দ্বীনি জ্ঞান । Dihni Giayaan

  • Home
  • দ্বীনি জ্ঞান । Dihni Giayaan

দ্বীনি জ্ঞান । Dihni Giayaan Thanks for visiting our page. Here we discuss Islamic thought based on AL QURAN & Hadid. SO if you d

উত্তরা মাইলস্টোন কলেজে যে বিমান ক্র্যাশ করেছে সেটা চালাচ্ছিল স্কোয়াড্রন লিডার তৌকির। F-7 BGI (701) মডেলের এ বিমানটাতে প্...
21/07/2025

উত্তরা মাইলস্টোন কলেজে যে বিমান ক্র্যাশ করেছে সেটা চালাচ্ছিল স্কোয়াড্রন লিডার তৌকির। F-7 BGI (701) মডেলের এ বিমানটাতে প্রশিক্ষণ নিচ্ছিল সে।
প্রশিক্ষণ শেষ হলে হয়তো রেগুলার বিমান বাহিনীর বিমান চালাতো, একজন দক্ষ স্কোয়াড্রন হতো।
বিমানটা যেখানে ক্র্যাশ করেছে সেখানেই ছিল স্কুল। ফুলের মতো নিষ্পাপ কিছু শিশুও ছিল। তারা মাঠে খেলতেছিল।
বিমান উড়ে গেলে আমরা সবাই ই যেমন মুগ্ধ হয়ে বিমানের দিকে তাকিয়ে থাকি তারাও আগ্রহ নিয়েই বিমানটার দিকে তাকিয়ে ছিল।
কিন্তু কে জানতো একটু পর এ বিমানটাই তাদের উপর ক্র্যাশ করবে!
ছোট ছোট ফুলের মতো নিষ্পাপ বাচ্চাসহ ২৩ জন আহত হয়েছে। কয়েকজন একদম পুড়ে ঝলসে গিয়েছে। বাচ্চারা খেলছিল, কেউ ক্লাস করছিল। তারা কেউই জানতো না একটু পর পুড়ে ঝলসে যাবে তারা।
স্কোয়াড্রন লিডার তৌকির বিয়ে কয়েছে মাত্র ১ বছর হয়েছে। বাসায় এখনো নতুন বউ। বিমান বাহিনীতে তেমন একটা ছুটি পাওয়া যায় না বলে এখনো দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাদের।
তাই তার প্ল্যান ছিল বিমান বাহিনীর এ প্রশিক্ষণটা শেষ হলে ছুটির জন্যে দরখাস্ত দিবে। বউকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাবে। আরও অনেক প্ল্যান ছিল, স্বপ্ন ছিল।
কিন্তু সে প্ল্যান বা স্বপ্ন কোনটাই আর পূরণ হলো না। নিমিষের মধ্যেই ঝলসে পুড়ে গিয়েছে তৌকির। তীব্র আঘাতে গুরুতর অবস্থা হওয়ায় নিয়ে যাওয়া হয়েছিল CMH হাসপাতালে।
তার অবস্থা এতটাই গুরুতর যে ব্লাড প্রেসার ছিল 90/50, Internal haemorrhage ও হয়েছে। তারপর মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে হাসপাতালেই মারা গিয়েছে সে।
সবকিছু যেন সেকেন্ডের মধ্যেই সব শেষ!
আমরা কতশত প্ল্যান করে রাখি অথচ জীবন কত অনিশ্চিত

লেখা- Ibrahim Khalil Shawon

21/07/2025

বিমান বিধ্বস্তে আহাজারি-আর্তনাদে ভারী উত্তরার বাতাস

16/06/2025

আল্লাহ হিজরাঈল কে ধংস্ব করুক।
ই/স/রা/ঈ/ল ইনশা আল্লাহ ধংস্ব হবেই











16/06/2025

আল্লাহ মুসলিম বিশ্বকে এক হওয়ার তৌফিক দান করুক
#

08/05/2025

ভারতের আর্মি দরকার হলে জানায়েন, দেশে পর্যাপ্ত পরিমাণ ভারতীয় দালাল আছে।

08/05/2025

ভারত-পাকিস্তানের প্রতি অনুরোধ থাকবে
আপনারা বল করলে স্ট্যাম্প বরাবর বল করবেন।
ওয়াইড, নো বল হইলে কিন্তু আমরা শেষ।

হৃদয় কাড়া এই মুহূর্ত, এর জন্য প্রাণ দিতে হয়েছে হাজারো শহীদকে, চৌকস শহীদ সেনা অফিসারদেরকে। আজকের বীরদের রাষ্ট্রীয় স্বীকৃত...
29/04/2025

হৃদয় কাড়া এই মুহূর্ত, এর জন্য প্রাণ দিতে হয়েছে হাজারো শহীদকে, চৌকস শহীদ সেনা অফিসারদেরকে। আজকের বীরদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই, BDR is Back in Border Guard Bangladesh, স্যালুট

29/04/2025

অতি সম্প্রতি ২ জন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্য নিজ অস্ত্রসহ
আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশী কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুততার সাথে ছুটে আসেন।

সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে ০২ বিএসএফ জাওয়ানকে।
পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
NvsIND

08/04/2025

জামশেদ ভাই was right ❤️
আল্লাহ তায়ালা আমার ভাইকে হেফাজত করুক।❤️

08/04/2025

সবাই ওকে খলনায়ক বানালো,
কিন্তু সে একজন সত্যিকারের নায়ক ছিল!

08/04/2025

স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী কঠোর বার্তা দিলেন ইস*রা*য়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু'কে।
এটাইকেই বলে কঠোর প্রতিক্রিয়া...
আর মুসলমান জাতি বসে বসে দেখুক🥲
আহ... যদি কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান ইস*রা*য়েলের বিরুদ্ধে এভাবে কড়া বার্তা দিত😔

07/04/2025

ভাঙচুর- লুটপাট কখনো প্রতিবা‌দের ভাষা হ‌তে পা‌রে না।
কিছু অ‌তি আবেগী বাংলা‌দে‌শি প্রতিষ্ঠা‌নে সহ হামলা করে‌ছে।
ই/স/রা/ঈ/ল/য়ী
পন‌্য বয়কট করুন ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনি জ্ঞান । Dihni Giayaan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্বীনি জ্ঞান । Dihni Giayaan:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share