কাব্যিক বৃষ্টি—
আমাদের জন্য আকাশ থেকে নেমে আসা,
পক্ষপাতী ঈশ্বরের নির্মম অভিশাপ!

'ঈশ্বরের অভিশাপ' | © আবুল হাসনাত বাঁধন
(২৩/০২/২০২৪)
মিরহাজিরবাগ, ঢাকা।

[ছবি: এআই]

বায়ান্নের সকল ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
21/02/2024

বায়ান্নের সকল ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

২০২১ অমর একুশে বইমেলায় প্রকাশিত গল্পীয়ান প্রকাশন এর প্রথম বই, মারুফুল আনাম রঙ্গন এর কাব্যগ্রন্থ "এক বাইনারি পৃথিবী আমার"...
02/02/2024

২০২১ অমর একুশে বইমেলায় প্রকাশিত গল্পীয়ান প্রকাশন এর প্রথম বই, মারুফুল আনাম রঙ্গন এর কাব্যগ্রন্থ "এক বাইনারি পৃথিবী আমার" ২০২৪ বইমেলা উপলক্ষ্যে ইবুক আকারে প্রকাশিত হয়েছে, জনপ্রিয় ইবুক প্ল্যাটফরম বইটইয়ে।

বইটই অ্যাপে আপনারা নামমাত্র মূল্যে (৪০ ৳) ইবুকটি সংগ্রহ করে পড়তে পারবেন। যারা কবিতা ভালোবাসেন, বইটি পড়ে দেখতে পারেন। আশা করি ভালো সময় কাটবে।

🔹 বইয়ের তথ্য:
নাম: এক বাইনারি পৃথিবী আমার
লেখক: মারুফুল আনাম রঙ্গন
ধরন / জনরা: কাব্যগ্রন্থ
প্রকাশনী: গল্পীয়ান প্রকাশন
প্রচ্ছদ: শ ই মামুন

🔸 বইটই ইবুক লিংক: https://link.boitoi.com.bd/uAvN [এই লিংক থেকে আপনারা ইবুকটি কিনতে পারবেন]

যারা ইবুক এর বদলে বইটার হার্ড কপি কিনতে আগ্রহী, আমাদের পেজে ইনবক্স করতে পারেন।

এছাড়াও আমাদের আরও ৪-৫টি ইবুক এর কাজ চলমান রয়েছে। ওগুলো প্রকাশিত হলে, আপনাদের জানানো হবে।

🔹গল্পীয়ান প্রকাশনের বইটই প্রোফাইল: https://boitoi.com.bd/publisher/186/golpiyan-prokashon [এখানে গল্পীয়ান এর সকল ইবুক একসাথে পাবেন।]

গল্পীয়ান এর সাথে থাকুন।

শুরুতেই আমরা পত্রিকা সম্পর্কে এতদিন আপডেট দিতে না পারায় ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত। অনাকাঙ্খিত সমস্যার ক...
02/02/2024

শুরুতেই আমরা পত্রিকা সম্পর্কে এতদিন আপডেট দিতে না পারায় ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত।

অনাকাঙ্খিত সমস্যার কারণে, আমাদের গল্পীয়ান গল্প পত্রিকা সময়মতো প্রকাশ করা সম্ভব হয়নি।

পত্রিকার জন্য লেখা মনোনয়ন প্রক্রিয়া প্রায় শেষের দিকে। আগামী সপ্তাহের মধ্যে আমরা মনোনীতদের তালিকা প্রকাশ করব।

আর পত্রিকার ১ম সংখ্যাটি আমরা সর্বোচ্চ চেষ্টা করব, মেলার মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে আনার। যদি একান্তই সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা পত্রিকা মার্চের ১ম সপ্তাহের মধ্যে আনবো। এখন বিষয়টি আনুসঙ্গিক অনেক ব্যাপারের ওপর নির্ভর করছে, বিশেষ করে প্রেসে কাজের চাপ কেমন সেটার ওপর।

যারা এতদিন ধরে ধৈর্য ধরে গল্পীয়ানের সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আপনারা অনুগ্রহ করে, আমাদেরকে আরও কিছুদিন সময় দিন, আরও কিছুদিন আমাদের পাশে থেকে সাপোর্ট দিন।

পত্রিকার ঝামেলা মিটলে, আমরা আরও বড়ো আয়োজন নিয়ে হাজির হবার পরিকল্পনা করছি। তবে সবকিছুর আগে, আপনাদের গল্পীয়ানের সাথে থাকা জরুরি।

