Pratim Barua

Pratim Barua This is my new page inspired by you. এটা আমার সম্পূর্ণ নিজস্ব একটি পেইজ। এই পেইজে আপনাদের সহযোগিতা কামনা করছি।
(1)

This page contains romantic, horror, thriller stories, along with poetry, travel information about different places, and other fun vlogs.

18/08/2025

আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতে

14/08/2025

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন

দূর দিগন্তে মেঘেরা আজ গল্প আঁকেনীল আকাশে সাদা তুলো ভাসে আলতো হাওয়ায়।জলরাশি নীরব, তবু তার ঢেউয়ের চোখে,যেন অচেনা গান বাজে ...
13/08/2025

দূর দিগন্তে মেঘেরা আজ গল্প আঁকে
নীল আকাশে সাদা তুলো ভাসে আলতো হাওয়ায়।
জলরাশি নীরব, তবু তার ঢেউয়ের চোখে,
যেন অচেনা গান বাজে অজানা বেলাভূমায়।

চাকার ধুলো থেমে গেছে এক নিমেষে,
হালকা রোদ জমেছে নীরব উষ্ণতায়।
আমি দাঁড়িয়ে, পায়ের নিচে সাদা বালুর বিস্তার
মনে প্রশ্ন, এই পথ শেষ হবে কোন ছায়ায়?

লেখা: প্রতিম বড়ুয়া
Location: বটতলী রোড, পালংখালী, কক্সবাজার।
PC: Nazrul Islam Bablu

তোমার জন্য অপেক্ষাসন্ধ্যার আকাশে জমে ওঠে মেঘ,আর আমি দাঁড়িয়ে থাকি… তোমার দিকেই মুখ করে।সমুদ্র বলে, “সে আসবে কি?”আমি শুধু ...
31/07/2025

তোমার জন্য অপেক্ষা

সন্ধ্যার আকাশে জমে ওঠে মেঘ,
আর আমি দাঁড়িয়ে থাকি… তোমার দিকেই মুখ করে।
সমুদ্র বলে, “সে আসবে কি?”
আমি শুধু হেসে বলি, “আসবে… একটু দেরি হয়তো হবে।”

হাওয়ার সাথে আজ কথা হয়নি,
শুধু চোখে জমে থাকা প্রশ্নগুলো উড়ে যাচ্ছে দিগন্তে।
সবাই ব্যস্ত, চারপাশে কোলাহল,
তবু আমি একা… একান্তভাবে তোমার জন্য সংরক্ষিত।

পায়ের নিচে ভেজা বালি,
তাতে রেখেছি কিছু কথা
যদি তুমি আসো, যেন পায়ে লেগে পড়ে বুঝে ফেলো
আমি কতখানি অপেক্ষা করেছি।

আকাশ অন্ধকার করে আসে,
সমুদ্রের ঢেউও যেন ক্লান্ত।
তবু আমার চোখে ক্লান্তি নেই,
তোমার প্রতিশ্রুতি যে এখনো বুকে বাজে।

তুমি আসবে, এই বিশ্বাসেই দাঁড়িয়ে আছি,
সমুদ্রের কিনারে,
একটা নামহীন সন্ধ্যায়…
শুধু তোমার জন্য অপেক্ষায়।

লেখা: প্রতিম বড়ুয়া
Location: Inani Sea Beach, Cox's Bazar
PC: Nazrul Islam Bablu

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Pratim Barua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share