14/07/2025
“একটা একটা শিবির ধর,
ধইরা ধইরা জবাই কর”।
যখন এটাই হয় রাজপথের স্লোগান, তখন বুঝে নিতে কষ্ট হয় না এদের রাজনীতির ভাষা কী। যারা প্রকাশ্যে মানুষ জবাইয়ের আহ্বান জানায়, তারা নীরবে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজিকেও নিশ্চয়ই রাজনীতির বৈধ কৌশল মনে করে। প্রশ্ন ওঠে এদের সংগঠনের ভেতরেই কি সেই বর্বরতা শেখানো হয়?
আজ শাহবাগের পুরনো স্লোগানই ছাত্রদলের মুখে। যে স্লোগান এক সময় আওয়ামী লীগের ছিল, সেটাই আজ ধার করে বিএনপির রাজপথে ফিরে আসা! নিজস্ব কোনো ভাষা বা অবস্থান নেই এটাই তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের নগ্ন স্বীকৃতি।
শিবির বিরোধিতার নামে কি আবারও রক্ত চাই তাদের? যে সংগঠন নিজের দলেরই ১৫০ জনকে হত্যা করেছে, সেই সংগঠন থেকে কী আশা করা যায়? সম্প্রতি ছাত্রদলের এক ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ হত্যা করেছে।একটি এমন ভয়াবহ ভিডিও, যা দেখে মানুষ কেঁপেছে, কেঁদেছে, অনেকে জ্ঞান হারিয়েছে। অথচ সেই বিভৎসতা তারা উদযাপন করেছে, লাশের ওপর নৃত্য করেছে! যদিও পুলিশ কে তারা কাজে লাগিয়ে ঘটনা ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরিবার ও পুলিশের মন্তব্য ভিন্ন!
আবারও কি আবরার ফিরে আসবে? এই ভয়াবহ ইতিহাস কি আবারও পুনরাবৃত্তি হবে? সময় এসেছে এই ঘৃণার রাজনীতির চক্র ভাঙার।
আর যারা কথায় কথায় বলে "বাংলা ছাড়", তাদের স্মরণ করিয়ে দিতে হয় বাংলা কারো পৈতৃক সম্পত্তি নয়। তাই প্রস্তুত থাকো, যখন জবাব আসবে “বাংলা কি তোর বাপ দাদার?”