A M JAMIR 75

A M JAMIR 75 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A M JAMIR 75, Chittagong.
(3)

আমার এই পেইজটা হল গল্প কবিতা ছড়া ছন্দ দিয়ে লেখা মাঝে মধ্যে কবিতা ছড়া আবৃত্তি করা আর বিভিন্ন এলাকার ভিডিও ধারন করে পোস্ট করি কারন এলাকার বিভিন্ন লোকেশন সবাই কে দেখানো সুন্দরয্য উপভোগ করার জন্য তাই ভাল ভাল মানসম্মত গল্প কবিতা ছড়া পাবেন সব সময় জমিরউদ্দীন

good night everybody friend  #রাতের_পটিয়া  #মায়ার_পাহাড়  #চট্টগ্রামের_স্মৃতি  #নীরব_নৈশব্দ্য
17/07/2025

good night everybody friend
#রাতের_পটিয়া #মায়ার_পাহাড় #চট্টগ্রামের_স্মৃতি #নীরব_নৈশব্দ্য

প্রিয় তোমাট নামে শুরু দিন কাল #রাতের_পটিয়া  #নীরব_নৈশব্দ্য  #মায়ার_পাহাড়  #চট্টগ্রামের_স্মৃতি  #বাংলাসাহিত্য
17/07/2025

প্রিয় তোমাট নামে শুরু দিন কাল
#রাতের_পটিয়া #নীরব_নৈশব্দ্য #মায়ার_পাহাড় #চট্টগ্রামের_স্মৃতি #বাংলাসাহিত্য

🌙 পটিয়ার রাত: নিঃশব্দে বলার এক গল্প 🌾রাত নামলেই পটিয়া বদলে যায়,দিনের কোলাহল পেরিয়ে নেমে আসে এক নীরব জাদু।ছায়া-আলোয় ঢেকে ...
17/07/2025

🌙 পটিয়ার রাত: নিঃশব্দে বলার এক গল্প 🌾

রাত নামলেই পটিয়া বদলে যায়,
দিনের কোলাহল পেরিয়ে নেমে আসে এক নীরব জাদু।
ছায়া-আলোয় ঢেকে যায় গাছপালা,
পাহাড়ের বুক জুড়ে বাজে অদৃশ্য সুর।

মসজিদের মিনার থেকে ভেসে আসে রাতের শেষ আজান,
আর মাটির পথ ধরে হেঁটে যায় কোনো ঘুমকাতুরে পথিক।
চোখ বন্ধ করলেই মনে হয়—
এই পটিয়ার রাত যেন হারিয়ে যাওয়া কোনো প্রেমপত্র।

এই রাত শুধু রাত নয়,
এ এক অনুভব, এক শান্তির আশ্রয়।

#রাতের_পটিয়া #চট্টগ্রামের_স্মৃতি #গ্রামের_রাত #মায়ার_পাহাড় #নীরব_নৈশব্দ্য
✍️ রচয়িতা: মো. জমির উদদীন, চট্টগ্রাম

গুনিজনের কথা #সুশিক্ষা_হোক_জীবনের_মূলভিত্তি  #বাংলাসাহিত্য  #রচয়িতা_মো_জমির_উদদীন
17/07/2025

গুনিজনের কথা
#সুশিক্ষা_হোক_জীবনের_মূলভিত্তি #বাংলাসাহিত্য #রচয়িতা_মো_জমির_উদদীন

☀️ দুপুরের স্বপ্ন ছড়া ☀️✍️ রচয়িতা: মো. জমির উদদীন, চট্টগ্রামদুপুর আসে নিঃশব্দ পায়ে,রোদটা নামে গায়ের চায়ে।গরু ঘুমায় গাছের...
17/07/2025

☀️ দুপুরের স্বপ্ন ছড়া ☀️
✍️ রচয়িতা: মো. জমির উদদীন, চট্টগ্রাম

দুপুর আসে নিঃশব্দ পায়ে,
রোদটা নামে গায়ের চায়ে।
গরু ঘুমায় গাছের তলে,
ছোট্ট ছেলেটা ছুটে চলে।

মা ডাকে খেতে, "আয়রে বাছা",
পান্তা-ভর্তা, তাজা কাঁচা।
ঘুম আসে চোখে, মন যায় ভেসে,
দুপুরটা যেন গল্পের দেশে।

