AK DUI TEEN Digital

AK DUI TEEN Digital [সরকার নিবন্ধিত জাতীয় সাপ্তাহিক]

পুরাতন পুল এখন মরন ফাঁদ, দিশেহারা সাধারণ মানুষ দ্রুত সংস্কার দাবীবরিশাল সংবাদদাতা ||🔹ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া...
28/05/2025

পুরাতন পুল এখন মরন ফাঁদ, দিশেহারা সাধারণ মানুষ দ্রুত সংস্কার দাবী

বরিশাল সংবাদদাতা ||🔹
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুশরীহাওলা গ্রামে অবস্থিত ‘পাঠার পোল’ নামের পুরাতন একটি পুল বর্তমানে জনসাধারণের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বহুদিন আগে নির্মিত এই পুলটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। এতে প্রতিদিন শত শত মানুষের জীবনের ঝুঁকি বাড়ছে।

স্থানীয় সূত্র জানায়, এই পুল দিয়েই প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, নারী ও বৃদ্ধসহ এলাকার শতাধিক মানুষ চলাচল করে থাকেন। তবে বর্তমানে পুলটির লোহার ভিমে মরিচা ধরেছে এবং উপরের সিমেন্টের অংশ ভেঙে পড়ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ঝুঁকি আরও ভয়াবহ আকার ধারণ করে।

এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করে জানানো হয়, “আমাদের সবার একটাই দাবি — পাঠার পোলের স্থানে একটি টেকসই পাকা ব্রিজ নির্মাণ করা হোক। যেন আমরা নিরাপদে যাতায়াত করতে পারি।”

এদিকে, কুশরীহাওলা গ্রামের ভুক্তভোগী জনগণ বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

শাপলার গণহত্যার সমর্থককারীদের  বিচার দাবী করলেন হেফাজতে ইসলামচট্টগ্রাম সংবাদদাতা ||ইসলামবিদ্বেষী ফ্যাসিস্ট শাহবাগীদের চক...
28/05/2025

শাপলার গণহত্যার সমর্থককারীদের বিচার দাবী করলেন হেফাজতে ইসলাম

চট্টগ্রাম সংবাদদাতা ||
ইসলামবিদ্বেষী ফ্যাসিস্ট শাহবাগীদের চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (২৮ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ২০১৩ সালে ভারতের মদদপুষ্ট শাহবাগের তথাকথিত গণজাগরণ মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়বিচার ধ্বংসের জন্য ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ছিল। সেই শাহবাগ ঘিরে আধিপত্যবাদী ভারতের আগ্রাসী পরিকল্পনা ব্যর্থ করে দেয় হেফাজতে ইসলাম। এরই খেসারত হিসেবে ৫ মে শাপলা চত্বরে রাষ্ট্রীয় বর্বরোচিত গণহত্যার শিকার হন তৌহিদি জনতা। সে রাতে শাহবাগী বাম-সেক্যুলার গোষ্ঠী এ হত্যাযজ্ঞের সরাসরি উস্কানিদাতা ও সমর্থক ছিল। তাই শাপলার গণহত্যার নেপথ্যের সেই শাহবাগীদেরও বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, শাপলা চত্বরে শহীদদের রক্তঋণ শোধে ২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বীরোচিত ভূমিকা রেখেছে। এই অভ্যুত্থানে ৮৪ জনের বেশি মাদরাসার ছাত্র-শিক্ষক শহীদ হন। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের জননী শেখ হাসিনাকে অপসারণ করে দেশকে স্বাধীনতা-সার্বভৌমত্বের নতুন ধারায় ফিরিয়ে আনা হয়েছে। তাই জুলাইয়ের সেই ঐতিহাসিক চেতনা ধরে রেখে ইসলামবিদ্বেষী শাহবাগী-বাম-সেক্যুলারদের নতুন করে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, একটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা সম্প্রতি ইসলামপন্থী ও আলেম সমাজকে ‘মৌলবাদী’ বলে কটাক্ষ করেছেন। যা ভারতের ও আওয়ামী ফ্যাসিবাদের পুরনো সুর। এ ধরনের ভাষা পরিহার করতে হবে, নইলে দেশবাসীর কাছে প্রত্যাখ্যাত হবেন।

এছাড়া, শাহবাগীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র-জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সচিবালয়ের অস্থিরতা বন্ধে দ্রুত অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

হজ্জব্রত পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলেন হাটহাজারী মাদরাসার মোহতামিম মুফতি খলিল আহমদ কাসেমীহাটহাজারী সংবাদদাতা ||ব...
28/05/2025

হজ্জব্রত পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলেন হাটহাজারী মাদরাসার মোহতামিম মুফতি খলিল আহমদ কাসেমী

হাটহাজারী সংবাদদাতা ||
বিশ্ববিখ্যাত কওমি মাদরাসা দারুল উলূম হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের মহা পরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর ও রাবেতাতুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ আল মারকাজিয়্যাহ বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা খলিল আহমদ কোরাইশী হজ্জব্রত পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পবিত্র মক্কা-মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। হজ্জ মৌসুমের শুরুতেই তিনি এ পবিত্র সফরে গেলেন।

মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও ভক্ত-অনুসারীরা তাকে বিদায় জানিয়েছেন এবং হজ্জ কবুল ও সুস্থভাবে দেশে ফিরে আসার দোয়া করেছেন। আল্লামা খলিল আহমদ কোরাইশী হজ্জ শেষে আগামি মাসে দেশে ফেরার কথা রয়েছে।

চৌহালীতে মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিতচৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মাসিক আইন-শৃঙ্খল...
21/05/2025

চৌহালীতে মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসচেতনতা বৃদ্ধি এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে মাসিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।

ফায়ার স্টেশন নেই, প্রতিরোধও নেই: বাঘাইছড়িতে আগুনে ভস্ম ৩০ দোকানমোঃ  হাসান আলী, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)রাঙ্গামাটির বাঘাইছড়ি...
21/05/2025

ফায়ার স্টেশন নেই, প্রতিরোধও নেই: বাঘাইছড়িতে আগুনে ভস্ম ৩০ দোকান

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (২১ মে) রাত ১টার দিকে আলমগীর নামের এক ব্যবসায়ীর কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয় বাসিন্দা, পুলিশ ও বিজিবি সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে মুদি, ওষুধ, কাপড়সহ প্রায় ৩০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি থানার ওসি হুমায়ুন কবির ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা现场 পরিদর্শন করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে ফায়ার স্টেশনের জন্য জমি অধিগ্রহণ হলেও আজও নির্মাণকাজ শুরু হয়নি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন।

মাইক্রোক্রেডিটকে এনজিও’র ধারণা থেকে বেরিয়ে ব্যাংকিংয়ের ধারণা গ্রহণ করে ঋণগ্রহিতাকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উ...
21/05/2025

মাইক্রোক্রেডিটকে এনজিও’র ধারণা থেকে বেরিয়ে ব্যাংকিংয়ের ধারণা গ্রহণ করে ঋণগ্রহিতাকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন ভবন উদ্বোধনকালে একথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘মাইক্রোক্রেডিট এখনো এনজিও। এই এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে থেকে গেলে ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে এটাকে ব্যাংক হতে হবে। মাইক্রোক্রেডিট এর জন্য আলাদা আইন করতে হবে।’

গ্রামীণ ব্যাংকের শুরুর সময়কার স্মৃতিচারণ করে প্রফেসর ইউনূস বলেন, ‘আমরা যখন গ্রামীণ ব্যাংক করলাম তখন আপত্তি উঠলো এটাকে ব্যাংক বলা যাবে কি না। আমরা বললাম, “আমাদেরটাই প্রকৃত ব্যাংক, তোমাদেরটা লোক দেখানো। ব্যাংক যে শব্দ থেকে উৎপন্ন হয়েছে সেটা হলো ট্রাস্ট, তোমরা যেটা করছো সেটা ডিসট্রাস্ট।” আমাদের ব্যাংকিং মানুষের ভিত্তিতে হয়েছে। জমানতবিহীন ব্যাংক, বিশ্বাসের ভিত্তিতে আমরা টাকা দেই।

‘আজ এমন সময় আমরা আলাপ করছি যখন জমানতওয়ালা ব্যাংক, যারা নিজেদের প্রকৃত ব্যাংক বলে বিচার করত তাদের অনেকে আজকে হাওয়া। টাকা নিয়ে লোপাট। ব্যাংক শেষ। আর মাইক্রোক্রেডিটের পরিসংখ্যান দেখেন। কেউ পয়সা নিয়ে পালায় নাই। এই হলো পরিহাস,’ বলেন তিনি।

মাইক্রোক্রেডিটই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ-- উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটাই প্রকৃত ব্যাংকিং, আগামী দিনের ব্যাংকিং যেটাতে মানুষ নিজের পরিচয়ে কাজ করবে নিজের বিশ্বাসের ওপরে ব্যাংকিং চলবে টাকার ওপরে না।’

মাইক্রোক্রেডিটের জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রয়োজনীয়তার বিষয়ে প্রধান উপদেষ্টা নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংকের সাফল্যের পর প্রত্যেক এনজিও চেষ্টা করলো একইরকম কিছু করতে। ক্রমে ক্রমে প্রসার হতে আরম্ভ করল। নানারকমের নতুন নতুন জিনিস, নানা আইডিয়া নিজেদের সুবিধার জন্য ঢোকাতে আরম্ভ করল। এটা ভবিষ্যতের জন্য খারাপ হবে মনে করে একটি রেগুলেটরি অথরিটির প্রয়োজন হলো। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম, তারা বলল “আমাদের কাজ না”। অর্থ মন্ত্রণালয় শুরুতে গুরত্ব দিল না, পরে বলল “আচ্ছা কী করতে হবে জানাও”। তখন আমরা বললাম, রেগুলেটরি অথরিটি হওয়া দরকার কারণ যে হারে বাড়ছে বড় রকমের সমস্যা হতে পারে।’

