Daily Sense 24 - দৈনিক অনুভূতি

Daily Sense 24 - দৈনিক অনুভূতি ❝নির্ভীক সত্যের পক্ষে❞
F e a r l e s s f o r t h e t r u t h
Editor-in-Chief : +8801811971612

31/05/2025

ডিজেলের দাম ২ টাকা কমিয়ে ১০২ টাকা, অকটেনের দাম ৩ টাকা কমিয়ে ১২২ টাকা ও পেট্রোলের দাম ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে বুধবার সকালে নগর ভবনের সামনে বিক্ষোভ।                ...
14/05/2025

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে বুধবার সকালে নগর ভবনের সামনে বিক্ষোভ।

ভারতীয় হামলায় নিহত ও আহতদের পরিবারের জন্য সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ । সামরিক ও...
13/05/2025

ভারতীয় হামলায় নিহত ও আহতদের পরিবারের জন্য সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ । সামরিক ও বেসামরিকদের জন্য আলাদা সহায়তা ঘোষণা করা হয়েছে...

11/05/2025

দাবি একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
গতকাল রাত ১১:৩০ শাহবাগ এলাকা থেকে।

এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি২০২৪-২০২৫ অর্থবছরে ফেনী জেলা পরিষদের রাজস্ব অর্থায়নে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্...
16/03/2025

এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি

২০২৪-২০২৫ অর্থবছরে ফেনী জেলা পরিষদের রাজস্ব অর্থায়নে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০২৪ সনে এস.এস.সি/সমমান, এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে (বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসহ) স্নাতক, স্নাতকোত্তর, বিভিন্ন মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়নরত ফেনী জেলার স্থায়ী বাসিন্দা দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জেলা পরিষদ, ফেনী হতে এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তাধীনে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

শর্তাবলী

১। আবেদনকারী ছাত্র/ছাত্রী আবশ্যিকভাবে ফেনী জেলার স্থায়ী বাসিন্দা এবং সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।

২। এস.এস.সি/সমমান এবং এইচ.এস.সি/ সমমান পর্যায়ে জিপিএ ৫.০০ থাকতে হবে।

৩। প্রতিবন্ধী প্রার্থীদের এস.এস.সি/সমমান এবং এইচ.এস.সি/ সমমান পর্যায়ে কমপক্ষে জিপিএ ৪.৫০ থাকতে হবে। তবে, প্রতিবন্ধীতা প্রমাণের ক্ষেত্রে উপজেলা/ জেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

৪। এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/ সমমানসহ সর্বশেষ পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২(দুই) কপি ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

৫। বৃত্তির নির্ধারিত ফরম আগামী ৩০/০৪/২০২৫ তারিখ পর্যন্ত ফেনী জেলা পরিষদ হতে এবং ওয়েব সাইট www.zpfeni.gov.bd হতে সংগ্রহ করা / ডাউনলোড করা যাবে।

৬। আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের / বিভাগীয় প্রধানের স্বাক্ষর / মতামতসহ আগামী ৩০/০৪/২০২৫ তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ফেনী বরাবর সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর/বিভাগীয় প্রধানের স্বাক্ষরব্যতীত যে কোন আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৭। আবেদনকারী কর্তৃক কোন ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে বা অম্পূর্ণ আবেদন দাখিল করা হলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৮। কর্তৃপক্ষ উল্লিখিত শর্তসহ যে কোন শর্ত সংযোজন / সংশোধন / বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। উল্লিখিত বৃত্তির বিষয়ে যাবতীয় তথ্যাবলী জেলা পরিষদ, ফেনী'র অফিস হতে এবং ওয়েব সাইট www.zpfeni.gov.bd হতে জানা যাবে।

23/06/2020

(গোলাম মো: বাতেন)
প্রধান নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ)
জেলা পরিষদ, ফেনী।
ফোন নং-০২৩৩৪৪-৬১৪০১
e-mail: [email protected]

স্মারক নং-জেপফে/সাঃ/শিঃবৃঃ/৩২/২০২৫- ৪৭ (১০০)
তারিখ: ১১.০৩.২০২৫খ্রি.
www.zpfeni.gov.bd

ফেনী মডেল থানার নতুন ওসি শামসুজ্জামান
13/02/2025

ফেনী মডেল থানার নতুন ওসি শামসুজ্জামান

11/08/2024

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সামনে গুলিবিদ্ধ ৫
মতিঝিলের প্রধান কার্যালয়ে আন্দোলনরত কর্মীদের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৫ জন। রবিবার (১১ আগস্ট) রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান, বাকী বিল্লাহ। বাকিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

11/08/2024

ইসলামী ব্যাংকের হেড অফিসের সামনে গো*লাগু*লি, আহ*ত ৫ পরে ধাওয়া খেয়ে পালিয়ে যায়

