
10/09/2025
শিবিরের বিউটিটা এখানেই।
সারাদিন কেন্দ্রীয় সভাপতি নাই।
কোন প্রভাব বিস্তারের প্রয়োজন নাই।
নিজ বাহিনীর উপর কনফিডেন্ট লেবেল কোন পর্যায়ে হলে এ রকমটা হয় বুঝা যায়?
বিজয়ের খবরে কেন্দ্রীয় সভাপতি এসে সেনাপতিকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে বুকে টেনে নেন, অশ্রুসিক্ত হন।
আর সেনাপতি দাঁড়িয়ে যান সিজদায় তার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে।
আল্লাহ এই শিবিরকে এই দেশের জন্য কবুল করো মাবুদ।
শিবিরের অভ্যন্তরীণ হাজারো সৌন্দর্যগুলো এভাবে জাতির সামনে উন্মোচিত করে দাও।