Time with Nitu

Time with Nitu সুপ্ত মুক্ত আকাশে মিশে যাক শতকে মলিন সব দুঃখ বিষাদ। 🖤
(2)

11/08/2025

Tere nazroone dil ka kiya....😍😍

আদিকাল হতে তিনি অচঞ্চল—সৃষ্টি, স্থিতি, প্রলয়ের নীরব অধিপতি।যুগের পর যুগ, ঘটমান ইতিহাসের অদৃশ্য সিংহাসনে তিনি প্রহর গুনেছ...
10/08/2025

আদিকাল হতে তিনি অচঞ্চল—
সৃষ্টি, স্থিতি, প্রলয়ের নীরব অধিপতি।
যুগের পর যুগ, ঘটমান ইতিহাসের অদৃশ্য সিংহাসনে তিনি প্রহর গুনেছেন।
অসংখ্য ঘটনার নীরব দর্শক হয়ে অপেক্ষায় রয়েছেন তাঁর মহাজাগরণের ক্ষণটির জন্য।
সেই মহাজাগরণের ক্ষণটিতে জ্যোর্তিময় হবে সমগ্র বিশ্বচরাচর।

সেই উত্থান টের পাবে তুমিও।

ঐতিয্যের ১৫ বছর পূর্তিতে সূর্যোদয় বয়েজ ক্লাবের এবারের নিবেদন,
"দ্বৈতজ্যোতি"
(শ্বাশত সাক্ষীর নীরব চেতনায়)

ভাবনা : Uday Chakraborty
সৃজনশৈলী : Avijeet Dasgupta (কল্পনা ইভেন্টস)
প্রতিমা রুপায়ণে : উত্তম পাল (মহামায়া স্টুডিও)
প্রচ্ছদে : Rahul Das

পুজাঙ্গন : ধোপাপাড়া, বেটারীগলি, চট্টগ্রাম।

আগামীকাল বলরাম পূর্ণিমা। দুপুর পর্যন্ত উপবাস। অন্তঃশেষ নাগের অভিন্ন প্রকাশ শ্রীবলরাম, যিনি ত্রেতাযুগে লক্ষ্মণ এবং কলিযুগ...
08/08/2025

আগামীকাল বলরাম পূর্ণিমা। দুপুর পর্যন্ত উপবাস।

অন্তঃশেষ নাগের অভিন্ন প্রকাশ শ্রীবলরাম, যিনি ত্রেতাযুগে লক্ষ্মণ এবং কলিযুগে নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের সকল লীলা ও অবতারে তিনি সহচর ও সহায়ক রূপে ছিলেন।

শারদোৎসব ১৪৩২ যে ঘরে তুমি সাজিয়েছো পুতুলের ঘর সে ঘরে আমি খুৃঁজি, || ঈশ্বর ||প্রতিমা : Prhollad Kumar Pal সৃজনশৈলী : চিত্...
08/08/2025

শারদোৎসব ১৪৩২

যে ঘরে তুমি সাজিয়েছো পুতুলের ঘর সে ঘরে আমি খুৃঁজি,
|| ঈশ্বর ||

প্রতিমা : Prhollad Kumar Pal
সৃজনশৈলী : চিত্ররূপ ইভেন্টস (Nileshor Chowdhury Shomu)
ডিজাইন : Rahul Das
আয়োজনঃ Goshaildanga Sharodiya Durgautshob Udzapon Parishad-Baroari Puja

নীল আকাশের মেঘবালিকাআকাশের নীলে নীলে ভেসে বেড়ায়রৌদ্র ছায়ার খেলে লুকোচুরিমাঝে মাঝে কোথায় সে হারায় 💙
08/08/2025

নীল আকাশের মেঘবালিকা
আকাশের নীলে নীলে ভেসে বেড়ায়
রৌদ্র ছায়ার খেলে লুকোচুরি
মাঝে মাঝে কোথায় সে হারায় 💙

হরে কৃষ্ণ 🙏 পবিত্রারোপণী একাদশীর পারনের মহাপ্রসাদ🙏
06/08/2025

হরে কৃষ্ণ 🙏
পবিত্রারোপণী একাদশীর পারনের মহাপ্রসাদ🙏

হরে কৃষ্ণ 🙏আগামীকাল  পবিত্রারোপণী একাদশীর পারনের সময়সূচি ৫.২৬ থেকে ৯.৪৭ পর্যন্ত 🙏
05/08/2025

হরে কৃষ্ণ 🙏
আগামীকাল পবিত্রারোপণী একাদশীর পারনের সময়সূচি ৫.২৬ থেকে ৯.৪৭ পর্যন্ত 🙏

05/08/2025

পবিত্রারোপণী একাদশীর এই পবিত্র দিনে ব্রত মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণ করুন 😊

নিজে একাদশী ব্রত পালন করুন ও অন্যকেও উৎসাহিত করুন 🙏🏻

হরে কৃষ্ণ 🙏🏻

হরেকৃষ্ণ, আগামীকাল ৫ই আগষ্ট মঙ্গলবার পবিত্রারোপিনী একাদশীর শুভেচ্ছা গ্রহণ করুন🪷🌹💐🥭🍎🍐🍍 আর একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে চো...
04/08/2025

হরেকৃষ্ণ,
আগামীকাল ৫ই আগষ্ট মঙ্গলবার পবিত্রারোপিনী একাদশীর শুভেচ্ছা গ্রহণ করুন🪷🌹💐🥭🍎🍐🍍 আর একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে চোখ রাখুন

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Time with Nitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share