
26/05/2025
পর্যাপ্ত মার্কেটিং করার পরেও যদি আপনার সেল না আসে তাহলে এই ৩টি বিষয় মিলিয়ে নিন !
১. আপনার প্রোডাক্ট কি মার্কেট ফিট? অর্থাৎ আপনার প্রোডাক্টের মার্কেটে যথেষ্ট ডিমান্ড আছে ?
রিসার্চ করে দেখুন।
২. কতটুকু অফার দিতে পারছেন ?এখানে অফার বলতে ডিসকাউন্ট না,রাইট পিপলের কাছে সঠিক সময় সঠিক প্রপোজাল দেওয়া।
৩. আপনার কনটেন্ট কি আপনার অডিয়েন্সকে এটাস্ট করতে পারছে? যদি না পারে তাহলে স্টোরি টেলিং মেথড এপ্লাই করুন। আর স্টোরি টেলিং সম্পর্কে বিস্তারিত জানতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন।