03/10/2024
মহা পবিত্র উরুশ মোবারক, 🌙🌙❤️
আওলাদে রাসুল,আওলাদে গাউসে পাক,
হুজুর শায়খে আযম,মাখদুমুল উলামা,হযরত আল্লামা আলহাজ্ব সৈয়দ শাহ মোহাম্মদ ইজহার আশরাফ আল আশরাফী আল জিলানী (রা) ৩০ রবিউল আউয়াল।
সংক্ষিপ্ত হুজুর কেবলার পরিচিতি
৬ মহরম ১৩৫৫হিজরী মোতাবেক ১৯৩৫ খ্রিস্টাব্দে কাছাউছা শরীফে শুভ জন্মগ্রহণ করেন,
এ সময়ে তারপর দাদা কুতুবের রব্বানী শায়খুল মাশায়েখ মুরশিদুল আনাম আলা হযরত সৈয়দুনা আলি হোসেন আশরাফিমিয়া
(রহমাতুল্লাহ আলাই)মদিনা শরীফে ছিলেন,সৈয়দুনা আলা হযরত আশরাফীমিয়া (রহমাতুল্লাহ আলাই) রাওজা শরীফের সামনে দাড়িয়ে নাম রাখলেন সৈয়দ ইজহার আশরাফ,
তিনি প্রথম শিক্ষা লাভ করেন কাছাউছা শরীফের আশরাফীয়া মক্তবে, অতঃপর মুরাদাবাদের জামেয়া নইমিয়াতে,সর্বশেষ জামেয়া আশরাফীয়া মোবারকপুরে উচ্চশিক্ষা অর্জন করেন,শিক্ষা কাল সমাপ্ত করার পর ১৯৫৯ থেকে ১০৬০ পর্যন্ত তিনি জামিয়া নাইমিয়া মুরাদাবাদে সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে শিক্ষকের দায়িত্ব পালন করেন,
বায়ত ও খেলাফত,
তিনি তিনার বুজুর্গ পিতা আলে রাসুল আওলাদে গাউছে পাক ইমামে আহলে সুন্নাত হযরত আল্লামা আলহাজ্ব সৈয়দ শাহ মোহাম্মদ মুখতার আশরাফ আল আশরাফী আল জিলানী (রা) এর পবিত্র হাতে কাদেরীয়া চিশতিয়া তরিকায় বায়াত গ্রহণ করেন, অতঃপর সিলসিলায়ে মুয়ামমারীয়া, মনোয়ারিয়া,নকশাবন্দিয়া,সাহারওয়ারদিয়া আওয়ােসিয়ার খেলাফত ও ইজাজত লাভে ধন্য হন,
২ রা জানুয়ারি ১৯৯৭ নিজ পিতার ইন্তেকালের পরে তিনি সাজ্জাদানাশীল হন,
অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তার মধ্যে উল্লেখ্যযোগ্য,
১|জামে আশরাফ,উত্তর প্রদেশ ভারত,
২|আল জামিয়াতুল আশরাফীয়া ইজহারুল উলুম,নেপাল
৩|আল জামিয়াতুল আশরাফীয়া,করাচি,পাকিস্তান
৪|আল জামিয়াতুল আশরাফীয়া ইজহারুল উলুম আশুলিয়া ঢাকা বাংলাদেশ
৫| মাদ্রাসায়ে আশরাফী,আল কোরআন রিসার্চ সেন্টার ইউ কে সহ
সারা,বিশ্বে অসংখ্য, মসজিদ, মাদ্রাসা,খানকাহ প্রতিষ্ঠা করেন,
লেখনী
১| মাসনাবিয়ে রুমি ফার্সি থেকে উর্দু করেন,
২| ইজহারে আকিদাত সহ আর অনেক কিতাব,
ইসলাম প্রচারের জন্য,
ভারাত,বাংলাদেশ,পাকিস্তান,নেপাল,ভুটান,শ্রীলঙ্কা, মালদ্বীপ,সৌদি আরব,ইউকে দুবাই,লন্ডন,কানাডা, হল্যান্ড সহ বিশ্বে ৬২টি দেশ ভ্রমণ করেন, দিনের এই মহান দিকপাল,কোটি কোটি আশেক মুরিদান কে শোক সাগরে ভাসায় দিয়ে
২২ ফেব্রুয়ারি ২০১২ ইং তারিখে আপন রবের ডাকে সাড়াদেন, হুজুরের জানাজার নামাজের ইমামতি করেন বর্তমান গদ্দিনাশিন পীর সাহেব,তিনার বড় সাহেব জাদা আওলাদে রাসুল আওলাদে গাউসে পাক হুজুর কায়দে মিল্লাত হযরত আল্লামা আলহাজ্ব মুফতি সৈয়দ শাহ মোহাম্মদ মাহমুদ আশরাফ আল আশরাফী আল জিলানী (মাঃজিঃআঃ)জানাজা শেষে হুজুর কে কাছাউছা শরীফ খানকাহে আলিয়া আশরাফীয়া হাসানিয়া সারকারে কালাঁর পাশে,তিনার পিতার কদমে আরাম করছেন,মহান আল্লাহ পাক হুজুরের রুহানি ফয়েজ আমাদের কে দান করুক আমিন।
-------------------★★★----------------