সুন্নীয়তের আলো

সুন্নীয়তের আলো “সুন্নী মতাদর্শ প্রচার করাই আমাদের লক্ষ্য”

24/09/2025

বৃদ্বের শেষ কথাটি ছিলো- আল্লাহ্ তুই দেখিস :'(

হিন্দু ধর্মের অনুসারীদের অনুভূতি আছে, খ্রিষ্টানদের অনুভূতি আছে, বৌদ্ধদের অনুভূতি আছে, এই বৃদ্ধ লোকটির নিজস্ব অনুভূতি নেই...
24/09/2025

হিন্দু ধর্মের অনুসারীদের অনুভূতি আছে, খ্রিষ্টানদের অনুভূতি আছে, বৌদ্ধদের অনুভূতি আছে, এই বৃদ্ধ লোকটির নিজস্ব অনুভূতি নেই?
সে তো কারো মাথায় আ/ঘাত করে নাই, কারো ভোটাধিকার চুরি করে নাই, কোন শিশু হাফেজকে ব/ল/ৎকারও করে নাই। সে তার মত বাঁচতেছে, তার পরিবার তাকে তার মত বাঁচতে দিছে, তাহলে তোমাদের কেন এত আলগা দরদ?
তাকে কেন তোমাদের খেয়াল খুশি মত বাঁচতে হইবো?
এই অধিকার তোমাদের কে দিছে?
শুধু ধর্মের দোহাই দিয়ে বল প্রয়োগ করেলোকটিকে তার চুল-দাড়ি সব কামিয়ে দিছে। বয়স্ক লোকটা গায়ের শক্তিতে না পেরে কেঁদে দিছে, এভাবে ধর্ম রক্ষা করতে হবে?

যেখানে যাওয়ার ইচ্ছা আমার জীবনের প্রথম ও শেষ ইচ্ছা🥹
24/09/2025

যেখানে যাওয়ার ইচ্ছা আমার জীবনের প্রথম ও শেষ ইচ্ছা🥹

প্রথম সফরেই সৈয়দ মেহমুদ শাহ হুজুর বাঙালিদের মায়ায় পড়ে গেছে। হুজুরের চোখ জ্বলজ্বল করছে। আহ মুহাব্বাত। ❤️এই ভালোবাসা জান্ন...
24/09/2025

প্রথম সফরেই সৈয়দ মেহমুদ শাহ হুজুর বাঙালিদের মায়ায় পড়ে গেছে। হুজুরের চোখ জ্বলজ্বল করছে। আহ মুহাব্বাত।

❤️এই ভালোবাসা জান্নাত পর্যন্ত স্থায়ী হউক।❤️

23/09/2025

ফি আমানিল্লাহ ❤️🤲
খান্দানে ছিরিকোটি (রহ.)

জুলুসের নগরী চট্টগ্রামে আবার দেখা হবে- ইনশাআল্লাহ।
#জুলুসের_শহর_চট্টগ্রাম

লক্ষ লক্ষ আশেক-ভক্তদের অশ্রুসিক্ত করে চট্টগ্রাম হতে ঢাকা হয়ে সিরিকোট শরীফের উদ্দেশ্যে রওনা হয়েছেন, পীরে বাঙাল মুর্শিদে ব...
23/09/2025

লক্ষ লক্ষ আশেক-ভক্তদের অশ্রুসিক্ত করে চট্টগ্রাম হতে ঢাকা হয়ে সিরিকোট শরীফের উদ্দেশ্যে রওনা হয়েছেন, পীরে বাঙাল মুর্শিদে বরহক আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ কেবলা (মু.), শাহজাদা শাহসূফি আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ কেবলা ও শাহজাদা শাহসূফি আল্লামা সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ কেবলা মুদ্দা জিল্লুহুমাল আলি।

22/09/2025

এই কাট*মোল্লাকে দ্রুত আইনের আওতায় আনার জোরদাবি জানাচ্ছি। এরা স্বাধীনতার নামে যা তা করতে পারে না! এটা আইনত দন্ডনীয় অপরাধ নয় কি?। কারো পার্মেশন ছাড়া এগুলা কখনো করতে পারেনা।