বিস্তারিত পড়ুন কমেন্টে👇

Diganta Television দিগন্ত টেলিভিশন খুলে দেওয়া হয়েছে, আপনারা সাস্ক্রাইভ করে রাখতে পারেন। https://www.youtube.com/
08/08/2024

Diganta Television দিগন্ত টেলিভিশন খুলে দেওয়া হয়েছে, আপনারা সাস্ক্রাইভ করে রাখতে পারেন।
https://www.youtube.com/

05/08/2024

ফেনীতে ছাত্রলীগের গুলিতে ৮ সাধারণ ছাত্রদের লাশ।। রাস্তায় পড়ে আছে নিথর দেহ ।। 04.08.2024

শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, সমগ্র দেশের সবচেয়ে শক্ত শিরদাঁড়া যাদের, "সেনাবাহিনীর জুনিওর অফিসার্স" তাদের পক্ষ থেকে বলছি।...
03/08/2024

শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, সমগ্র দেশের সবচেয়ে শক্ত শিরদাঁড়া যাদের, "সেনাবাহিনীর জুনিওর অফিসার্স" তাদের পক্ষ থেকে বলছি। সবুজে মোড়ানো যে ক্যামোফ্লেজড ইউনিফর্ম আমরা পরিধান করছি, সেটা কোনো ঘুষ, কোটা, বা কোনো দালাল মামার পরিচয়ে অর্জন করি নাই। বছরেরর পর বছর, খেয়ে না খেয়ে, আধো ঘুমে বা রাতের পর রাত না ঘুমিয়ে প্রশিক্ষন শেষ করে তারপর এই ইউনিফর্ম গায়ে পড়েছি। যৌবনের ওই সময়টাতে সবকিছু বিসর্জন দিয়েছিলাম যাতে জাতির সর্বোচ্চ ভরসার জায়গা, এই সেনাবাহিনীর পরিচয়ে নিজেকে উপস্থাপন করতে পারি।

আজকে দেশের এই পরিস্থিতিতে প্রথমে সেনাবাহিনীর প্রয়োজন না থাকলেও, এখন প্রয়োজন পড়েছে। নিজ দেশের মানুষ সেনাবাহিনীর কাছে এত আকুতি মিনতি করছে, আর আমরা কিনা এটা নিয়ে কিছুই ভাববো না। নিজ দেশের সেনাবাহিনী থাকতে কেন মানুষ বহির্বিশ্বের সহায়তা চাইবে?

আমাদের প্রশিক্ষন এবং আমাদের কমান্ড চ্যানেল প্রতিনিয়ত আমাদের শেখাচ্ছে, "সবার আগে দেশ"। হ্যা। ইউনিফর্ম পড়ার পর থেকে এটাই আমরা লালিত করে আসছিলাম, তবে শুধু মনের ভেতরে। বাহিরে আমাদেরকে বাধ্য করা হয়েছে দেশ ও জনগনের বিরুদ্ধে নয়তবা পুতুল হয়ে কাজ করতে। দীর্ঘ বছর ধরে এভাবেই চলছি। কিন্তু আর না. সময় এসেছে। কমান্ড চ্যানেলের প্রতি আমাদের অত্যন্ত বিনয়ী আবেদন, এই পরিস্থিতিতে আমাদের ওপর কোনো প্রকার অন্যায়ের আদেশ দিবেন না। আমরা বৈধ দাবি নিয়ে রাস্তায় নামা সাধারন ছাত্রজনতা এবং দেশের সকল সাধারন মানুষের পাশে একাত্মতা ঘোষনার মাধ্যমে ন্যায়ের পক্ষে দাঁড়াতে চাই। একটা বুলেট যদি ভুল করে হলেও সাধারণ নিরপরাধ মানুষের গায়ে লাগে, বা লাঠির আঘাত করা হয় তবে এই সেনাবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

গণতান্ত্রিক একটা দেশকে যারা সকল প্রকার যোগাযোগ ব্যাবস্থা থেকে ৩০ ঘন্টার বেশি সময় ধরে বিচ্ছিন্ন করেছে, সাংবাদিকতার স্বাধীনতাকে হরন করেছে, এবং ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে আসা সাধারন মানুষের ওপর দেখামাত্র গুলি চালানোর আদেশ দিয়েছে, তারা এই জাতির নেতৃত্বাসনে

থাকার যোগ্য নয়।

আমরা রাজনৈতিক কোনো দল বুঝি না, ইতিহাসের গৌরবময় সকল সেনাবাহিনীর মত আমরাও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত, ন্যায়ের পক্ষের সেনাবাহিনী হিসেবে থাকতে চাই।

মিরপুর -১০
03/08/2024

মিরপুর -১০

Address

Chittagong
4000,4100,42XX

Alerts

Be the first to know and let us send you an email when Daily Sense 24 - দৈনিক অনুভূতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Sense 24 - দৈনিক অনুভূতি:

Share