11/04/2025
মোটরসাইকেলের লুকিং গ্লাস এর পজিশন এবং এর প্রয়োজনীয়তা:
বাইক রাইডের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা, এবং রোডে বাইক চালানোর সময় আশে পাশে, সামনে এবং পেছনের যানবাহন এর সাথে দূরত্ব বজায় রেখে বাইক রাইড করা খুবই গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে বাইকের লুকিং গ্লাস প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয়। বাইক রাইডের ক্ষেত্রে প্রতি ৬ সেকেন্ড পরপর লুকিং গ্লাস দেখার নিয়ম, এবং একটি রোড লিগ্যাল বাইকে লুকিং গ্লাস থাকা বাধ্যতামূলক, এছাড়া আপনি যদি লুকিং গ্লাস ছাড়া বাইক রাইড করেন তবে ট্রাফিক সার্জেন্ট আপনাকে মামলা দিতে পারে। নিম্নে লুকিং গ্লাসের পজিশন সম্পর্কে উল্লেখ করা হলো।
* লুকিং গ্লাসের জন্য সবচেয়ে ভালো পজিশন হচ্ছে “বাইক স্থির অবস্থায় লুকিং গ্লাসের বাম পাশের ৫০% অংশে আপনাকে দেখা যাবে, এবং নিচের ২৫% অংশে রাস্তা দেখা যাবে, এবং বাকি ২৫ % দিয়ে আপনি উপরের জিনিস ল্যাম্প পোস্ট বা আকাশ দেখতে পাবেন, এটি সবচেয়ে আদর্শ ও সহজ উপায়, এবং এর কারনে বাইক রাইড করার সময় পিছের সব যানবাহন সহজেই দেখতে পাবেন।
* লুকিং গ্লাস সবসময় টাইট করে রাখবেন, কারন ভাঙা রাস্তায় যাওয়ার সময় এর পজিশন চেঞ্জ হয়ে যেতে পারে, এছাড়া বাইকে পিলিয়ন নেয়া অবস্থায় অনেক সময় লুকিং গ্লাস অ্যাডজাস্ট এর প্রয়োজন পরে।
এই ছিলো লুকিং গ্লাস এর পজিশন এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত। বাইক রাইড করার সময় অবশ্যই লুকিং গ্লাস এর পজিশন অ্যাডজাস্ট করে নিবেন, এবং লুকিং গ্লাস বাইকে থাকা বাধ্যতামূলক।
Qazi Automobile