হুজুর পীরে বাঙ্গাল আওলাদে রাসূল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্  (মা.জি.আ)'র এই সফরের চট্টগ্রামের আখেরী  নামাজে এশা এ...
22/09/2025

হুজুর পীরে বাঙ্গাল আওলাদে রাসূল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)'র এই সফরের চট্টগ্রামের আখেরী নামাজে এশা এবং দোয়া মাহফিলে লাখো মুসল্লী অংশগ্রহণ।।
আগামীকাল রাজধানী ঢাকায় উদ্দেশ্যে রওয়ানা হবে আওলাদে রাসূল হুজুর কেবলাগণ।
#জুলুসের_শহর_চট্টগ্রাম

জামেয়া ময়দানে আজকের এশা জামাত 'র একাংশ। আজ ছিল চট্টগ্রামের জন্য  হুজুর কেবলার সাথে আখেরি এশা জামাত।
22/09/2025

জামেয়া ময়দানে আজকের এশা জামাত 'র একাংশ। আজ ছিল চট্টগ্রামের জন্য হুজুর কেবলার সাথে আখেরি এশা জামাত।

পীরে বাঙাল মাত্র ২০-২৫ দিনের সফরে কী কী প্রোডাকটিভ কাজ করলেন?১. অমুসলিমদের মুসলমান করেছেন।২. লক্ষ লক্ষ মুমিন মুসলমান বায...
22/09/2025

পীরে বাঙাল মাত্র ২০-২৫ দিনের সফরে কী কী প্রোডাকটিভ কাজ করলেন?

১. অমুসলিমদের মুসলমান করেছেন।
২. লক্ষ লক্ষ মুমিন মুসলমান বায়াত গ্রহণ করে সৎ ও সুন্দর জীবনযাপনের অঙ্গীকার করেছেন।
৩. এক ডজনেরও বেশি মাদরাসা, মসজিদ ও খানকাহ নির্মাণ করেছেন।
৪. আনজুমান কর্তৃক ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করবেন মর্মে ঘোষণা প্রদান করেছেন।
৫. ১৪ তলা বিশিষ্ট মহিলা মাদরাসা ভিত্তি প্রস্তর করলেন।
৬. ডক্টর উইং করলেন। ইঞ্জিনিয়ারদের সাথে আলাপ করলেন। স্বতন্ত্র মাদ্রাসা পরিচালনা বোর্ডের ঘোষণা দিলেন।

মাত্র ২০-২৫ দিনেই যদি এত বড় পরিবর্তন ঘটে থাকে, তবে আরও দুই মাস অবস্থান করলে কী অবস্থা হবে—ভাবতেই অবাক লাগে!

এমন আন্তর্জাতিক ইসলাম প্রচারক ও মুবাল্লিগের মুরিদ, ভক্ত ও আশেক হওয়া কি গৌরবের নয়?
আমি গর্বিত, এমন পীরে কামেলের চরণের দাস হতে পেরে।

বাঙালি আর কি চাও? আরও দিবে অপেক্ষায় থাক। অপূর্ণতার সকল পাত্র টইটম্বুর করে ছাড়বেই -ইনশাআল্লাহ্।
#জুলুসের_শহর_চট্টগ্রাম

চট্টগ্রাম শহর কুতুব হযরত আমানাত শাহ (রা.) দরবারে জিয়ারতে গেলেন আওলাদে রাসূল (সা.) পীরে বাঙাল আল্লামা সৈয়দ সাবির শাহ (মু....
22/09/2025

চট্টগ্রাম শহর কুতুব হযরত আমানাত শাহ (রা.) দরবারে জিয়ারতে গেলেন আওলাদে রাসূল (সা.) পীরে বাঙাল আল্লামা সৈয়দ সাবির শাহ (মু.জি.আ.)

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when সুন্নীয়তের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুন্নীয়তের আলো:

Share

Category