20/08/2025
মধ্যবিত্ত জীবনের সুখ–দুঃখের মাঝে আলাদা স্বাদ
যেমন দরুন নতুন জামা কিনলে নিজেরটা বাদ দিয়ে আগে পরিবারের জন্য কেনা....
বাসায় হঠাৎ অতিথি এলে ফ্রিজে থাকা শেষ মিষ্টির টুকরোটাও আনন্দ করে ভাগ করে খাওয়া...... অথবা নিজের শখগুলোর পূরণের আগে সবার প্রয়োজন মেটানোতে আনন্দ খুজে নেয়া –এগুলো যেন অদ্ভুত এক না বলা নিতান্ত সন্তুষ্টির অনুভূতি যাহা শুধু মাত্র মধ্যবিত্তের ঘরেই বিদ্দমান 💙
মধ্যবিত্ত মানে সবসময় ‘কম’ নিয়ে বেঁচে থাকা নয়, বরং সামান্যতেই সুখ খুঁজে নেওয়া।
এক কাপ গরম চা, ছাদে বসে আড্ডা, কিংবা প্রিয়জনের সাথে চেনা পথে একটু হাঁটাহাঁটি—
এই ছোট ছোট জিনিসগুলোই তো আমাদের আসল বিলাসিতা ☕🌿