Ari's Daily Life

Ari's Daily Life Daily blog,study blog, Art,craft,home decor

ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি🍂              চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী🌿কেহ জানিবে না মোর গভীর প্রণয়🏵️             কে...
02/09/2025

ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি🍂
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী🌿
কেহ জানিবে না মোর গভীর প্রণয়🏵️
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়☘️

02/09/2025

-2
লক্ষ্য স্থির করুন, লক্ষ্য ছাড়া আপনি গন্তব্যে পৌঁছোতে পারবেন না।আপনি টার্গেট ফিক্সড করুন, আপনি কিভাবে কিভাবে এগোবেন,কিভাবে এগোলে আপনি আপনার গন্তব্যে পৌঁছোবেন,,এটা আপনিই ভালো বুঝবেন,আপনাকেই আপনার পথ তৈরি করে নিতে হবে,সেই পথে আপনাকেই এগোতে হবে।অনেক বাধা আসবে,সৃষ্টিকর্তা আপনার পরীক্ষা নিবে,আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য যোগ্য নাকি তা যাচাই করে নিবে।আপনি পরিশ্রম করলে সৃষ্টিকর্তা পারিশ্রমিক দিবেই,বিনা পারিশ্রমিককে আপনাকে ফিরিয়ে দিবে,আপনি যতটুকু পরিশ্রম করবেন আপনি ততটুকুই ফল পাবেন।সৃষ্টিকর্তায় বিশ্বাস রেখে আপনি আপনার কর্ম করে যান।🌸

আমি এভাবে মাসের শুরুতে টার্গেট ফিক্সড করে পড়ি,আপনারাও চাইলে এভাবে পড়তে পারেন,,এতে করে নিজের সাথে নিজের চ্যালেঞ্জ নেওয়া শিখে যাবেন।আর যখন টার্গেট গুলো কমপ্লিট করতে পারবেন,তখন একটা আনন্দ হবে মনের মধ্যে, এটা জেতার আনন্দ।এটা আপনাকে পরের মাসে আরও বেশি পরিশ্রম করতে মানসিক ভাবে সহায়তা করবে।🌿

#বিশ্ববিদ্যালয়ভর্তিপ্রস্তুতি #প্রাইমারী

01/09/2025

-1
শুরুটা শূন্য থেকেই করুন,কে কতটা এগিয়ে গেছে তা আপনার ভাবার দরকার নেই,আপনি শুধু বিশ্বাস রাখুন নিজের উপর।ভাবছেন দেরী হয়ে গেছে,মোটেও না,আপনি আপনার কর্ম করে যান,ফল পাবেন নিশ্চিত 🌿।জীবনটা আপনার,আপনাকেই আপনার বেস্টটা দিতে জানতে হবে।

আমি কিভাবে ডেইলি পড়াশোনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম,আপনারা চাইলে আমার ভিডিও গুলো দেখে নিজেদের পড়ার স্ট্রাটেজি ঠিক করে নিতে পারেন।🍀

28/08/2025

গণেশ চতুর্থী❣️
গণপতি বাপ্পা মোরিয়া🙏💝
খুব সুন্দর আয়োজন Parul University

#গনপতি_বাপ্পা_মরিয়া

27/08/2025

নিষ্পাপ প্রাণগুলো বুঝে ভগবান সব ঠিক করে দেয়🌸

[আজকে আমার লক্ষীটাও (চেরী)স্নান করে পূজার পুরোটা সময় বাবা গণেশের কাছেই বসে ছিলো❣️]
#গণেশপূজা #গণেশ

তুমি এমনি এমনি এসো❣️
26/08/2025

তুমি এমনি এমনি এসো❣️

26/08/2025

একটু ভালোবেসেই নাহয় দেখুন না!দেখবেন বাবার রাজপ্রাসাদ ছেড়ে আপনার কাছে চলে আসতে চাইবো।❣️

কি ভাবছেন রসিকতা করছি!মোটেও না মশাই,,,একটু ভালোবেসেই দেখুন,,,আমি আপনার জন্য সব সহ্য করে নিবো।আমরা মেয়েরা বড্ড পাগল,তার শখের পুরুষের একটু ভালোবাসা পাওয়ার জন্য,,,,,একটু ভালোবেসে কথা বলে একদিন দেখুন,একটু যত্ন নিয়ে দেখুন! দেখবেন আপনার একটু টা আমি আপনাকে হাজার গুনে ফিরিয়ে দিবো।🍀

আপনি আমার মানসিক শান্তিল।সংসারের হাজারটা ঝামেলা আমি সামলে নিতে পারি,যদি আপনি আমার সাথে আছেন শুধু এইটুকু অনুভব করতে পারি,,,আমি আপনার মুখের দিকে দেখে আমার সাথে হওয়া সব অন্যায় সহ্য করে নিতে পারি, শুধু আপনি মানুষটা আমাকে একটু বুঝলেই হবে,,তেমন কিছুই চাই না মি.,শুধু মাঝে মাঝে আমার সাথে হওয়া অন্যায় গুলো একটুখানি প্রতিবাদ করবেন।একদম এইটুকু করলেও হবে,আপনার আমার হয়ে এইটুকু প্রতিবাদটাই আমার সাথে প্রতিনিয়ত হওয়া হাজারটা অন্যায়কে ভুলে সামনে এগোতে আমাকে সাহস জুগাবে.....🌿

শুধু একটু ভালোবাসুন,আমার ছেলেমানুষীকে একটু প্রশ্রয় দিন,একটু আগলে রাখুন,আমাকে হারানোর ভয় পান,আমাকে চোখে হারান,আমার মুড সুয়িং বুঝে আমাকে আগলে রাখুন।মি.শুধু একটু ভালোবাসুন,তাতেই আমার দিব্বি চলে যাবে।🌸

23/08/2025

কিচ্ছু চাইনি আমি🌸
আজীবন ভালোবাসা ছাড়া🥀

#কিচ্ছুচাইনিআমি #ভালোবাসা #বাতিঘর

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ari's Daily Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share