Bild Your Career With Freelancing

Bild Your Career With Freelancing Freelancer of Digital Marketing

26/05/2022
🎉🎉ইচ্ছা থাকলে উপায় হয়!!আর আমরা শুধু অজুহাত খুঁজতে পছন্দ করি।কিছু মানুষের  কম্পিউটার ল্যাপটপ থাকা সত্ত্বেও শুরু করতে পা...
12/10/2021

🎉🎉ইচ্ছা থাকলে উপায় হয়!!
আর আমরা শুধু অজুহাত খুঁজতে পছন্দ করি।
কিছু মানুষের কম্পিউটার ল্যাপটপ থাকা সত্ত্বেও শুরু করতে পারে না,আর এদিকে কম্পিউটার না থাকা সত্বেও যে ভাইটি মোবাইল দিয়ে কম্পিউটার বানিয়ে ফ্রিল্যান্সিং শুরু করেছে,,, আবার অনেকে মোবাইলে ফ্রিল্যান্সিং করে ইন্টার্নেশনাল মার্কেটপ্লেসে কাজ করছে,,😱😱
এতেই প্রমাণিত হয় যে,🌀 ইচ্ছাশক্তি হল মানুষের সফলতার পিছনে অনেক বড় একটি মোটিভেশন।👍
ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী আছেন কিন্তু সঠিক সিধান্ত নিতে পারছেন না, আবার অনেকেই কনফিউজ ফ্রিল্যান্সিংয়ে, ফ্রিল্যান্সিংয়ের প্রশ্নোত্তর নিয়ে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে আমরা আপনার জন্য নিয়ে আসছি বিরাট একটি ম্যাগা সেমিনার।।
আগ্রহীরা শীঘ্র ই ইনবক্স করুন এবং সেমিনারে অংশগ্রহণের প্রস্তুতি নিন।।
যত সময় নিয়ে সিদ্ধান্ত নিতে যাবেন,তত আপনার অযুহাত আসবে।
ফোনটাকে ফোন ভাবলে ভুল হবে কারন একটা ফোন আপনার হাতের মুঠোয় থাকা মানে অনেক জ্ঞানের ভান্ডার থাকা😊
creativity is your plan is your so do some amazing and achieve your success.🌷🌷

 #ফ্রিল্যান্সিং_করে_কত_টাকা_আয়_করা_যায়ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করতে পারবেন সেটা আপনার কাজের দক্ষতা (Skill) এর উপর ডি...
09/10/2021

#ফ্রিল্যান্সিং_করে_কত_টাকা_আয়_করা_যায়
ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করতে পারবেন সেটা আপনার কাজের দক্ষতা (Skill) এর উপর ডিপেন্ড করবে। আপনার কাজের কোয়ালিটি যত ভালো হবে, আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে তত বেশি কাজ পাবেন এবং যত বেশি কাজ পাবেন তত বেশি টাকা আয় করতে পারবেন। এখানে আপনার দক্ষতা দিয়ে যোগ্যতা প্রমান করে কাজের মাধ্যমে ডলার আয় করার পরিমান বৃদ্ধি করে নিতে হবে।
সাধারণত ফ্রিল্যান্সাররা ঘন্টা, দিন ও সপ্তাহ হিসেবে কন্ট্রাকের মাধ্যমে টাকা আয় করে। এ ক্ষেত্রে ফ্রিল্যান্সিং মার্কেটে যার অবস্থান যত ভালো, সে তত বেশি কাজ পায় এবং বেশি টাকা আয় করতে পারে।
মোট কথা ফ্রিল্যান্সিং মার্কেটে আপনার যোগ্যতার যত প্রমান দিতে পারবেন, আপনি ফ্রিল্যান্সিং করে তত বেশি টাকা আয় করতে পারবেন।
আমাদের দেশে অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার রয়েছে যারা প্রতি মাসে ৩ থেকে ৫ লক্ষ টাকা ইনকাম করছে। তাছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার আছে, যারা প্রতি মাসে ৪/৫ লক্ষ টাকা আয় করে।

🟢 সবাই শুধু ফ্রিল্যান্সারদের সফলতা দেখে, অনেকে মনে করে যে একদিনে সে লাখ টাকার অপরচ্যুনিটি পেয়েছে।🟢 একজন সফল ফ্রিল্যান্সা...
09/10/2021

