Astana-E-Ashrafia Halimiya,Darbar,Chittagong

Astana-E-Ashrafia Halimiya,Darbar,Chittagong All Update Ashrafiya community & Ahseke Rasul (s:w:s)

12/10/2025

#আশরাফী_ফুল Astana-E-Ashrafia Halimiya,Darbar,Chittagong

07/10/2025

#আশরাফী_ফুল 🌹🌹🌹❤️❤️ faizan Ashraf 🥰❣️💔❤️🌹 Astana-E-Ashrafia Halimiya,Darbar,Chittagong

 #শায়খ_এ_আজম_সৈয়দ_ইজহার_আশরাফ_আশরাফি_আল_জিলানী দক্ষিণ এশিয়ায় ইসলাম ও সুফিবাদের প্রচার ও প্রসারে, যে সকল মুসলিম মনীষী  অভ...
26/10/2024

#শায়খ_এ_আজম_সৈয়দ_ইজহার_আশরাফ_আশরাফি_আল_জিলানী
দক্ষিণ এশিয়ায় ইসলাম ও সুফিবাদের প্রচার ও প্রসারে, যে সকল মুসলিম মনীষী অভূতপূর্ব অবদান রেখেছেন তাদের মধ্যে শায়খ এ আজম সৈয়দ শাহ্ ইজহার আশরাফ আশরাফি আল জিলানী (রহঃ) অন্যতম।

সৈয়দ ইজহার আশরাফ জিলানী (রহঃ) ১৯৩৪ সালে ভারতের কিছৌওছা শরীফে জন্মগ্রহণ করেন। তাঁর সম্মানিত পিতা হলেন জগদ্বিখ্যাত সারকারে কাঁলা সৈয়দ মুখতার আশরাফ জিলানী (রহঃ)।

শায়খ এ আজম (রহঃ) মাতুরিদি মতবিশ্বাসী ছিলেন এবং তিনি মহানবী (সাঃ) ৩৮ তম উত্তরসূরি ও মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রাদিঃ) আধ্যাত্নিক সন্তানগণের মধ্যে অন্যতম, এছাড়া শায়খ এ আজম (রহঃ) নিজের জীবদ্দশায় নানা গঠনমূলক ও অসংখ্য ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে একজন ইসলামি শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে তাঁর বহিঃপ্রকাশ ঘটে। তিনি ২জানুয়ারি ১৯৯৭ সালে খানকাহ আলিয়া আশরাফিয়া হাসানিয়া সারকারে কাঁলার সাহিব এ সাজ্জাদাহ(প্রধান) নিযুক্ত হন।

তিনি অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তাঁর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো মাদ্রাসা মুখতার উল উলূম চিরাইয়া চক, বাইসি পূর্ণিয়া জেলা , বিহার,মাদ্রাসা আশরাফিয়া ইজহারুললুম বাহাদুরগঞ্জ , কিষাণগঞ্জ জেলা , বিহার,মাদ্রাসা আশরাফিয়া ইজহারুললুম খুশামাদপুরা মালেগাঁও জেলা, মহারাষ্ট্রে,মাদ্রাসা আশরাফিয়া গুলশানে কবির ভাগলপুর , বিহার।
শায়খ এ আজম (রহঃ) ১৯৯৫ সালে মুখতার আশরাফ লাইব্রেরি প্রতিষ্ঠা করেন যা ১৯৯৮সালে সম্পূর্ণতা লাভ পায়। এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম লাইব্রেরি।

শায়খ এ আজম (রহঃ) এর ইসলামি সাহিত্য ও মানকাবাত, নাঁত, ও গজলের প্রতি অনেক আগ্রহ ছিলো তাঁর এই সমস্ত লেখুনিগুলো সংকলন করে ইজহারে আকিদাত নামক একটি পুস্তক আকারে প্রকাশ করা হয়।

ইসলামি জ্ঞানের প্রতিটি শাখায় তাঁর অগাধ বুৎপত্তি ছিলো। তিনি বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণ করে নানা অনুপ্রেরণামূলক বক্তব্য / নসিহতের মাধ্যমে মানুষকে ইসলামের পথে নিয়ে আসেন ও সুফিবাদ বিরোধী শক্তিদের সকল বিভ্রান্তি ও কুচক্রান্ত দূরীকরণ করেন।
এই মহামানব ২২ ফেব্রুয়ারি ২০১২ সালে মহান আল্লাহর সান্নিধ্যে গমন করেন।

