20/06/2025
Valobasa asolei sundor Jodi seita pure hoi ❤️
এই মানুষটার মাথায় সম;স্যা,ভীষণ সম;স্যা।সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ক্লাস করে,৩ ঘন্টা জার্নি করে এক শহর থেকে আরেক শহরে আসে মাত্র ৩০ মিনিট একসাথে বসার জন্য।না করলেও আসে।না করি বলে আজকাল বলেও আসেনা।এই যে ১১ টা বাজে,আমি এখন বাসাই বসে এটা লিখছি।সে এখনো রাস্তায়,বাড়ি ফিরছে।গত ৭ বছর যাবত এই মানুষটা ১ দিনের জন্য আমার পিছু ছাড়ে নি,মনে হয়না আর কোনদিন ছাড়বে।আজপর্যন্ত আমার সাথে জোরে কথা বলা দূরে থাক,মুখটুকুও বেজার করতে দেখিনি।আমি হাজার অন্যায় করলেও কনোদিন টু শব্দ করেনা।আমি হাজার দোষ করলেও,কোনোদিন চোখ বড় করতে দেখিনা।আমি বলতে পারবোনা এমন কোনো দিন আছে যেইদিন এই মানুষটা আমাকে কম ভালবেসেছে বলে আমি কেঁদেছি।বরং আমার চোখে পানি দেখলে,তাকে পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ হতে দেখেছি।আমার উপর এই মানুষটা আমার মায়ের মত যত্নশীল।ফুলের টোকা পড়তে দেয়না!!না আমার গায়ে,না মনে।আমি মাঝে মাঝে অবাক হয়।আচ্ছা,একটা ছেলে মানুষ এতটা ধৈর্যশীল কিভাবে হয়??এত্ত গুলো বছর ধরে,একি রকম শীতল।আমার প্রতি বিন্দু মাত্র রাগ-ক্ষোভ নেই,হাজার জ্বা*লালেও বিরক্তি নেই।কোনদিন কথা-কা;টাকা-টি হলে, রাগের ঝোকে আমাকে সামান্যও বকা দেয়নি।এটাও কি সম্ভব!!আমার উপর এত শ্রদ্ধাশীল,এত সহনশীল আমি কাউকে হতে দেখিনি।মাঝে মাঝে মনে হয় একা রাগ দেখিয়ে আমি অন্যায় করে ফেলি।দুনিয়া উলটে গেলেও উনি আমাকে মাথায় তুলে নাচে।এই মানুষটা আমার জন্য এতশত কিছু করে,যার তিল পরিমাণ ও আমি আমার সব কিছু উজার করে দিয়েও শোধ করতে পারবোনা।আমি হাজার ভেবেও এই মানুষটার উপর অভিযোগ আনতে পারবোনা।
আমার পছন্দ-অপছন্দ,আমার চলাফেরা,আমার কথা বলা,আমার প্রাইভেসি,আমার খুশী,আমার কাজ,পড়াশোনা, আমার সব কিছু এত সুন্দর ভাবে কদর করে, মন চাই পৃথিবীতে এই মানুষটার সাথেই আরো হাজার বছর কাটাই।আমার প্রেমিক হাওয়ার সাথে সাথেও এই মানুষটা আমার সব থেকে কাছের বন্ধু।আমি নির্দিধাই যখন তখন এই মানুষটার কাছে সুখ-দুঃখ বলে ভ্যা ভ্যা করে কাঁদতে পারি।আমার ইচ্ছা মত আমি আকাশে ডানা মেলে উড়লে পারি।এই মানুষটা আমাকে হাসি মুখে উড়তে দেখে।আমি জানিনা আমি কোন কপালে এই মানুষটার প্রেম পেয়েছি।আমার কখনো ধারনাও ছিলোনা,প্রেম এত সুন্দর হয়।এত স্নিগ্ধ এত গল্পের মত হয়।কে বলে পুরুষ মানুষ ভালবাসতে জানেনা?
এত বছর পর উনি আমার থেকে আজ জানতে চেয়েছে"আমি তাকে ঠিক কি কারনে ভালোবাসি!!"এমন একটা ভালো মানুষকে আর কি কারনে ভালোবাসা যাই???এত কাউন্টলেস ভালোবাসা দেয় যে মানুষ,তাকে ভালো না বেসে কি করে থাকা যাই???
এমন একটা মানুষ পাইলে,কে ছেড়ে দেয়??তাকে কীভাবে বোঝাই,এমন মানুষ কে কোনো কারনে ভালবাসা লাগেনা।ভালবাসা,শ্রদ্ধা নিজে থেকেই চলে আসে।যেই মানুষটা আমার প্রেমের জীবন,বন্ধুত্ত্বের জীবন এত সুন্দর বানিয়েছে,আর যাইহোক তাকে ভালো না বেসে আমি সারাজীবন আফসোস কুড়োতে চাইনা।
-prayona karim