🟢 সবাই শুধু ফ্রিল্যান্সারদের সফলতা দেখে, অনেকে মনে করে যে একদিনে সে লাখ টাকার অপরচ্যুনিটি পেয়েছে।
🟢 একজন সফল ফ্রিল্যান্সার মাসে লাখ টাকা ইনকাম করে, এটা দেখে অনেকে ফ্রিল্যান্সিং শিখতে এসে ১-২ মাসে হতাশ হয়ে যায়। মনে করে তার দ্বারা হবে না। এই ভেবে কাজ ছেড়ে দেয়।
এতে কার হয়?
👉 যে হতাশ হয়ে কাজ ছেড়ে দেয়, এতে তার কাজ শিখা হয় না আর কোর্স ফি টা জলে যায়।
পরবর্তীতে সে ওই প্রতিষ্ঠানকে নিয়ে বদনাম করে।
🟢 এটা সত্যি যে একজন সফল ফ্রিল্যান্সার তার স্কিল অনুযায়ী মাসে লাখ টাকা আয় করে। এই ৬ ডিজিটের টাকা ইনকাম করতে তার কি পরিমান ধৈর্য্যের পরীক্ষা দিতে হয় এবং কি পরিমান পরিশ্রম করতে হয় একমাত্র সেই ফ্রিল্যান্সার বুঝে।
🟢 আর বাকিরা মনে করে সারাদিন ঘরে বসে অযথা মোবাইল / কম্পিউটার/ ল্যাপটপ চালায়।
👉 একজন সফল ফ্রিল্যান্সার একটা স্বাধীন লাইফ ইনজয় করে কিন্ত তার আগে নিজেকে পরাধীন ভেবে স্কিল অর্জন করার জন্য কাজ শিখতে হবে।
পরিশ্রম ছাড়া সফলতা এবং আগুন ছাড়া রান্না করা একই কথা

06/10/2021

🔷 কিভাবে 🤷 একটি সঠিক ইনস্টিটিউট নির্ধারণ করবেন?
🔹 কোনো বিষয়ে দক্ষতা গড়ে তুলতে হলে আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে সঠিক প্রতিষ্ঠান। কিন্তু কিভাবে আপনি বুঝবেন 🤔 কোনটি সঠিক প্রতিষ্ঠান? এ বিষয়টি কিন্তু সহজেই বুঝে নিতে পারবেন কিছু বিষয় বিবেচনায় 🧐 আনলে।
🔹 যেমন-
⭕ প্রতিষ্ঠানটি কত বছর ধরে সফলতার সাথে কাজ 🧑‍💻 করছে
⭕ প্রতিষ্ঠানের ট্রেইনারদের 🧑‍🏫 বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা
⭕ প্রতিষ্ঠানের প্রাক্তন প্রশিণার্থীদের 🧑‍🎓 সাকসেস রেট ও তাদের অভিজ্ঞতা
⭕ প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে কিছু বিষয় পর্যবেক্ষণ করা। যেমন:- তাদের ব্যবহার, ক্লাসের অবস্থা,মডিউল a আনা উচিত। নতুবা মূল্যবান সময় 🕰️ ও অর্থের 💵 অপচয় নিশ্চিত।
⚕️ এছাড়া যে কোন তথ্য জানতে,✉ ইনবক্স করুন।




_it_institute

🎊  সফল ফ্রিল্যান্সার  🎊💰 এবার সফল হবেন আপনিও! 💰যদি আপনিও চান ভাগ্যের চাকা ঘুরিয়ে সফলতার দারপ্রান্তে পৌঁছাতে, তাহলে দক্ষত...
01/10/2021