✍🏼লেখকঃতৌসিফ রেজা আশরাফি।

প্রচারেঃ Astana-E-Ashrafia Halimiya,Darbar,Chittagong

 োবারকসুলতানুল মাশায়েখ মাহবুবে ইলাহী হযরত সৈয়্যদ খাজা নিজামউদ্দিন আউলিয়া (আলাইহির রাহমাহ) উনার পূর্বপুরুষগণ বোখারার অ...
24/10/2024

োবারক
সুলতানুল মাশায়েখ মাহবুবে ইলাহী হযরত সৈয়্যদ খাজা নিজামউদ্দিন আউলিয়া (আলাইহির রাহমাহ) উনার পূর্বপুরুষগণ বোখারার অধিবাসী ছিলেন। উনারা লাহোর হতে বাদায়ুন তাশরিফ নিয়ে আসেন। তিনি বাদায়ুনেই ৬৩৪ হিজরিতে জন্মগ্রহণ করেন। সেখানেই শিক্ষাগ্রহণ করেন এবং ১৬ (ষোল) বছর বয়সে দিল্লী তাশরিফ নিয়ে আসেন। সেখানে তিনি তালক্বিন ও শিক্ষাদানের মধ্যে ব্যস্ত থাকতেন। অতঃপর তিনি পাক-পাটান শরীফ তাশরিফ নিয়ে আসেন এবং হযরত খাজা ফরিদুদ্দীন গঞ্জেশকর (রহ:) এর নিকট বায়াত গ্রহণ করেন । মারেফাত ও তাছাউফের সমস্ত ধাপ পরিপূর্ণ করার পর বাবা গঞ্জেশকর ( রহ: ) বলেন, “ হে নিজাম ! যাও এবং ভারতবর্ষ নিয়ে নাও। আমি তোমাকে আল্লাহর নিকট সমর্পন করলাম এবং এই রাজ্যকে তোমার হাতে দিয়ে দিলাম। মাহবুবে ইলাহী এর সত্তা এমন পবিত্র সত্তা যা চিশতিয়া সিলসিলাকে চিরস্থায়ী জীবন দান করেন। উনি এবং উনার সম্মানীত খলিফাগনই দুনিয়ার পূর্ব হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত সুশৃঙ্খলভাবে হেদায়াত ও দ্বীনের প্রচারের মাধ্যমে খাজা গরীবে নেওয়াজ ( আলাইহির রাহমাহ) এর মিশনকে সর্বোচ্চ পর্যায়ে পৌছান। তিনি ৭২৫ হিজরী দিল্লীতে ইন্তেকাল করেন। আজ নয়াদিল্লীর চমৎকার এলাকাটি “বাস্তিয়ে হযরত নিজামুদ্দীন” নামে পরিচিত। যেখানে উনার পবিত্র মাযার শরীফ অবস্থিত সে স্থানটি সমগ্র সৃষ্টি জগতের জিয়ারতের কেন্দ্রস্থল হয়ে রয়েছে। উনার উরস মোবারক প্রতি বছর রবিউস ছানি মাসের ১৭, ১৮, ১৯ ও ২০ তারিখে অনুষ্ঠিত হয়।

21/10/2024

Astana-E-Ashrafia Halimiya,Darbar,Chittagong 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

মহা পবিত্র উরুশ মোবারক, 🌙🌙❤️আওলাদে রাসুল,আওলাদে গাউসে পাক, হুজুর শায়খে আযম,মাখদুমুল উলামা,হযরত আল্লামা আলহাজ্ব সৈয়দ শাহ...
03/10/2024