‘তৎকালীন গভর্নর ফখরুদ্দীন সাহেব আমাদের সমর্থন করল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের অধীনে এটা হতে পারবে না। তারা ব্যাখ্যা চাইল। আমি বললাম, এটা বহু দেশে বলেছি, এখনো বলি, গ্রামীণ ব্যাংকও ব্যাংক, অন্যান্য ব্যাংকও ব্যাংক। কিন্তু তফাত অনেক। উদাহরণ দেই, আমেরিকান ফুটবলও ফুটবল। ইউরোপিয়ান ফুটবলও ফুটবল। কিন্তু খেলা ভিন্ন। আপনি যদি ইউরোপিয়ান ফুটবলের রেফারিকে দিয়ে আমেরিকান ফুটবল খেলা চালাতে চান ইট উইল বি অ্য ডিজাস্টার। কেন্দ্রীয় ব্যাংককে দিয়ে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ করবেন, সে তো ক্ষুদ্র ঋণ জানেই না। সে তো ইউরোপীয় ফুটবলের রেফারি,’ প্রধান উপদেষ্টা বলেন।

‘অবশেষে ফখরুদ্দীন সাহেব রাজি হলেন। গভর্নরকে দিয়ে এটা পরিচালনা করানোর ব্যাপারেও তাঁকে রাজি করাতে হলো। বাংলাদেশ ব্যাংকের ভেতরে এর অফিস করার আলোচনা ছিল। আমরা বললাম, আলাদা জায়গায় অফিস হতে হবে... আজকে নতুন ভবন হলো। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এটিকে বোঝার চেষ্টা করেছেন, নিয়মকানুন করেছেন। তারা যদি অন্যান্য ব্যাংকের রেগুলেটরি নিয়মের ওপর এটা স্থাপন করত তাহলে মাইক্রোক্রেডিট সেদিনই শেষ হয়ে যেত আর খুঁজে পাওয়া যেত না। আমি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অভিনন্দন জানাচ্ছি।’

প্রধান উপদেষ্টা জানান, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কে হবে এ নিয়ে শুধু বাংলাদেশ না, যে দেশেই মাইক্রোক্রেডিট হয়েছে সে দেশই সমস্যায় পড়েছে।

‘আমি তাদেরকে বারে বারে বলে এসেছি তোমাদের এত কিছু চিন্তা করতে হবে না কারণ বাংলাদেশ এর সমাধান দিয়ে দিয়েছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে,’ বলেন তিনি।

মেলোনি সরকার কি আসলেই ইতালিয়ানদের উদ্বেগ উপেক্ষা করছে?প্রাক্তন প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে এক সংবাদ সম্মেলনে বর্তমান প...
21/05/2025

মেলোনি সরকার কি আসলেই ইতালিয়ানদের উদ্বেগ উপেক্ষা করছে?

প্রাক্তন প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে এক সংবাদ সম্মেলনে বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকারের বিদেশনীতি ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ইউক্রেনে সেনা পাঠানোসহ নানা ইস্যুতে মেলোনি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন এবং দেশের অভ্যন্তরে জনগণের সমস্যা উপেক্ষা করে ক্ষমতা টিকিয়ে রাখার খেলায় ব্যস্ত।

কন্তে আরও বলেন, “সরকার অযোগ্য। তারা শ্রমিক ও নাগরিকদের অধিকার নয়, নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত।” তিনি নাগরিকদের অধিকার রক্ষায় ভোট দেওয়ার আহ্বান জানান।

রায়পুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতমোহাম্মদ হাসান, রায়পুর প্রতিনিধিরায়পুর ...
21/05/2025

রায়পুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোহাম্মদ হাসান, রায়পুর প্রতিনিধি

রায়পুর (লক্ষ্মীপুর), ২০ মে: রায়পুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ইন্টারভেনশনস অ্যান্ড রেজুলেশনস ইন বাংলাদেশ পার্টনার' প্রকল্পের আওতায় কৃষকদের উদ্বুদ্ধকরণ ও কৃষি কাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার রায়পুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ও রায়পুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ এলাকার কৃষকগণ।

সেমিনারে বক্তারা কৃষকদের উদ্দেশ্যে বলেন, বাড়ির আশেপাশের খালি জায়গা ফেলে না রেখে শাকসবজি ও মৌসুমী ফসল চাষ করে পরিবারকে ফরমালিনমুক্ত স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি কৃষিতে নতুন প্রযুক্তি ও আধুনিক পদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম কৃষকদের কৃষি ক্ষেত্রে আরো সচেতন ও আধুনিক প্রযুক্তিনির্ভর হয়ে উঠার আহ্বান জানান।

21/05/2025
চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় চাঁদাবাজি ও হামলার অভ...
21/05/2025

চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় চাঁদাবাজি ও হামলার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদেশে সব সম্ভব...
21/05/2025

এদেশে সব সম্ভব...

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when AK DUI TEEN Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category