দৈনিক ফটিকছড়ির কন্ঠ

দৈনিক ফটিকছড়ির কন্ঠ দৈনিক ফটিকছড়ির কন্ঠ
কথা বলে বৃহত্তর ফটিকছড়ির মাটি ও মানুষের। সত্য ও ন্যায়ের সাথে সঠিক ও নির্ভুল সংবাদ প্রচারই আমাদের একমাত্র লক্ষ্য।

দূরের আদালতে আর নয় ফটিকছড়িতে ঘরের কাছেই মিলছে ন্যায়বিচার==============================অল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার...
14/08/2025

দূরের আদালতে আর নয় ফটিকছড়িতে
ঘরের কাছেই মিলছে ন্যায়বিচার
==============================
অল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে ফটিকছড়ি উপজেলার গ্রাম আদালতের কার্যক্রম দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ছোটখাটো দেওয়ানী ও ফৌজদারী বিরোধ নিষ্পত্তির জন্য এখন আর গ্রামবাসীকে দূরের আদালতে ছুটতে হচ্ছে না— ইউনিয়ন পরিষদে প্রতিষ্ঠিত গ্রাম আদালতেই মিলছে সমাধান।

আইন অনুযায়ী, সর্বোচ্চ ৩ লক্ষ টাকা মূল্যমানের দেওয়ানী ও ফৌজদারী বিরোধ গ্রাম আদালতের এখতিয়ারে পড়ে। স্ত্রী কর্তৃক বকেয়া ভরণ-পোষণ আদায় থেকে শুরু করে প্রতিবেশীদের মধ্যে ক্ষুদ্র বিরোধ— সবই দ্রুত নিষ্পত্তি হচ্ছে এখানে।

ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবরা জানান, গ্রাম আদালতে মামলা হলে বাদী-বিবাদী উভয়পক্ষই স্বাধীনভাবে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। সঠিক বিচার পাওয়ার সুযোগ থাকায় বর্তমানে মানুষ ক্রমেই গ্রাম আদালতের প্রতি আস্থা রাখছেন। মামলা পরিচালনায় হয়রানির আশঙ্কা নেই বললেই চলে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত তিন মাসে উপজেলার গ্রাম আদালতে মামলা হয়েছে ১৯০টি। এর মধ্যে ৯৩টি নিষ্পত্তি হয়েছে, আর বাকি রয়েছে ৯৭টি। উচ্চ আদালত থেকে প্রেরিত মামলার সংখ্যা ২৬টি এবং সরাসরি দায়ের হওয়া মামলা ৪৫টি। এ সময়ে ক্ষতিপূরণ আদায় হয়েছে ১ লাখ ৪৬ হাজার টাকা।

ফটিকছড়ি গ্রাম আদালত উপজেলা কো-অর্ডিনেটর মো. ফখরুল ইসলাম জানান, গ্রাম আদালতে মামলা হলে দ্রুত নিষ্পত্তি হয়, ফলে সময়, শ্রম ও টাকা সবই বেঁচে যায়। ফৌজদারি মামলার ফি মাত্র ১০ টাকা এবং দেওয়ানী মামলার ফি ২০ টাকা হওয়ায় খরচও তুলনামূলকভাবে কম। তার ভাষায়, “গ্রাম আদালতে কোনো আইনজীবীর প্রয়োজন হয় না। আবেদনকারী ও প্রতিবাদী নিজেরাই মতামত উপস্থাপন করতে পারেন। সঠিক নথি সংরক্ষণ ও দ্রুত নিষ্পত্তির মাধ্যমে গ্রাম আদালত হয়ে উঠেছে ন্যায়বিচারের একটি বিশ্বস্ত স্থান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, “প্রত্যেক ইউনিয়নে গ্রাম আদালত কার্যকর রয়েছে। এখতিয়ারভুক্ত নির্দিষ্ট আর্থিক সীমার মধ্যে যেকোনো বিরোধ দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছি। গ্রামীণ মানুষ অনেক সময় আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় দূরের আদালতে গিয়ে মামলা পরিচালনা তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে। সঠিকভাবে গ্রাম আদালত পরিচালিত হলে এসব মামলা উচ্চ আদালতে গড়াবে না, ফলে মামলা জটও কমবে।”

আইন বিশেষজ্ঞরা মনে করেন, স্থানীয় পর্যায়ে বিরোধ মীমাংসা হলে সময়, অর্থ ও শ্রম সবই বাঁচে, যা সাধারণ মানুষের ভোগান্তি কমায় এবং ন্যায়বিচার প্রাপ্তিকে সহজ করে তোলে।

12/08/2025

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে করোনেশন স্কুলের ২২ শিক্ষার্থী বহিষ্কার!
এই সিদ্ধান্ত কে আপনি কিভাবে দেখছেন...?

ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মো. মাসুদ আর নেই"""""""'"""""""""""""""""""""""""""ফটিকছড়ি প্রেসক্লাবের সম্মানিত সভাপতি...
30/07/2025

ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি
সৈয়দ মো. মাসুদ আর নেই
"""""""'"""""""""""""""""""""""""""
ফটিকছড়ি প্রেসক্লাবের সম্মানিত সভাপতি সাংবাদিক সৈয়দ মো. মাসুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৩০ জুলাই রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত কয়েকদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আজ হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সৈয়দ মো. মাসুদ ছিলেন একজন জনপ্রিয় সাংবাদিক ও সমাজসেবক। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফটিকছড়ি প্রেসক্লাব, সাংবাদিক মহল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

দুই সপ্তাহ পর পাহাড়ে মিলল বুছা মিয়ার ম.র*দে*হ """"""""""""'''""""""""""""""""""চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউন...
30/07/2025

দুই সপ্তাহ পর পাহাড়ে মিলল
বুছা মিয়ার ম.র*দে*হ
""""""""""""'''""""""""""""""""""
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে আবু তাহের প্রকাশ বুছা মিয়া (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত ম'র'দে'হ উ'দ্ধা'র করেছে ভূজপুর থানা পুলিশ।

৩০ জুলাই (বুধবার) দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ হযরত সুন্দর শাহ (রহঃ) আস্তানা শরীফের পাশে পাহাড়ের চূড়া থেকে লাশটি উদ্ধার করে। নিহত আবু তাহের একই ইউনিয়নের হাঁপানিয়া বত্তারখিল এলাকার মৃত হাছি মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের প্রায় দুই সপ্তাহ আগে নিখোঁজ হন। পরিবার বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল আলম,ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির অর্ধগলিত ম,র,দে,হ উ,দ্ধা,র করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।”

পুলিশ ও স্থানীয়দের ধারণা, পাহাড়ি এলাকা হওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়তে দেরি হওয়ায় এতদিন লাশ শনাক্ত করা সম্ভব হয়নি।

29/07/2025

ফটিকছড়িতে প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের কোনো শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল আনতে পারবে না এবং মোটরসাইকেল চালিয়ে আসা যাবে না— এমন কঠোর নির্দেশনা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়র ইসমাইল হোসেন জামিনে মুক্ত।
24/06/2025

ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়র ইসমাইল হোসেন জামিনে মুক্ত।

মর্মা*ন্তি*ক সড়ক দু*র্ঘট*না*য় ঝরল ফটিকছড়ির এক যুবকের প্রাণ"""""""""""""""""""""""""""""""""""""""""""চট্টগ্রামের বায়েজিদ...
20/06/2025

মর্মা*ন্তি*ক সড়ক দু*র্ঘট*না*য় ঝরল ফটিকছড়ির
এক যুবকের প্রাণ
"""""""""""""""""""""""""""""""""""""""""""
চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে এক মর্মা*ন্তি*ক সড়ক দু*র্ঘট*না*য় নিহত হয়েছেন ফটিকছড়ির যুবক জুনায়েদ। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় এ দু.র্ঘ.ট.না ঘটে।

নিহত জুনায়েদ ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রফিক সওদাগর বাড়ির জাফর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জুনায়েদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃ*ত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জুনায়েদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

গ্রীডে সমস্যা কারণে ফটিকছড়ি ৩৩ কেভি বিদ্যুৎ লাইন বন্ধ রয়েছে, মেন্টেনেন্স কাজ চলতেছে.......জোনাল অফিস, ফটিকছড়ি।
17/05/2025

গ্রীডে সমস্যা কারণে ফটিকছড়ি ৩৩ কেভি বিদ্যুৎ লাইন বন্ধ রয়েছে, মেন্টেনেন্স কাজ চলতেছে.......

জোনাল অফিস, ফটিকছড়ি।

06/05/2025

পার্বত্য চট্টগ্রামে এরা কারা ; কিভাবে বাংলাদেশে প্রবেশ করেছে

রিপোর্ট : মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি।

28/08/2024

ফটিকছড়ি 'র নাজিরহাট সেন্ট্রাল পার্ক হাসপিটালে প্রসূতি মা'য়ের ভুল চিকিৎসার অভিযোগ। উত্তেজিত জনতার হাসপাতাল ভাংচুর।

26/08/2024

ব্রেকিং...
কর্ম বিরতিতে যাচ্ছে
পল্লী বিদ্যুতের প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী।
৪৮ ঘন্টার মধ্যে দেশে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা..!!!

20/08/2024

সুপ্রিয় ফটিকছড়িবাসী
অতিভারী বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে খাল সমূহ উপচে লোকালয়ে প্লাবিত হচ্ছে।

ধুরং খাল বিপদসীমা অতিক্রম করেছে
ফটিকছড়ি পৌর এলাকার জন্য প্রাথমিকভাবে ফটিকছড়ি সরকারি কলেজকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। প্রয়োজন অনুসারে আরো বাড়ানো হবে।

লেলাং ইউনিয়ন এলাকায় লেলাং খাল প্লাবিত হয়েছে। লেলাং ইউনিয়ন এ নিম্নবর্নিত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে-

১ গোপালগাটা উচ্চ বিদ্যালয় এম আর সি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮ নম্বর ওয়ার্ড
২ / মাইজভান্ডার আহমদীয়া উচ্চ বিদ্যালয় মাইজভান্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয়
৩ / শাহানগর ইসলামিয়া মাদ্রাসা ৪ ৫ ৬ নাম্বার ওয়ার্ড ৪ / লাল ফুল তোফায়েল আহমদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ ও ৩ নাম্বার ওয়ার্ড

ইউএনও ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম।

Address

Fatickchari
Chittagong
4350

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক ফটিকছড়ির কন্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share