মহা পবিত্র উরুশ মোবারক, 🌙🌙❤️
আওলাদে রাসুল,আওলাদে গাউসে পাক,
হুজুর শায়খে আযম,মাখদুমুল উলামা,হযরত আল্লামা আলহাজ্ব সৈয়দ শাহ মোহাম্মদ ইজহার আশরাফ আল আশরাফী আল জিলানী (রা) ৩০ রবিউল আউয়াল।
সংক্ষিপ্ত হুজুর কেবলার পরিচিতি
৬ মহরম ১৩৫৫হিজরী মোতাবেক ১৯৩৫ খ্রিস্টাব্দে কাছাউছা শরীফে শুভ জন্মগ্রহণ করেন,
এ সময়ে তারপর দাদা কুতুবের রব্বানী শায়খুল মাশায়েখ মুরশিদুল আনাম আলা হযরত সৈয়দুনা আলি হোসেন আশরাফিমিয়া
(রহমাতুল্লাহ আলাই)মদিনা শরীফে ছিলেন,সৈয়দুনা আলা হযরত আশরাফীমিয়া (রহমাতুল্লাহ আলাই) রাওজা শরীফের সামনে দাড়িয়ে নাম রাখলেন সৈয়দ ইজহার আশরাফ,
তিনি প্রথম শিক্ষা লাভ করেন কাছাউছা শরীফের আশরাফীয়া মক্তবে, অতঃপর মুরাদাবাদের জামেয়া নইমিয়াতে,সর্বশেষ জামেয়া আশরাফীয়া মোবারকপুরে উচ্চশিক্ষা অর্জন করেন,শিক্ষা কাল সমাপ্ত করার পর ১৯৫৯ থেকে ১০৬০ পর্যন্ত তিনি জামিয়া নাইমিয়া মুরাদাবাদে সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে শিক্ষকের দায়িত্ব পালন করেন,
বায়ত ও খেলাফত,
তিনি তিনার বুজুর্গ পিতা আলে রাসুল আওলাদে গাউছে পাক ইমামে আহলে সুন্নাত হযরত আল্লামা আলহাজ্ব সৈয়দ শাহ মোহাম্মদ মুখতার আশরাফ আল আশরাফী আল জিলানী (রা) এর পবিত্র হাতে কাদেরীয়া চিশতিয়া তরিকায় বায়াত গ্রহণ করেন, অতঃপর সিলসিলায়ে মুয়ামমারীয়া, মনোয়ারিয়া,নকশাবন্দিয়া,সাহারওয়ারদিয়া আওয়ােসিয়ার খেলাফত ও ইজাজত লাভে ধন্য হন,
২ রা জানুয়ারি ১৯৯৭ নিজ পিতার ইন্তেকালের পরে তিনি সাজ্জাদানাশীল হন,
অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তার মধ্যে উল্লেখ্যযোগ্য,
১|জামে আশরাফ,উত্তর প্রদেশ ভারত,
২|আল জামিয়াতুল আশরাফীয়া ইজহারুল উলুম,নেপাল
৩|আল জামিয়াতুল আশরাফীয়া,করাচি,পাকিস্তান
৪|আল জামিয়াতুল আশরাফীয়া ইজহারুল উলুম আশুলিয়া ঢাকা বাংলাদেশ
৫| মাদ্রাসায়ে আশরাফী,আল কোরআন রিসার্চ সেন্টার ইউ কে সহ
সারা,বিশ্বে অসংখ্য, মসজিদ, মাদ্রাসা,খানকাহ প্রতিষ্ঠা করেন,
লেখনী
১| মাসনাবিয়ে রুমি ফার্সি থেকে উর্দু করেন,
২| ইজহারে আকিদাত সহ আর অনেক কিতাব,
ইসলাম প্রচারের জন্য,
ভারাত,বাংলাদেশ,পাকিস্তান,নেপাল,ভুটান,শ্রীলঙ্কা, মালদ্বীপ,সৌদি আরব,ইউকে দুবাই,লন্ডন,কানাডা, হল্যান্ড সহ বিশ্বে ৬২টি দেশ ভ্রমণ করেন, দিনের এই মহান দিকপাল,কোটি কোটি আশেক মুরিদান কে শোক সাগরে ভাসায় দিয়ে
২২ ফেব্রুয়ারি ২০১২ ইং তারিখে আপন রবের ডাকে সাড়াদেন, হুজুরের জানাজার নামাজের ইমামতি করেন বর্তমান গদ্দিনাশিন পীর সাহেব,তিনার বড় সাহেব জাদা আওলাদে রাসুল আওলাদে গাউসে পাক হুজুর কায়দে মিল্লাত হযরত আল্লামা আলহাজ্ব মুফতি সৈয়দ শাহ মোহাম্মদ মাহমুদ আশরাফ আল আশরাফী আল জিলানী (মাঃজিঃআঃ)জানাজা শেষে হুজুর কে কাছাউছা শরীফ খানকাহে আলিয়া আশরাফীয়া হাসানিয়া সারকারে কালাঁর পাশে,তিনার পিতার কদমে আরাম করছেন,মহান আল্লাহ পাক হুজুরের রুহানি ফয়েজ আমাদের কে দান করুক আমিন।
-------------------★★★----------------

