Chittagong Fun Express / চট্টগ্রাম ফান এক্সপ্রেস

Chittagong Fun Express / চট্টগ্রাম ফান এক্সপ্রেস চট্টগ্রামের ভাষায় মজার ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন
পেইজ-অত লাইক দিয়েরে এক্টিভ তাহন

ইরানের হৃদয়ে পৌঁছে যাওয়া নারী গুপ্তচর… স্ত্রীদের জিভে স্বামীদের মৃত্যুর ফাঁদ!ক্যাথরিন পেরেজ শকদাম—একজন ফরাসি তরুণী।ইসল...
17/06/2025

ইরানের হৃদয়ে পৌঁছে যাওয়া নারী গুপ্তচর… স্ত্রীদের জিভে স্বামীদের মৃত্যুর ফাঁদ!

ক্যাথরিন পেরেজ শকদাম—একজন ফরাসি তরুণী।
ইসলাম গ্রহণ করেছিলেন, এবং নিজেকে শিয়াপন্থী বলে ঘোষণা করেছিলেন।
তিনি ইরানি বিপ্লবের প্রশংসা করেন, “বিলায়তে ফকিহ” এর সমর্থনে লেখালিখি করেন,
এমনকি তাঁর প্রবন্ধ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের ওয়েবসাইটেও প্রকাশিত হয়।

কিন্তু এই মুখোশের আড়ালে… ছিল মোসাদের নজরদারি।

ক্যাথরিন ছিলেন না কোনো সাধারণ গুপ্তচর।
তিনি ইরানে প্রবেশ করেছিলেন লেখিকা, সাংবাদিক ও চিন্তাবিদ হিসেবে।
রাজনীতিবিদদের ঘনিষ্ঠ হন, রেভল্যুশনারি গার্ডের সঙ্গে বসেন,
এমনকি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সঙ্গেও সাক্ষাৎ করেন।
“গবেষণার অজুহাতে” তিনি সংবেদনশীল অনেক এলাকাও পরিদর্শন করেন।

কিন্তু সবচেয়ে বিপজ্জনক ছিল নারী মহলে তার প্রবেশ।

তিনি উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।
তাদের বিশ্বাস অর্জন করেন, যেন তিনিও তাদের একজন।
আর তারাই খোলামেলা বলতেন—স্বামীদের কাজ, থাকার স্থান, ভ্রমণের সময়সূচি, দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে।

প্রতিটি কথা রেকর্ড হতো,
প্রতিটি তথ্য পাঠানো হতো বাইরে।

এই তথ্যগুলোর ভিত্তিতেই নির্ধারণ করা হতো লক্ষ্যবস্তু,
তারপর একে একে সংঘটিত হতো হত্যাকাণ্ড…
নারীদের মুখে বলা নিষ্পাপ কথাগুলোই হয়ে উঠেছিল তাদের স্বামীদের মৃত্যুর কারণ।

যখন তার প্রতি সন্দেহ দেখা দেয়,
তিনি ইরান ছেড়ে চলে যান—ঠিক সময়ে, দরজা বন্ধ হওয়ার আগেই।
কিন্তু ততক্ষণে তিনি তার কাজ শেষ করে ফেলেছেন।
ইরানের ওপর ভয়ানক আঘাত হেনেছেন, যার রেশ এখনও রয়ে গেছে।

এই সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করেই
ইসরায়েল এখনো পরিচালনা করছে একের পর এক নিখুঁত অভিযান,
যার মূল উৎস—ক্যাথরিনের হাত ধরে ঘর থেকেই পাওয়া গোপন তথ্য।

এটা কেবল একটি গুপ্তচর কাহিনি নয়…
এটা একটি রাষ্ট্র-স্তরের নিরাপত্তা বিপর্যয়।

আজকের এই ছায়াযুদ্ধে—
গুলির আওয়াজ শোনা যায় না,
বরং হত্যা ঘটে—একটি নারীমহলের শান্ত আলাপচারিতায়।

সমুদ্র আর আমি—দুজনেই অনেক কিছু বলি না, তবু অনেক কিছু বোঝাতে পারি। আমার নীরবতায় যেমন শব্দের অভাব নেই, তেমনি সমুদ্রের ঢেউও...
16/06/2025

সমুদ্র আর আমি—দুজনেই অনেক কিছু বলি না, তবু অনেক কিছু বোঝাতে পারি। আমার নীরবতায় যেমন শব্দের অভাব নেই, তেমনি সমুদ্রের ঢেউও প্রতিটি স্পর্শে গল্প বলে। মাঝে মাঝে নিজেকে খুঁজতে সমুদ্রের পাড়ে আসি। যেন নিজের ভেতরের আলো-অন্ধকারকে বুঝতে পারি। কারণ, আমি জানি… সমুদ্রের মতোই আমার মন—গভীর, বিশাল আর রহস্যে ভরা।

হাক্কু যে খুশি 😍😍😍
03/06/2025

হাক্কু যে খুশি 😍😍😍

আহা ভালোবাসা ☺️
02/06/2025

আহা ভালোবাসা ☺️

গরু বাইক 😂 কোরবানি স্পেশাল  #গরু  #গরুর    #কোরবান
01/06/2025

গরু বাইক 😂 কোরবানি স্পেশাল

#গরু #গরুর #কোরবান

কালুরঘাট ব্রীজের নিচে হালদা নদীতে এই মাএ ধরা পরেছে
31/05/2025

কালুরঘাট ব্রীজের নিচে হালদা নদীতে এই মাএ ধরা পরেছে

অঅক্সিজেন মোড়ে বাশ সহ ট্রাক আকাশের উদ্দ্যেশ্যে রওনা দিল
31/05/2025

অঅক্সিজেন মোড়ে বাশ সহ ট্রাক আকাশের উদ্দ্যেশ্যে রওনা দিল

30/05/2025
এই ছবি থেকে যা ইনকাম হবে তা কাউকে না কাউকে দিয়ে দিতাম,কিন্তু আমার Page এ Monetisation নাই😂
28/05/2025

এই ছবি থেকে যা ইনকাম হবে তা কাউকে না কাউকে দিয়ে দিতাম,কিন্তু আমার Page এ Monetisation নাই😂

চিন্তার বিষয় 🫠🫠
25/05/2025

চিন্তার বিষয় 🫠🫠

সান্ডা বিরিয়ানি  😂Sanda Biriyani  #সান্ডা    #সানডা
23/05/2025

সান্ডা বিরিয়ানি 😂Sanda Biriyani

#সান্ডা #সানডা

22/05/2025

মা-বাবার প্রতি ভালোবাসা

Naim IL Dalim Chowdhury Moshrof Hussein Mahamud

#মা #বাবার

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong Fun Express / চট্টগ্রাম ফান এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share