17/06/2025
⚽ সরকারি সিটি কলেজ অর্থনীতি বিভাগ কর্তৃক ২য় বারের মতো আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং⚽
৭ টিম, ১ ট্রফি, মাঠে একটাই যুদ্ধ!
লক্ষ্য একটাই — জয়!
🔥 শুরু হচ্ছে অর্থনীতি বিভাগের সবচেয়ে প্রতীক্ষিত ⚽ ফুটবল টুর্নামেন্ট! সাতটি টিম, সাতটা নাম,
🏆 প্রতিযোগী দলসমূহ:
🟣দূর্বার-২৭
🟠 অভেদ-২৮
🔴 অনির্বাণ-২৯
🔵 দূর্জয়-৩০
⚫ FC Equilibrium-31
🟡 অদম্য-৩২
🟢 দুর্বার-৩৩
🔵 ব্লু রাইডার্স-৯০
📅 তারিখ: ১৮ জুন
📍 স্থান: N.N. Sports Arena, ১কিলোমিটার, রাহাত্তারপুল
👥 বন্ধু, সিনিয়র, জুনিয়র, দর্শক — সবাইকে দাওয়াত!
📣 তুমি দর্শক না, তুমি স্পিরিট!
বন্ধুদের নিয়ে চলে এসো —
তাল মিলাও চিৎকারে, লাফাও গ্যালারিতে,একদিনের খেলা, স্মরণীয় হয়ে থাকবে সারাজীবন!
📢 “একই ডিপার্টমেন্ট, আলাদা দম — মাঠে হবে তাণ্ডব তুমুল সংঘর্ষ!” ⚽🔥
চিৎকার দাও, সাপোর্ট করো।
“আমাদের মাঠ, আমাদের লড়াই, আমাদের গর্ব!”