10/12/2025
আগামীকাল ১১ ডিসেম্বর ২০২৫ ইংরেজি তারিখের কর্মসূচির সিডিউল
সংসদীয় আসন চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড, আকবরশাহ, পাহাড়তলী-খুলশী আংশিক)
১. মহিলা সমাবেশ – কুমিরা
সময়: দুপুর ৩টা
স্থান: কুমিরা
প্রধান অতিথি হিসেবে থাকবেন: চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন
উপজেলা–পৌরসভা বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী
২. তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মোটরযান র্যালি
(তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে র্যালি শুরু হবে)
মূল নির্দেশনা
– সকল ইউনিয়নের নেতাকর্মীরা সিনিয়র নেতৃত্বের পরামর্শ অনুযায়ী নিজ নিজ ইউনিয়ন থেকে রওনা হবেন
– প্রচুর বাস, ট্রাক, মাইক্রোবাস, হোন্ডা ও মোটরসাইকেলসহ সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে হবে
সমাবেত স্থান ও অবস্থান
– কুমিরা থেকে দক্ষিণ দিকের ইউনিয়নগুলো রয়েল গেইটে অবস্থান নেবে
– কুমিরা থেকে দারোগাহাট পর্যন্ত প্রতিটি ইউনিয়ন নিজ নিজ রাস্তার নির্ধারিত স্থানে সারিবদ্ধভাবে অবস্থান করবে
র্যালির আনুষ্ঠানিক সূচনা
– সূচনা স্থান: বড়দারোগাহাট
– গন্তব্য: অলংকার
– র্যালির পুরো পথজুড়ে শৃঙ্খলা, সমন্বয় ও স্লোগান বজায় রাখতে নির্দেশ দেওয়া হলো
ইনশাআল্লাহ, আগামীকালকের দুইটি কর্মসূচিই হবে শক্তিশালী, শৃঙ্খলাবদ্ধ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
//
এডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু
টিম লিডার, নির্বাচনী মিডিয়া সেল
চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড, আকবরশাহ, পাহাড়তলী-খুলশী আংশিক)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)