02/08/2024

Urs_e_makdoomi 💕❤️❤️

🔶৬৩৮ তম পবিএ উরস মুবারক 🔶🌺🌺🔷উরসে মাখদুমী🔷🌺🌺 গাউসুল আলম, কুদওয়াতু সালিকীন, তারিকুস সালতানাত, মাহবুবে ইয়াযদানী, মীর আওহাদু...
01/08/2024

🔶৬৩৮ তম পবিএ উরস মুবারক 🔶
🌺🌺🔷উরসে মাখদুমী🔷🌺🌺


গাউসুল আলম, কুদওয়াতু সালিকীন, তারিকুস সালতানাত, মাহবুবে ইয়াযদানী, মীর আওহাদুদ্দীন,
সাইয়্যেদ মাখদুৃম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রাঃ)
🔶৬৩৭ তম পবিএ উরস মুবারক 🔶
🔷উরসে মাখদুমী🔷

আগামী ২৮শে মহররম
উক্ত উরস মোবারকের আগত আসেক ভক্ত মুরিদান সহ বিশেষ মোনাজাত এর মাধ্যমে সপ্তাহ হবে পবিত্র উরসে মাখদুমী।।

🔷মোনাজাত পরিচালনা করবেন--
আলে রাসূল (দঃ), আওলাদে গাউসে পাক (রাঃ), হুজুর কায়েদে মিল্লাদ, হযরতুল আল্লামা আবুল মুখতার, সাইয়্যেদ শাহ মুহাম্মদ মাহমুদ আশরাফ আল আশরাফী (মাঃজিঃআঃ)
সাজ্জাদানশীন -
কাছাউছা দরবার শরীফ, উওর প্রদেশ ভারত।।
প্রচারে:- Astana-E-AshrAstana-E-Ashrafia Halimiya,Darbar,ChittagongoHighlight@followers

আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ।অতি শীঘ্রই বাংলাদেশে আগমন করবেন আমাদের প্রানপ্রিয় হুযুর কেবলা ক্বায়েদে মিল্লাত শা...
06/07/2024

আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ।
অতি শীঘ্রই বাংলাদেশে আগমন করবেন আমাদের প্রানপ্রিয় হুযুর কেবলা ক্বায়েদে মিল্লাত শাহ সৈয়্যদ মুহাম্মাদ মাহমুদ আশরাফ আশরাফী আল জিলানী মুদ্দা যিল্লুহুল আলী।
সাহেবে সাজ্জাদা, কিছাউছা দরবার শরীফ, উত্তর প্রদেশ, ভারত।
তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ৪০তম বংশধর ও গাউসে পাক হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর ২৭ তম বংশধর। উনার এই সংক্ষিপ্ত সফরে উনি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সৈয়দপুর এবং অষ্টগ্রাম সফর করার ইচ্ছা ব্যক্ত করেছেন।বাংলাদেশের সকল আশরাফী ভাইয়েরা উনার সঙ্গে সাক্ষাতের জন্য "আঞ্জুমান এ আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট" এর সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন। ইনশা আল্লাহ।
💘
❤️❤️
@@-Ul-Ulama Hazrat Allama Peer Syed Mohammad Noorani Ashraf Al JilaniAAstana-E-Ashrafia Halimiya,Darbar,Chittagong️❤️💘🌹🌹🌹

Address

Chittagong
4043

Alerts

Be the first to know and let us send you an email when Astana-E-Ashrafia Halimiya,Darbar,Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share