Bristi AKTER

Bristi AKTER অপেক্ষা সময়ের!

08/09/2025

যদি মনে হয় কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না,
তাহলে নিজের প্রতি এতটাই মনোযোগ দাও
যাতে একদিন তারাও তোমাকে উপেক্ষা করতে না পারে।

08/09/2025

অজুহাত দিয়ে কেউ সফল হয়নি।
সাফল্য চায় পরিশ্রম আর ধৈর্য,
কথা নয়—কাজ।

08/09/2025

কঠিন সময় কখনও স্থায়ী নয়,
কিন্তু কঠিন মানুষ টিকে থাকে।
তুমি যত কষ্ট সহ্য করবে,
তত বেশি শক্তিশালী হয়ে উঠবে।

07/09/2025

ভয় হলো সবচেয়ে বড় শত্রু।
যেদিন তুমি ভয়কে অস্বীকার করবে,
সেদিন তোমার সাফল্যের দরজা খুলে যাবে।

07/09/2025

একদিন সেই কষ্টই তোমার শক্তি হবে,
যেটা আজ তোমাকে কাঁদাচ্ছে।
সময় সবকিছুর উত্তর দেয়,
শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়।

07/09/2025

দুনিয়ার সবাইকে খুশি করা অসম্ভব,
কিন্তু নিজের স্বপ্নকে পূর্ণ করা সম্ভব।
তাই মানুষের কথায় থেমে যেও না।

07/09/2025

ব্যর্থতা মানে শেষ নয়,
এটা কেবল নতুন করে শুরু করার ইশারা।
হাল ছেড়ো না,
কারণ তোমার সেরা দিনগুলো এখনও বাকি আছে।

06/09/2025

স্বপ্নের পথে যত কাঁটা,
জয়ের আনন্দ তত গভীর।

06/09/2025

মানুষ যত বড় হয়,
ততই বন্ধু কমে যায়,
কারণ সবাই স্বার্থের হিসেব শিখে ফেলে।

06/09/2025

কখনও কখনও নীরব থাকা
হাজারটা শব্দের চেয়েও শক্তিশালী উত্তর।

06/09/2025

সম্পর্ক ভাঙে না দূরত্বে,
ভাঙে তখন,
যখন হৃদয়ের দূরত্ব বাড়ে।

Address

Anandabazar, South Middle Halishahar, Bandar
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Bristi AKTER posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category