ঊনত্রিশের উপসংহার

ঊনত্রিশের উপসংহার "Unotrisher Uposhonghar - where the journey ends, but the bond lives on.!"❤️

অর্থনীতি বিভাগ,  সরকারি সিটি কলেজ  কর্তৃক ২য় বারের মতো আয়োজিত আন্তঃবর্ষ  ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ম্যাচের সময়সূচি।উদ্বো...
18/06/2025

অর্থনীতি বিভাগ, সরকারি সিটি কলেজ কর্তৃক ২য় বারের মতো আয়োজিত আন্তঃবর্ষ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ম্যাচের সময়সূচি।

উদ্বোধন: আজ বিকাল ৪টায়।
ভেন্যু: এন এন স্পোর্টস এরিনা, ১ কিলোমিটার, রাহাত্তারপুল, চট্টগ্রাম।

সরকারি সিটি কলেজ অর্থনীতি বিভাগ কর্তৃক ২য় বারের মতো আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ⚽অনির্বাণ-২৯ টিমের হয়ে প্রতিনিধিত্ব ক...
17/06/2025

সরকারি সিটি কলেজ অর্থনীতি বিভাগ কর্তৃক ২য় বারের মতো আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ⚽

অনির্বাণ-২৯ টিমের হয়ে প্রতিনিধিত্ব কারী সহপাঠীরা।টিমের জন্য শুভ কামনা রইল।❤️

⚽ সরকারি সিটি কলেজ  অর্থনীতি বিভাগ কর্তৃক ২য় বারের মতো আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং⚽৭ টিম, ১ ট্রফি, মাঠে একটাই যুদ্ধ...
17/06/2025

⚽ সরকারি সিটি কলেজ অর্থনীতি বিভাগ কর্তৃক ২য় বারের মতো আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং⚽

৭ টিম, ১ ট্রফি, মাঠে একটাই যুদ্ধ!
লক্ষ্য একটাই — জয়!

🔥 শুরু হচ্ছে অর্থনীতি বিভাগের সবচেয়ে প্রতীক্ষিত ⚽ ফুটবল টুর্নামেন্ট! সাতটি টিম, সাতটা নাম,

🏆 প্রতিযোগী দলসমূহ:

🟣দূর্বার-২৭
🟠 অভেদ-২৮
🔴 অনির্বাণ-২৯
🔵 দূর্জয়-৩০
⚫ FC Equilibrium-31
🟡 অদম্য-৩২
🟢 দুর্বার-৩৩
🔵 ব্লু রাইডার্স-৯০

📅 তারিখ: ১৮ জুন
📍 স্থান: N.N. Sports Arena, ১কিলোমিটার, রাহাত্তারপুল

👥 বন্ধু, সিনিয়র, জুনিয়র, দর্শক — সবাইকে দাওয়াত!
📣 তুমি দর্শক না, তুমি স্পিরিট!
বন্ধুদের নিয়ে চলে এসো —
তাল মিলাও চিৎকারে, লাফাও গ্যালারিতে,একদিনের খেলা, স্মরণীয় হয়ে থাকবে সারাজীবন!

📢 “একই ডিপার্টমেন্ট, আলাদা দম — মাঠে হবে তাণ্ডব তুমুল সংঘর্ষ!” ⚽🔥
চিৎকার দাও, সাপোর্ট করো।
“আমাদের মাঠ, আমাদের লড়াই, আমাদের গর্ব!”




ফিরিবার পথ নাহি;  দূর হতে যদি দেখ চাহি!    পারিবে না চিনিতে আমায়।     হে বন্ধু, বিদায়!  🥲❤️
07/06/2025

ফিরিবার পথ নাহি;
দূর হতে যদি দেখ চাহি!
পারিবে না চিনিতে আমায়।
হে বন্ধু, বিদায়!
🥲❤️

আমরা  বন্ধনহারা কুমারীর বেনী, তন্বী নয়নে বহ্নি। ❤️
05/06/2025

আমরা বন্ধনহারা কুমারীর বেনী, তন্বী নয়নে বহ্নি। ❤️

তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান কারও ধ্যান ভাঙিব না..প্রিয় অর্থনীতি বিভাগে একসাথে আর ক...
05/06/2025

তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না,
কোলাহল করি সারা দিনমান কারও ধ্যান ভাঙিব না..
প্রিয় অর্থনীতি বিভাগে একসাথে আর ক্লাস করা হবেনা!

ধন্যবাদ TANs CLICK
04/06/2025

ধন্যবাদ TANs CLICK

অনির্বাণ -২৯ ব্যাচের আমাদের প্রিয় দুই সহপাঠী শান্তা এবং সুমন কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।তাদেরকে দেখে আমাদের ক...
28/05/2025

অনির্বাণ -২৯ ব্যাচের আমাদের প্রিয় দুই সহপাঠী
শান্তা এবং সুমন কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।তাদেরকে দেখে আমাদের ক্লাসের অনেকেই অনুপ্রেরণা পায়।

আমাদের ফেয়ারওয়েলে তাদের যুগলবন্দি অংশগ্রহণ অনুষ্ঠানের সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছিল।

তাদের এই যুগলবন্দী অক্ষয় এবং সৌন্দর্য্যমন্ডিত হোক। অনির্বাণ-২৯ ব্যাচের পক্ষ থেকে শুভকামনা থাকল।
আমরা আশা করি,শীঘ্রই আরেও বেশ কিছু যুগলকে অভিনন্দন জানাতে পারব।❤️

অনির্বাণ-২৯ ব্যাচ ( সম্মান শ্রেণি ; সেশন : ২০১৯-২০) ,  অর্থনীতি বিভাগ,  সরকারি সিটি কলেজ চট্টগ্রাম ।
28/05/2025

অনির্বাণ-২৯ ব্যাচ ( সম্মান শ্রেণি ; সেশন : ২০১৯-২০) , অর্থনীতি বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম ।

Address

Department Of Economics, Govt. City College
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঊনত্রিশের উপসংহার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share