Md. Rejoan Khan Rabbi

Md. Rejoan Khan Rabbi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Rejoan Khan Rabbi, Digital creator, Chittagong.

19/11/2024
স্বাধীন দেশে বসবাস করে পর্যাপ্ত সুযোগ সুবিধা ভোগ করার পরে ও এরা কি বলতে চায়,কি বুঝাতে চায়?এই যে রাস্তায় রাস্তায় লিখলো এট...
20/08/2024

স্বাধীন দেশে বসবাস করে পর্যাপ্ত সুযোগ সুবিধা ভোগ করার পরে ও এরা কি বলতে চায়,কি বুঝাতে চায়?
এই যে রাস্তায় রাস্তায় লিখলো এটা ও আমাদের ট্যাক্সের টাকায় বানানো রাস্তা, যে ভাষায় লিখেছে সেটা ও তো আমাদের অর্জিত ভাষা,এবং যাদের হটানোর কথা বলছে তারাই যুগের পর যুগ ধরে তাদের নিরাপত্তা দিয়ে আসছে!
এইরকম ভাবে লিখার সাহস করাটাও অন্যায়,,,
আমি ব্যক্তিগত ভাবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাই।

08/08/2024

যারা আজকে একদিন নাম-দাম,ছবি,স্ট্যাচু, ভাস্কর্য, এগুলো মুচে ফেলতে চাচ্ছেন ক্ষোভের বশবর্তী হয়ে তাদের বলছি এগুলোর মানে কিন্তু দেশ সংস্কার নয়।দেশ সংস্কার করতে হবে মূল জায়গায়। এগুলো তাদেরই কাজ ছিলো তারা যখন ক্ষমতায় এসেছিলো তারা এটা করে দেখিয়েছিলো। সুতরাং তাদের আর আমাদের আপনাদের মধ্যে পার্থক্য টা কই গেলো। কেউ যদি ভালো কাজ করে তাকে তার প্রতিদান দিতে হবে। আর যদি কেউ খারাপ কাজ করে তাকে সেই শাস্তি পেতে হবে। এটাই ন্যায় নীতি এবং এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে দেশের সার্বিক উন্নতি সাধন এবং দেশের সম্পদের রক্ষা করা এবং সেটা ধর্ম, বর্ণ নির্বিশেষে।

অভিনন্দন সবাইকে......তত্ত্বাবধায়ক সরকারের প্রধান: ড. মোহাম্মদ ইউনুসবাকি সদস্যরা হলেন-১. ড. সলিমুল্লাহ খান২. ড. আসিফ নজরু...
06/08/2024

অভিনন্দন সবাইকে......
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান: ড. মোহাম্মদ ইউনুস
বাকি সদস্যরা হলেন-
১. ড. সলিমুল্লাহ খান
২. ড. আসিফ নজরুল
৩. বিচারপতি (অব.) মোঃ আব্দুল ওয়াহাব মিঞা
৪. জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া
৫. মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন
৬. ড. দেবপ্রিয় ভট্টাচার্য
৭. মতিউর রহমান চৌধুরী
৮. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
৯. ড. হোসেন জিল্লুর রহমান
১০. বিচারপতি (অব.) এম এ মতিন।

17/07/2024

ভাই,
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরী করেন?
আচ্ছা একটা কথা বলেন তো - আল্লাহ কি আপনার/আপনাদের রিজিক শুধুমাত্র এই চাকরীতে সীমাবদ্ধ করে দিয়েছেন..?
আপনার উত্তর যদি (না) হয়-
তবে কোন উদ্দেশ্যে /কিসের প্ররোচনায় /কিসের লোভে নির্বিচারে নিরীহ কোমলমতি শিক্ষার্থী দের উপর গুলি ছুঁড়ছেন...?
আপনাদের মনে কি একটু ও প্রশ্ন আসে না -আমি কি করছি? কেন এমন করছি?

17/07/2024

নেমে আসল ফেসবুকের উপর গজব!
নেট তো নাই বললেই চলে

16/07/2024

এই দেশ আপনার আমার সবার।
এই দেশ আঠারো কোটি বাঙালীর!

