Mamma'S Kitchen

Mamma'S Kitchen Welcome to my Gallery ✨
DIY, Lifestyle, Home decor,Cooking vlog💓
(1)

হয়তো ছুটির জন্য আবেদন করে একেবারে দুনিয়া থেকেই ছুটি নিয়ে গেল😑
22/07/2025

হয়তো ছুটির জন্য আবেদন করে একেবারে দুনিয়া থেকেই ছুটি নিয়ে গেল😑

এই ব্যথা কেমনে সহ্য করবে মায়েরা😭ভাবতে গেলেই গা শিউরে উঠে।ইয়া আল্লাহ, সব মায়েদের উপর রহম করো🤲মা হয়ে যেনো ভয় টা দ্বিগুণ বে...
21/07/2025

এই ব্যথা কেমনে সহ্য করবে মায়েরা😭
ভাবতে গেলেই গা শিউরে উঠে।
ইয়া আল্লাহ, সব মায়েদের উপর রহম করো🤲
মা হয়ে যেনো ভয় টা দ্বিগুণ বেড়ে গেছে,ভিডিও গুলো চোখের সামনে আসলে ইচ্ছে করে বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে রাখি কখন ও ছাড়ব না💔


"সবকিছু একদিনে হয় না। অনেক সময় মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুমি পিছিয়ে আছো। কিন্তু সত্যি কথা হলো—প্রতিটি মানুষের সময় ...
20/07/2025

"সবকিছু একদিনে হয় না। অনেক সময় মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুমি পিছিয়ে আছো। কিন্তু সত্যি কথা হলো—প্রতিটি মানুষের সময় আলাদা। তুমি শুধু তোমার পথে স্থির থেকো, ধৈর্য ধরো, আর নিজের মতো করে এগিয়ে যাও। কারণ বাস্তব জীবনে সাফল্য আসে ধীরে, কিন্তু আসে ঠিকই।"💔

🍽️ খাবারে যত্ন, জীবনে শান্তি 🌿সব সময় বাহিরের চকচকে খাবার দেখলেই খেতে ইচ্ছে করে, তাই না?কিন্তু একবার ভেবে দেখুন—এসব খাবার...
17/07/2025

🍽️ খাবারে যত্ন, জীবনে শান্তি 🌿

সব সময় বাহিরের চকচকে খাবার দেখলেই খেতে ইচ্ছে করে, তাই না?
কিন্তু একবার ভেবে দেখুন—এসব খাবার কি স্বাস্থ্যকর?
❌ অতিরিক্ত তেল
❌ কৃত্রিম রঙ
❌ ফ্রোজেন উপাদান

✅ তার চেয়ে ভালো, ঘরের মতো হাইজিন মেইনটেইন করে তৈরি করা খাবার খান।
✅ হোমমেইড খাবারে থাকে যত্ন, পুষ্টি ও নিরাপত্তা।

আপনার পরিবার এবং নিজের সুস্থতার জন্য সচেতন হন খাবার বাছাইয়ে।
"স্বাদ যেমন দরকার, স্বাস্থ্যও তেমন জরুরি।"

🫶 ঘরের মতো স্বাস্থ্যকর খাবার পেতে পাশে আছে Mamma'S Kitchen

চট্রগ্রাম সিটিতে আম রা সব ধরনের খাবার ডেলিভারি দিয়ে থাকি🎉
#হেলদি_খাবার #হোমমেইড #ফুড_উপদেশ #সুস্থতা_সচেতনতা

---picture for attention 💝

yammy yammy😋
13/07/2025

yammy yammy😋

It touched the heart with the very first taste 🍒Do u like Cherry 🍒?
10/07/2025

It touched the heart with the very first taste 🍒
Do u like Cherry 🍒?

বিয়ের আগে পেটব্যথা, বুকেব্যথা,ইত্যাদি ইত্যাদি সব কিছু মা কে বলতাম।সব কিছু কিছু না কিছু ঔষুধ থাকত দিলে বা খেলেই ভাল হয়ে য...
09/07/2025

বিয়ের আগে পেটব্যথা, বুকেব্যথা,ইত্যাদি ইত্যাদি সব কিছু মা কে বলতাম।
সব কিছু কিছু না কিছু ঔষুধ থাকত দিলে বা খেলেই ভাল হয়ে যেতাম😇
(সব 'মা 'রাই হইতো এমন ই হই,সব সমস্যার সামাধান তাদের কাছে থাকে)
এখন তো আর বলার কেউ নেই তাঁকে বললে সে ও আর কি করবে সামান্য কারনে তো আর ডাক্তার ডাকবে না।
তাই ই একমাএ ভরসা🥴
আমার রোগের জন্য পরামর্শ দিতে দিতে সে ও ক্লান্ত মনে হই আমার কাছে🫥
সে কি ভাববে আল্লাহ ই জানে" 'এত্ত এত্ত সমস্যা একটা মানুষের থাকলে সে বেচেঁ থাকে কেমনে'😶‍🌫️

বৃষ্টির ফোটায় ধুয়ে যাক ক্লান্ত শহরের মুখচ্ছবি💦
05/07/2025

বৃষ্টির ফোটায় ধুয়ে যাক ক্লান্ত শহরের মুখচ্ছবি💦

03/07/2025

ইচ্ছা আর শখ আমরা যে টা কে এক করে ফেলি✨

ইচ্ছা আর শখ—একই জিনিস নয়।

ইচ্ছা আসে হঠাৎ করে, অনেকটা ঝড়ের মতো। আজ পাহাড় দেখতে মন চায়, কাল আকাশে উড়তে।
কিন্তু সব ইচ্ছাই বাস্তব হয় না।
ইচ্ছা মানে চাওয়া, কিন্তু শখ মানে চর্চা।

শখ হচ্ছে সেই ইচ্ছা, যেটাকে আমরা সময় দিই, মন দিই, ভালোবাসি।
ইচ্ছা বলতে পারে, “আমি ছবি তুলতে চাই।”
শখ বলে, “আমি নিয়মিত ছবি তুলি কিছু না কিছুর , কারণ এটা আমাকে বাঁচিয়ে রাখে।”

শখের পেছনে পরিশ্রম থাকে, ধৈর্য থাকে।
আর ইচ্ছা? ওটা অনেক সময় ভেসে আসে, আবার মিলিয়ে যায়।

সব ইচ্ছা শখে পরিণত হয় না, কিন্তু যেটা হয়—
সেই শখই একদিন হয়ে ওঠে আমাদের পরিচয়।

বাচ্চারা যখন চুপচাপ থাকে বুঝতে হবে ভুল কিছু তো করছেই😭নামাজ পড়ছিলাম, কোন ফাঁকে এই কাজ করে বসে আছে।🥲 নতুন নতুন পাতা হইছিল ...
01/07/2025

বাচ্চারা যখন চুপচাপ থাকে বুঝতে হবে ভুল কিছু তো করছেই😭
নামাজ পড়ছিলাম, কোন ফাঁকে এই কাজ করে বসে আছে।🥲
নতুন নতুন পাতা হইছিল গাছে।☹️বাচ্চা তো বাচ্চাই রাগ হলেও কিছু করা যায় না।🙃

কোরবানী ঈদের পর থেকেই ফেসবুক স্ক্রল করলেই দেখি শুধু পাকিস্তানি ভাইরাল পেশোয়ারী /নামকীন গোস্ত রেসিপি।বার বার চোখের সামনে ...
29/06/2025

কোরবানী ঈদের পর থেকেই ফেসবুক স্ক্রল করলেই দেখি শুধু পাকিস্তানি ভাইরাল পেশোয়ারী /নামকীন গোস্ত রেসিপি।
বার বার চোখের সামনে আসাতে খুব ইচ্ছা হলো রান্না করার।
জামাই কে বললাম সে ও বলল সে শুনেছে এটা নাকি খুব ই মজা, স্পেশালি এটার ঝোল বেশিই মজা রুটি বা পরটা দিয়ে খেতে।
তাই ভাবলাম রান্না করে ফেলাই যাক।
রেসিপি দেখলাম দেখি কোনো ঝামেলাই নেই সব কিছু গোটা গোটা দিয়ে দিলেই হবে😬
যাই ভাবা তাই কাজ সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। ডাকনার সাথে আটা দিয়ে আটকানোর পড়েই মনে পড়লো, হাই হাই
আলু তো দেওয়া হলো না।
আবার অনেক কষ্টে ডাকনা খুলে আলু দিলাম।
রান্না শেষ হলে দেখলাম অনেক কড়া একটা স্মেল🤕

খাওয়া দাওয়া শেষ করলাম
সবাই আলোচনায় বলল এটা হয় তো পাকিস্তানি দের রুচি তে যাই।আমরা মসলাদার খাবার খেতে খেতে এটা হয়তো তেমন ভাল লাগছে না।🫥

🍁মূল কথায় আসি🤧
আচ্চা ছবিতে দেওয়া দুইটা মসলা যে আলাদা আলাদা মসলা আমি কেমনে বুঝি🤒

এক টার ডাঁট আছে আর একটার নেই ভেবেছিলাম হইতো একটা গাছ থেকে তুলার সময় পড়ে গেছে একটা পড়ে নাই🫣

🫥ভুল মসলা দিয়ে ভাবছি আর ও আমাদের রুচিতে এটা যায় না😵‍💫
জামাই খেয়াল করাতে না হলে তো জানতামই না গোলমরিচ এর জায়গায় কাবাবচিনি দিয়ে ফেলেছি🫣
আপনারা কেউ রান্না করে থাকলে জানান আসলে চেস্ট টা কেমন।আবার রান্না করার সাহস পাচ্ছি না🤐

Cruncing my way through life😋🍟
28/06/2025

Cruncing my way through life😋🍟

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamma'S Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mamma'S Kitchen:

Share