Ahl-e-Sunnater Pothe

Ahl-e-Sunnater Pothe Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ahl-e-Sunnater Pothe, Digital creator, Chittagong.

আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ-এর বিশুদ্ধ আকিদা ও ফিকহ প্রচারের একটি ক্ষুদ্র প্রয়াস। কুরআন, সহীহ হাদীস, ও ওলামায়ে কেরামের ব্যাখ্যার আলোকে সত্যের পথে চলার দাওয়াত। বিদআত ও ভ্রান্ত পথ থেকে সাবধান করার জন্য সচেতন প্রচেষ্টা।"
#সুন্নি #আহলে সুন্নাতের পথ #ইসলাম

আলহামদুলিল্লাহ,হুজুর ক্বিবলাহ আওলাদে রাসূল পীর সাবির শাহ্ (মাঃজিঃআঃ)কানাডার জমীনে তশরিফ নিয়েছেন।💙
12/07/2025

আলহামদুলিল্লাহ,হুজুর ক্বিবলাহ আওলাদে রাসূল পীর সাবির শাহ্ (মাঃজিঃআঃ)কানাডার জমীনে তশরিফ নিয়েছেন।💙

03/07/2025

ইয়া মেরে বান্দে...
যখন দুনিয়া তোর সব দরজা বন্ধ করে দেয়,
তখন আমি — তোর রব — এখনো তোর জন্য অপেক্ষায় আছি...
ফিরে আই!💗💗

10/05/2025

৬৬ তম সালানা ওরস মোবারক || আওলাদে রাসূল,বহাফেজ ক্বারী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহমদ শাহ (রহ)
প্রতিষ্ঠাতা: জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা,ষোলশহর, চট্টগ্রাম।

স্থান: জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা'র জুলুস ময়দান,ষোলশহর, চট্টগ্রাম

আয়োজনে: আনজুমান-এ রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।

আলহামদুলিল্লাহ! সিরিকোটি (রা)'র ওরস পাকে অনলাইনে বক্তব্য রেখেছেন পীর সাবির শাহ্ হুজুর এবং মুনাজাত করেন হুজুর কেবলা আল্লা...
10/05/2025

আলহামদুলিল্লাহ! সিরিকোটি (রা)'র ওরস পাকে অনলাইনে বক্তব্য রেখেছেন পীর সাবির শাহ্ হুজুর এবং মুনাজাত করেন হুজুর কেবলা আল্লামা তাহের শাহ্ হুজুর ।

🌙 "তুমি কাঁদো—  আর আল্লাহ দেখেন…"*কেউ যখন আর খোঁজ নেয় না,তখনও আল্লাহ রাতে তোমার,চোখের পানি দেখেন।রাত গভীর হয়,  তুমি এক...
07/05/2025

🌙 "তুমি কাঁদো—
আর আল্লাহ দেখেন…"

*কেউ যখন আর খোঁজ নেয় না,
তখনও আল্লাহ রাতে তোমার,
চোখের পানি দেখেন।
রাত গভীর হয়,
তুমি একা বসে থাকো,
সবাই ঘুমিয়ে পড়ে,
কেউ আর খোঁজও নেয় না…

তখন কেউ একজন আছেন—
যিনি শুধু শোনেন না,
**তোমার চোখের পানিও দেখেন…**

আল্লাহ বলেন:
"আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে।"
(সূরা বাকারা ২:১৮৬)

তুমি কি আজ রাতে আল্লাহকে ডাকবে?
তিনিই তোমার সব জানেন—তোমার কান্নার কারণও।

— হৃদয়ের এবাদত

**কমেন্টে লিখো:**
"হ্যাঁ আল্লাহ, আপনি আমার কান্নাও জানেন…"
যদি এই কথা তোমার মন থেকে আসে…

#হৃদয়ের_ইবাদত #আল্লাহ #রাতের_কথা #চোখের_পানি #ইসলামিক_ইমোশনাল

06/05/2025

জামেয়ার একজন খাদেম হিসেবে সকাল থেকে রাত পর্যন্ত গতকাল সারাদিন জামেয়াতে ছিলাম। আইনশৃঙ্খলা বাহিনীর কোন ইউনিট জামেয়াতে প্রবেশ করেনি। একজন রাজনীতিবিদের ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অথচ এরা প্রকৃত খু*নীকে ধরেনা।এই ক্ষমতা একদিন থাকবেনা ভাই।আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিবেন??
05/05/2025

অথচ এরা প্রকৃত খু*নীকে ধরেনা।এই ক্ষমতা একদিন থাকবেনা ভাই।আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিবেন??

05/05/2025

বাংলাদেশে কেবলমাত্র সুন্নী জনতা-ই বৈষম্যের স্বীকার।
আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে সকল দরবারকে একাত্মতা ঘোষণা করে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবী।
আমার সোনার বাংলায়,বৈষম্যের ঠাই নাই।
আগে জোট ,তারপরে ভোট

মুরাদপুর থেকে আমাদের ভাইদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ।
05/05/2025

মুরাদপুর থেকে আমাদের ভাইদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Ahl-e-Sunnater Pothe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share