শুনুন এক মহানায়কের গল্প-বাস্তবের হিরো তো এমন কাউকেই বলে!★★ছবিতে উল্লাস করা মানুষটা হচ্ছেন আফগানিস্তান ক্রিকেটের প্রথম সু...
26/06/2024

শুনুন এক মহানায়কের গল্প-
বাস্তবের হিরো তো এমন কাউকেই বলে!

★★ছবিতে উল্লাস করা মানুষটা হচ্ছেন আফগানিস্তান ক্রিকেটের প্রথম সুপারস্টার, পুরো আফগানিস্তান ক্রিকেট যার দিকে একটা সময় তাকায় থাকতো।

লোকটা কি দেখে নি জীবনে? যুদ্ধ দেখছে, যুদ্ধের সময় পরিবারের সাথে দেশ ছাড়ছে। ক্যাম্পে, সেখান থেকে পরে পাকিস্তান বসেই ক্রিকেটেই হাতে খড়ি।

বিভিন্ন অঞ্চলের ক্লাবের সাথে ক্রিকেট খেলছে তখন দলের ক্রিকেট সামগ্রী কেনার সামর্থ্য ছিলো না এই ফেজটাও দেখছে।

ডেনমার্কের সাথে পঞ্চম ডিভিশনে ম্যাচ খেলছে। ফিজি, ইরান খুব কম দলই বাকি আছে তার খেলার। প্রায় ৪৫ দলের সাথে জয়ে সে দলের অংশ ছিলো। ডিভিশন পাচঁ, চার, তিন এভাবে করে আস্তে আস্তে বিশ্বকাপে খেলছে এক যুগেরও আগে। আফগানিস্তান ক্রিকেট আজকে চারা থেকে যে গাছ হয়েছে তার পুরোটার সাক্ষী, সারথী এই মোহম্মদ নবী।

একটু পরিচিতি পাওয়ার পর ফ্রানচাইজি ক্রিকেটে ডাক পাওয়া শুরু করেন। আফগানিস্তানের ফেস, পোস্টার বয় সবটাই নবী তখন। তারপরও তার মধ্যে কোনো ঔদ্ধত্যপূর্ন মনোভাব আসে না।

দেশের ক্রিকেটকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনুমতির তোয়াক্কা না করে ফ্রানচাইজি ক্রিকেট খেলতে যান নি কখনোই। গুরুত্বপূর্ণ সিরিজ বাদ দিয়ে ফ্রানচাইজি ক্রিকেট খেলার জন্য মিডিয়া ডেকে নাটকের পসরাও সাজান নি। যখন দলের সিরিজ ছিলো সবসময় সবার আগে নবী উপস্থিত।

দেশের ক্রিকেটের এত বড় নাম হয়েও কখনো বিতর্কে জান নি মাঠ এবং মাঠের বাইরে। শেয়ার বাজার, মানব পাচার, জুয়া আরও নানারকমের ঠকবাজি- বাটপারিতে তার নামটা শোনা যায় নি আফগানিস্তানে কখনো। ক্রিকেটার হিসাবেও আচারন বা কাজের জন্য কখনো আইসিসির ডাক পান নি।

বিশাল বড় ক্রিকেটার না হতে পারলেও Dignity এর সাথে খেলাটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন। ইন্টারন্যাশনাল মিডিয়াতে তার আচরন বা কর্মকান্ডের জন্য বাজেভাবে শিরোনাম হন নি।

দেশের সবচেয়ে বড় ক্রিকেটার। আগে যখন আফগান তরুন প্লেয়ারারে বিপিএল বা সিপিএলে আসতেন তাদের আগলায় রাখতেন।

অধিনায়ক হইছেন, অধিনায়কত্ব হারায়ছেনও, কখনও সেটা জুনিয়রের কাছে, কখনো তারই বয়সী কোনো সতীর্থের কাছে।