26/01/2024

আট বছর আগে একদিন

- জীবনানন্দ দাশ (মহাপৃথিবী)

শোনা গেল লাশকাটা ঘরে
নিয়ে গেছে তারে;
কাল রাতে ফাল্গুনের রাতের আধারে
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাদ
মরিবার হল তার সাধ।

বধু শুয়ে ছিল পাশে-শিশুটিও ছিল;
প্রেম ছিল, আশা ছিল জোছনায় তবু সে দেখিল
কোন্ ভূত? ঘুম কেন ভেঙে গেল তার?
অথবা হয় নি ঘুম বহুকাল- লাশকাটা ঘরে মুয়ে ঘুমায় এবার।

এই ঘুম চেয়েছিল বুঝি!
রক্তফেনামাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি
আঁধার ঘুঁজির বুকে ঘুমায় এবার
কোনোদিন জাগিবে না আর।

‘কোনদিন জাগিবে না আর
জানিবার গাঢ় বেদনার
অবিরাম অবিরাম ভার
সহিবে না আর-’
এই কথা বলেছিল তারে
চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আঁধারে
যেন তার জানালার ধারে
উটের গ্রীবার মতো কোনো এক নিত্বব্ধতা এসে।
তবুও তো পেঁচা জাগে;
গলিত স্থবির ব্যাঙ আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে
আরেকটি প্রভাতের ইশারায়–অনুমেয় উষ্ণ অনুরাগে।

টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে
চারি দিকে মশারির ক্ষমাহিন বিরুদ্ধতা;
মশা তার অন্ধকার সঙ্ঘারামে জেগে থেকে জীবনের স্রোতে ভালোবাসে।

রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি;
সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি।
ঘনিষ্ঠ আকাশ যেন কোন্ বিকীর্ণ জীবন
অধিকার করে আছে ইহাদের মন:
দুরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘর শিহরণ
মরণেরাসথে লড়িয়াছে;
চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বত্থের কাছে
একা গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা;
যে জীবন ফড়িঙের, দোয়েলের মানুষের সাতে তার হয় নাকো দেখা
এই জেনে।

অশ্বত্থের শাখা
করে নি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে
সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে
করে নি কি মাখামাখি?
বলে নি কি: বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে?
চমৎকার!
ধরা যাক দু-একটা ইদুর এবার!
জানায় নি পেচা এসে এ তুমুল গাঢ় সমাচার?

জীবনের এই স্বাদ- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের-
তোমার অসহ্য বোধ হল;
মর্গে কি ওমোটে
থ্যাঁতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে!

শোনো
তবু এ মৃতের গল্প;-কোনো
নারীর প্রণয়ের ব্যর্থ হয় নাই;
বিবাহিতা জীবনের সাধ
কোথাও রাখে নি কোনো খাদ,
সময়ের উদবর্তনে উঠে এসে বধূ
মধু-আর মননের মধু
দিয়েছে জানিতে
হাড়হাভাতের গ্লানি বেদনার শীতে
এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই;
তাই
লাশকাটা ঘরে
চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের ‘পরে।

জানি-তবু জানি
নারীর হৃদয়-প্রেম-শিশু-গৃহ-নয় সবখানি;
অর্থ নয়, র্কীতি নয়, সচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
খেলা করে
আমাদের ক্লান্ত করে;
ক্লান্ত ক্লান্ত করে:
লাশকাটা ঘরে
সেই ক্লান্তি নাই;
তাই
লাশকাটা ঘরে
চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের ’পরে।

তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা,
থুরথুরে অন্ধ পেচা অশ্বত্থের ডালে বসে এসে
চোখ পালটায় কয়: বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে?
চমৎকার!
ধরা যাক দু একটা ইদুর এবার–
হে প্রগাঢ় পিতামহী , আজও চমৎকার?
আমিও তোকার মতো বুড়ো হব–বুড়ি চাঁদটারে আমি করে দেব
কালীদহে বেনো জলে পার;
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার।

