05/12/2025
পদ্মদীঘির শান্ত জলে তোমার হাত ধরে ভেসে চলা, এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। জীবনের স্রোতে তুমিই আমার বৈঠা, আর ভালোবাসাই আমাদের গন্তব্য। তোমার পাশে প্রতিটি মুহূর্তই যেন এক রূপকথার গল্প। ভালবাসার ছোঁয়ায় চিরকাল এভাবেই অটুট থাকুক।