না এসবের জন্য কখনো আক্ষেপ করেন নি। ড্রয়িং রুমের নাটক সাজান নি, মিডিয়াতে এসে সতীর্থের নামে উপহাস করে যা তা এগুলোও বলেন নি। উল্টা নিজের সেরাটা দিয়ে, অধিনায়ককে পরমার্শ দিয়ে তাকে সাহায্য করতেন। সব সিরিজ খেলার চেষ্টা করতেন।

২০১৯ এর দিক রশিদ, আসগর, সিমন্স এদের মধ্যে অধিনায়কত্ব নিয়ে যে গোলমালটা হলো, তখনও সামনে এসে রশিদ খানকে সাপোর্ট করছেন।

মিডিয়াতে এসে সতীর্থদের ছোট করার নগ্ন মানসিকতা তিনি দেখান নি।

এখন তো বয়স হইছে। আগের মতো পারফর্ম করতে পারেন না। বেশির ভাগ সময়ই খারাপ করেন। তবে খারাপ খেলে বেহায়ার মতো ডাগআউট বসে দাঁত গুলো বের করে মজা করতে দেখা যায় না। খারাপ করলে শান্ত থাকেন, চুপ থাকেন, হতাশ থাকেন। বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বেশরম, নিলর্জ্জতা,বেহায়াভাবটা একদমই প্রকাশ করেন না।

বাংলাদেশের সাথে ম্যাচ হারার পর বলে দেন আমরা একটা ম্যাচ খেলতে আসে নি, আমরা সেমি ফাইনাল খেলতে এসেছি। পরে সেই সেমিফাইনালের জন্য ফাইট করেন। সেমি খেলতে না পারার হতাশা ব্যক্ত করেন।

লুজার কিংবদন্তী হয়ে মিডিয়াতে ইতিহাস পাঠ পড়াতে আসেন না। এসে বলেন না আমরা তো ২ টা ম্যাচ জিতি বিশ্বকাপে। আবার সুপার এইটে উঠার বা তিনটা ম্যাচ জয় করে ফেলার ঢেকুরও তোলেন না।

হয়তো সংখ্যা অনুযায়ী তাকে আপনার গ্রেট অলরাউন্ডারের মর্যাদা দিতে আপত্তি থাকবে। কিন্ত তার এই গ্রেট ক্রিকেট জার্নিটারে অস্বীকার কিভাবে করবেন?

পঞ্চম ডিভিশন থেকে খেলা শুরুর থেকে বিশ্বকাপের সেমি এই জার্নিটার জন্য বাহবা, অভিনন্দন বা ক্রিকেট ক্যারিয়ার তার আয়ুটা আরও বাড়ুক এগুলো মন থেকেই আসবে।

অভিনন্দন এবং শুভকামনা মোহম্মদ নবী।

বাংলাদেশের একমাত্র ঈমানদার ব্যাক্তি যার কুরবানি সরাসরি কবুল!
20/06/2024

বাংলাদেশের একমাত্র ঈমানদার ব্যাক্তি যার কুরবানি সরাসরি কবুল!

How fast time flies--And this is how one day all the time of life will end!
10/06/2024

How fast time flies--
And this is how one day all the time of life will end!

17/03/2024

কৃতজ্ঞতা সকলের প্রতি! যারা শত ব্যস্ততার মধ্যে ও আমাকে মনে রেখেছেন এবং শুভকামনা জানিয়েছেন।

11/03/2024

আহলান সাহলান
ইয়া মাহে রমাদান !
আল্লাহ আমাদের সবাইকে রমজানের সবগুলো রোজা রাখার তোফিক দিক।
(আমিন)

বিনম্র শ্রদ্ধা সকল ভাষা শহীদদের প্রতি!যার ৫২ আমার প্রাণের ভাষার জন্য জীবন দিয়েছিলেন😥😢
21/02/2024

বিনম্র শ্রদ্ধা সকল ভাষা শহীদদের প্রতি!
যার ৫২ আমার প্রাণের ভাষার জন্য জীবন দিয়েছিলেন😥😢

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Rejoan Khan Rabbi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share