#সুশিক্ষা_হোক_জীবনের_মূলভিত্তি #রচয়িতা_মো_জমির_উদদীন #বাংলাসাহিত্য #জনপদ

17/07/2025

শিরোনাম: সুশিক্ষা না থাকলে ভবিষ্যৎ অন্ধকার
✍️ রচয়িতা: মো. জমির উদদীন, চট্টগ্রাম

শিশু যখন জন্ম নেয়, তখন সে সাদা কাগজ,
তাকে যা শেখানো হয়, সেটাই হয় ভবিষ্যতের আঁকাজোকা।
জ্ঞানহীন বড় হলে হয় শুধু শরীরের বৃদ্ধি,
সুশিক্ষা না থাকলে মরে যায় আত্মার ভিত্তি।

🎓 সুশিক্ষা শুধু মুখস্থ বিদ্যা নয়,
এটা হল হৃদয়ের উন্নয়ন, বিবেকের আলো।
যেখানে শেখা হয়—
👉 ভালো-মন্দের পার্থক্য,
👉 অন্যের প্রতি সম্মান,
👉 নিজেকে গঠন করার ইচ্ছা।

❌ সুশিক্ষা ছাড়া সন্তান হয়ে যায়...
🔸 অবাধ্য
🔸 স্বার্থপর
🔸 অপরাধ প্রবণ
🔸 এবং সমাজে বোঝা

📢 তাই, সবার দায়িত্ব—
👨‍👩‍👧‍👦 অভিভাবকের: সন্তানকে শুধু ফোন বা টাকার পেছনে নয়, তার নৈতিক শিক্ষা ও আচরণেও নজর দিন।
🏫 শিক্ষকের: পাঠ্যবইয়ের বাইরেও মানবতা শেখান।
🌍 সমাজের: ভালো মানুষের উদাহরণ দিন, যাতে শিশুদের সামনে আলোকিত পথ তৈরি হয়।

---

📌 পাঠে উপলব্ধি:
✔️ একটি সন্তান সুশিক্ষিত হলে একটি পরিবার আলোকিত হয়
✔️ একটি পরিবার আলোকিত হলে সমাজে আসে পরিবর্তন
✔️ সমাজ বদলালে বদলে যায় একটি জাতির ভবিষ্যৎ

🔵 #সুশিক্ষা_হোক_জীবনের_মূলভিত্তি
🔵 #রচয়িতা_মো_জমির_উদদীন

17/07/2025

জনপদ শূন্য পটিয়া
#মোজমিরউদ্দীন #বাংলাসাহিত্য #জনপদ

ঊর্ধ্বতন কর্মকর্তারচয়িতা: মো. জমির উদদীন, চট্টগ্রামউচ্চ পদে, গুরু দায়িত্ব,তবু হৃদয়ে সত্যের নিঃশ্বাস।চাকরির ভিড়ে নেই অহংক...
17/07/2025

ঊর্ধ্বতন কর্মকর্তা
রচয়িতা: মো. জমির উদদীন, চট্টগ্রাম

উচ্চ পদে, গুরু দায়িত্ব,
তবু হৃদয়ে সত্যের নিঃশ্বাস।
চাকরির ভিড়ে নেই অহংকার,
তাঁর চোখে সবারই অধিকার।

নির্বিকার নয়, বিচারপ্রিয়,
দুর্নীতির সাথে শত্রু হৃদয়।
অফিসজুড়ে ন্যায়ের আলো,
তাঁর ইচ্ছায় কাটে সব ছায়ালো।

অভিযোগ এলে শুনেন মন দিয়ে,
সাহায্য করেন সময় নিয়ে।
ঊর্ধ্বে বটে, তবু মানবিক,
তাঁর মত কর্মকর্তা সত্যই বিরল এক।

— মো. জমির উদদীন
চট্টগ্রাম

#চট্টগ্রামের_রূপ #মোজমিরউদ্দীন #বাংলাসাহিত্য

Good morning everybody friend hope welcome nice to meeting good Bellas  #মোজমিরউদ্দীন  #চট্টগ্রামের_রূপ  #বাংলাসাহিত্য
17/07/2025

Good morning everybody friend hope welcome nice to meeting good Bellas
#মোজমিরউদ্দীন #চট্টগ্রামের_রূপ #বাংলাসাহিত্য

 #রাতের_পটিয়া  #পটিয়ার_মধ্যরাত
16/07/2025

#রাতের_পটিয়া #পটিয়ার_মধ্যরাত

তোমাদের হাসিতে হউক আমার বিদায়লোক #রাতের_পটিয়া  #মোজমিরউদ্দীন  #পটিয়ার_মধ্যরাত    #নিশির_শান্তি
16/07/2025

তোমাদের হাসিতে হউক আমার বিদায়লোক
#রাতের_পটিয়া #মোজমিরউদ্দীন #পটিয়ার_মধ্যরাত #নিশির_শান্তি

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when A M JAMIR 75 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share