'অক্টোপাস' | © আবুল হাসনাত বাঁধন
22/01/2024

'অক্টোপাস' | © আবুল হাসনাত বাঁধন

অনিন্দ্য রায় | © আবুল হাসনাত বাঁধন
20/01/2024

অনিন্দ্য রায় | © আবুল হাসনাত বাঁধন

"বনলতা সেন" | © জীবনানন্দ দাশ
19/01/2024

"বনলতা সেন" | © জীবনানন্দ দাশ

অমর একুশে বইমেলা ২০২১ এ গল্পীয়ান প্রকাশন থেকে প্রকাশিত মারুফুল আনাম রঙ্গন - এর কাব্যগ্রন্থ "এক বাইনারি পৃথিবী আমার" এর ই...
17/01/2024

অমর একুশে বইমেলা ২০২১ এ গল্পীয়ান প্রকাশন থেকে প্রকাশিত মারুফুল আনাম রঙ্গন - এর কাব্যগ্রন্থ "এক বাইনারি পৃথিবী আমার" এর ইবুক ভার্সন শীঘ্রই আসতে যাচ্ছে, ইবুক প্ল্যাটফরম "বইটই"-এ।

আপনারা যারা ইবুক পড়েন, বইটই থেকে সংগ্রহ করে বইটি পড়তে পারেন। এটি ছাড়াও, আসন্ন বইমেলা ২০২৪ উপলক্ষ্যে গল্পীয়ান থেকে একাধিক ইবুক প্রকাশিত হতে যাচ্ছে। ওগুলো সম্পর্কে আস্তে আস্তে জানানো হবে।

আর, যারা হার্ড বই পড়তে ভালোবাসেন। কবিতা ভালোবাসেন। তারা "এক বাইনারি পৃথিবী আমার" বইটির হার্ড কপি সংগ্রহ করতে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

গল্পীয়ান এর সাথে থাকুন।

"স্বজ্ঞাত" | © আবুল হাসনাত বাঁধন
16/01/2024

"স্বজ্ঞাত" | © আবুল হাসনাত বাঁধন

গল্পীয়ান গল্প পত্রিকা - সূচনা সংখ্যার প্রচ্ছদ।
14/01/2024

গল্পীয়ান গল্প পত্রিকা - সূচনা সংখ্যার প্রচ্ছদ।

⚠️ জরুরি বিজ্ঞপ্তি:গল্পীয়ান গল্প পত্রিকা সূচনা সংখ্যার জন্য যারা যারা ইমেইলে লেখা পাঠিয়েছেন, সবাইকে প্রাপ্তি স্বীকার করে...
11/01/2024

⚠️ জরুরি বিজ্ঞপ্তি:

গল্পীয়ান গল্প পত্রিকা সূচনা সংখ্যার জন্য যারা যারা ইমেইলে লেখা পাঠিয়েছেন, সবাইকে প্রাপ্তি স্বীকার করে প্রতিউত্তর করা হয়েছে।

ভুলক্রমে যদি কেউ মিস যান, অর্থাৎ কেউ যদি এখনো ইমেইলে রিপ্লাই না পেয়ে থাকেন, তাহলে এই পোস্টের কমেন্টে কিংবা আমাদের ইনবক্সে জানাতে পারেন।

🔸 বি. দ্র: উল্লেখ্য, এই পোস্টটি গুগল ফর্মে লেখা জমাদানকারীদের জন্য প্রযোজ্য নয়। গুগল ফর্মে সবার লেখা আমরা পেয়েছি। লেখা জমা দেওয়ার পর যারা যারা কনফার্মেশন মেসেজ দেখেছেন, তাদেরগুলো সব ওকে আছে। এরপরও কারও জমাকৃত লেখায় কোনো সমস্যা থাকলে আমরা লেখকের সাথে ইমেইল মারফত যোগাযোগ করব।

*****

আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে আমরা বাছাই পর্ব শেষ করে ফলাফল জানাতে পারব। অনুগ্রহ করে গল্পীয়ান এর সাথে থাকুন।

ধন্যবাদ।

 #খুদে_গল্প"বৃদ্ধাশ্রম" | © আবুল হাসনাত বাঁধন
10/01/2024

#খুদে_গল্প

"বৃদ্ধাশ্রম" | © আবুল হাসনাত বাঁধন

⚠️ জরুরি নোটিশ: কয়েকজন লেখক, আমাদের গল্পীয়ান গল্প পত্রিকা সূচনা সংখ্যার জন্য জমাকৃত লেখার মধ্যে চৌর্যবৃত্তির আশ্রয় নিয়েছ...
08/01/2024

⚠️ জরুরি নোটিশ:

কয়েকজন লেখক, আমাদের গল্পীয়ান গল্প পত্রিকা সূচনা সংখ্যার জন্য জমাকৃত লেখার মধ্যে চৌর্যবৃত্তির আশ্রয় নিয়েছেন। আমাদের প্ল্যাটফরমের নিয়ম অনুযায়ী সেসকল লেখককে আজীবনের জন্য গল্পীয়ান প্ল্যাটফরম থেকে নিষিদ্ধ করা হলো।

এমনকি তাদের কোনো মৌলিক লেখাও আর কখনো গল্পীয়ান পোর্টাল ও গল্পীয়ান গল্প পত্রিকায় প্রকাশিত হবে না।

সাবধান! আমরা এরকম একটা প্ল্যাটফরম পরিচালনা করছি, আর সামান্য লেখা চুরি ধরতে পারব না, এই ধারণা নিতান্তই অমূলক ও হাস্যকর। অন্য যারা লেখাচোর আছেন, সাবধান হয়ে যান।

পরবর্তীতে আমাদের কাছে কোনো ধরনের চুরিকৃত লেখা আসলে, সেক্ষেত্রে সেই লেখকের নাম, ফেসবুক আইডি, অ্যাড্রেস; ইত্যাদি তথ্যসমেত লেখাচোরকে আমরা আমাদের পাব্লিক প্ল্যাটফরমে (অর্থাৎ পেজ ও পোর্টালে) প্রকাশ করে দেবো। এবার প্রথমবার হিসেবে এমনটা করছি না।

তাই অনলাইনে ও অফলাইনে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে না চাইলে, সামাজিক মর্যাদা হারাতে না চাইলে, লেখাচুরি থেকে বিরত থাকুন।

লেখালিখি একটা অত্যন্ত সম্মানজনক কাজ। শুরুতে আপনার লেখা কম মানসম্পন্ন হলেও সমস্যা নেই। লিখতে লিখতেই আপনার লেখার মান বৃদ্ধি পাবে। তাই, নিজের মৌলিক লেখায় মনোযোগ দিন। অযথা অন্য লেখকের মৌলিক সৃষ্টিকে চুরি করে, এই মহান পেশাটি কলুষিত করবেন না।

সবাই গল্পীয়ান এর সাথে থাকুন। ধন্যবাদ।

অনেকে আমাদের পোর্টালে প্রকাশ করার জন্য সাইটের ফর্মের মাধ্যমে লেখা জমা দিচ্ছেন। আমরা গল্পীয়ান গল্প পত্রিকার কাজে ব্যস্ত থ...
04/01/2024

অনেকে আমাদের পোর্টালে প্রকাশ করার জন্য সাইটের ফর্মের মাধ্যমে লেখা জমা দিচ্ছেন।

আমরা গল্পীয়ান গল্প পত্রিকার কাজে ব্যস্ত থাকায় পোর্টালের লেখার আপডেট দেওয়া হচ্ছে না।

এরমধ্যে যারা লেখা জমা দিয়ে চিন্তায় আছেন, তাদের জন্য এই পোস্ট।

পোর্টালে প্রকাশের জন্য আপনাদের জমাকৃত লেখা সম্পর্কে আমরা ৫-১০ দিনের মধ্যে আপডেট দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আপনার লেখা যদি প্রকাশের জন্য মনোনীত হয়, তাহলে ৫-১০ দিনের মধ্যে আমরা ইমেইল মারফত আপনাকে জানাবো সে বিষয়ে। এরপর ১৫ দিনের মধ্যে সেই লেখা আমাদের পোর্টালে প্রকাশ করব।

উল্লেখ্য, জমা দেওয়ার ১৫ দিনের মধ্যে যদি আপনি লেখা বিষয়ক কোনো আপডেট না পান, তবে ধরে নেবেন, আপনার লেখা প্রকাশের জন্য মনোনীত হয়নি।

[আমরা লেখা মনোনীত হলে, সেই খবর ইমেইলের মাধ্যমে জানাই। মনোনীত না হলে সেটা জানাই না, যাতে লেখকের মন খারাপ হয়ে না যায়!]

ওপরে উল্লেখিত নিয়ম- ০১ জানুয়ারি, ২০২৪ থেকে প্রযোজ্য।

Address


Telephone

+8801819515292

Website

https://medium.com/@golpiyan, https://www.linkedin.com/company/গল্পীয়ান, https://www.youtube.

Alerts

Be the first to know and let us send you an email when গল্পীয়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গল্পীয়ান:

  • Want your business to be the top-listed Media Company?

Share