ElyvÌa

ElyvÌa Style your homè, uplift the soul �
(1)

এস্থেটিক বক্স সাথে ট্রিংকেট ট্রে কম্বো!
15/10/2025

এস্থেটিক বক্স সাথে ট্রিংকেট ট্রে কম্বো!

10/08/2025

স্টুডেন্টের বাবা ঢাকা কলেজের অধ্যাপক! উনি ঠিক করেছেন, সপ্তাহে অন্তত একদিন সকাল ৭টায় ছেলেকে পড়তে বসানো হবে—ওকে আর্লি রাইজার বানানোর জন্য!

আমি আর আমার স্টুডেন্ট—দু’জনেরই এই ব্যাপারটা নিয়ে বেশ প্যারা খাচ্ছি। তবুও দুই সপ্তাহ ধরে গিয়েছি, কিন্তু আমরা দু’জনই ঝিমাইতে থাকি আর পড়াশোনার নামে যেন "ঠন ঠন"!

আজও গেলাম সকাল ৭টা ৩০ মিনিটের দিকে। ভোর ৫টার দিকে ঘুমিয়েছি, তাই চোখ তখনো আধো-আধো বন্ধ। স্টুডেন্টের চোখও একই অবস্থা। বসে পড়াতে শুরু করলাম, ও বলল—তার মা আর ছোট বোন স্কুলে গেছে, ফিরবে দুপুরে, আর তার বাবা কলেজে পরীক্ষা নিতে গেছেন, ফিরবেন বিকেলে।

তারপর একটু থেমে সাহস করে বলল—
“স্যার, ঘুমিয়ে চলেন, দুপুরের আগে তো কেউ আসার চান্স নাই!”

যেহেতু মাত্র ১ ঘণ্টার ঘুমের ওপর ভর করে দাঁড়িয়ে ছিলাম, তাই তখন বিবেক কাজ করেনি। বেশি কিছু না ভেবে শুয়ে পড়লাম, এমনকি ওর কাছ থেকে কোলবালিশও নিয়ে নিলাম!

আমার পাশে শুয়ে ও-ও ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল সকাল সাড়ে ১০ টার দিকে। তারপর ডায়েরিতে হোমওয়ার্কগুলো রিপিট দিয়ে বাড়ি ফিরে এলাম।

কি যে ওয়াইল্ড এক্সপেরিয়েন্স!

©

06/08/2025

আচ্ছা আমাদের থেকেই কেন কিনবেন বলুন তো?
-Emni
😝

আমরা জানি সবাই নয়, তবে কিছু মানুষ তাদের সবকিছুতে চায় নিজস্বতা এবং ইউনিকনেস।এরকম প্রিমিয়াম কাস্টোমারই আমরা খুঁজি। তাই আমরা আমাদের বেস্টটা দিয়েই আপনাদের ছোট্ট রুমের একটা অংশ হয়ে থাকতে চাই।

এটার একটা গল্প শুনবেন? বিড়ালটার নাম ছিল লুকোচুরি জাহান পুতুল। এই নামের শানে নুযুল হলো ও দেখতে একদম পুতুলের মতো ছিল। হবেই...
06/08/2025

এটার একটা গল্প শুনবেন? বিড়ালটার নাম ছিল লুকোচুরি জাহান পুতুল। এই নামের শানে নুযুল হলো ও দেখতে একদম পুতুলের মতো ছিল। হবেই বা না কেন? ছিল তো বিদেশি মা আর খাটি দেশি বাপের ৪ নাম্বার হাইব্রিড সন্তান। আর লুকোচুরি খেলায় ছিল এক্সপার্ট। রান্নাঘরে আম্মুর মাছের পুটুলি নিয়ে ভোঁ দৌড়! কোথায় গিয়ে লুকাতো বিড়াল ব্যাটা সেটা নিজেও জানতো না। আর জাহান? হেহে এটা আমার নাম অনুযায়ী বংশ পরম্পরায় পাওয়া নাম।

আর শুধু নিজে সুন্দর সুন্দর প্লেটে খাবার ডেকোরেট করে খেলে হবে? বিড়াল কি একটা মানুষ না?ওর কি একটা মন নেই? ক্যাটফুড দিন এখন এরকম সুন্দর সুন্দর এস্থেটিক ডেকোরেটেড প্লেটে!
আর হ্যাঁ! আপনার পেটসের নামটা যেন কি?🤩

04/07/2025

Let us make your home reflect who you truly are!

Address

Khulshi
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ElyvÌa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share