🎊 সফল ফ্রিল্যান্সার 🎊
💰 এবার সফল হবেন আপনিও! 💰
যদি আপনিও চান ভাগ্যের চাকা ঘুরিয়ে সফলতার দারপ্রান্তে পৌঁছাতে, তাহলে দক্ষতার সাথে অর্জন করুন অভিজ্ঞতা। আর অভিজ্ঞতা কেবল অভিজ্ঞ ব্যাক্তিদের কাছ থেকেই পাওয়া সম্ভব 😉।
শুধুমাত্র প্রযুক্তি কে জানলেই হবে না, সেই সাথে জানা প্রয়োজন প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং বিশেষ কিছু পন্থা অবলম্বন করে কিভাবে সফল হওয়া যায় 🕴🏻।
আর তাই আপনাদের আধুনিক প্রযুক্তির অন্যতম দুটি বিষয় গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং এ পরিপূর্ণ জ্ঞান প্রদান করে আন্তর্জাতিক এবং জাতীয় কর্মক্ষেত্রগুলোতে কিভাবে কর্মসংস্থান করতে পারবেন তার উপর এক বিশেষ প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হয়েছে।
বর্তমানে মার্কেটপ্লেসগুলোতে সফলতার সাথে কাজ করে যাওয়া অভিজ্ঞ প্রশিক্ষকদের সহযোগীতায় আমরা এই আয়োজন করতে যাচ্ছি যেন তারা আপনাদের পরিপূর্ণ প্রশিক্ষণ এর পাশাপাশি মার্কেটপ্লেসগুলোতে কিভাবে কাজ পেতে হয় সেই বিষয়ে সহযোগিতা করতে পারেন 🎓।
🔰 আর তাই উচ্চ চাহিদা সম্পন্ন দুটি কোর্স নিয়ে শুরু হলো আমাদের এবারের আয়োজনঃ
১. Digital Marketing.
২. Graphics Design.
🔰 কোর্স শেষে আপনি যেসব কর্মক্ষেত্র গুলোতে কাজের জন্য প্রস্তুত হয়ে উঠবেনঃ
১. ফাইভার
২. ফ্রিল্যান্সার
৩. আপওয়ার্ক
৪. লোকাল মার্কেট (Outside online marketplace)
🔰 কেন কোর্সটি করবেন?
১. অভিজ্ঞ ফ্রিল্যান্সার দ্বারা প্রশিক্ষণ
২. মার্কেটপ্লেসে কাজ না পাওয়া পর্যন্ত অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের কমিউনিটি সাপোর্ট
৩. বিশেষ মডিউলে তৈরি কোর্স
৪. লাইভ Question/Answer সমস্যা সমাধান
৫. রিয়েল লাইফ প্রজেক্ট
৬. কোর্স শেষে সার্টিফিকেট
৭. মার্কেটপ্লেস সম্পর্কে পরিপূর্ণ ধারণা
৮. লাইফ টাইম মেম্বারশিপ
কেন নয় আর একটি বার?
হয়তো আপনার এবারের চেষ্টাই আপনাকে সফলতার দারপ্রান্তে পৌঁছে দিবে।
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাথে, ধন্যবাদ! 🔰
😊😊😊😊😊😊

23/09/2021

#ডিজিটাল_মার্কেটিং_এর_ভবিষ্যৎ
বর্তমানে বাংলাদেশের প্রায় ৪০% মানুষ ইন্টারনেটের ব্যবহার করছে । প্রায় ২ কোটিরও বেশী মানুষ সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড এবং এই সংখ্যাগুলো আগামী ৫-১০ বছরে দ্বিগুণ থেকে দ্বিগুণতর হবে।
কিন্তু এই ডিজিটাল মিডিয়ার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যমান।
প্রোডাক্ট রিসার্চ থেক শুরু করে প্রোডাক্ট কেনা-বেচা এবং রিভিউ সবকিছুই এখন অনলাইন প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। বর্তমানে মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো প্রায় ২০% স্ট্রাটেজি প্রয়োগ করছে অনলাইনে। এটি কয়েক বছর পর ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেলেও অবাক হওয়ার কিছু নেই।
বর্তমান সময়ে পেশা বা একজন ফ্রিল্যান্সার হিসেবে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আকাশচুম্বী বলা যায়। নিজের বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং এর খুঁটিনাটি শেখার প্রয়োজনীয়তা অনেক। স্বল্প বাজেটে ডিজিটাল মার্কেটিং এর সহায়তায় কাস্টমার এনগেইজমেন্ট থেকে শুরু করে সেলস জেনারেশন কার্যক্রম গতানুগতিক ট্রেডিশনাল মার্কেটকে পিছনে ফেলে দিয়েছে।
ইন্ডিয়াতে ডিজিটাল মার্কেটিং সেক্টরে প্রায় ৮ লক্ষ চাকরি বিদ্যমান, আমাদের দেশেও এই সংখ্যা নেহাৎ কম নয় । আর এই মার্কেটিং ক্ষেত্রগুলোর মধ্যে বহুল প্রচলিত ক্ষেত্রগুলো হলোঃ Social Media Marketing, Content Marketing , Search Engine Marketing, Big Data Analysis, IOT, Artificial Intelligence ইত্যাদি।
সুতরাং, বুঝতেই পারছেন ডিজিটাল মার্কেটিং-এ ক্যারিয়ার ডেভেলপ করার সুযোগ কতখানি। শুধুমাত্র যারা কোম্পানি রান করবেন কিংবা ব্যবসা করবেন তাঁরাই নয়, একটি অপার সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তে ইয়ুথদের জন্যও রেপটোর এই পরিপূর্ণ কোর্সটি হতে পারে নিজেকে ডিজিটাল মার্কেটিং জগতে যোগ্য হিসেবে গড়ে তোলার একটি সঠিক মাধ্যম।

ফাইবারে বেশি বেশি ক্লায়েন্ট কিভাবে পাবেন?ফ্রিল্যান্সারদের কাজের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম Fiverr. মার্কেটপ্লেসটিতে প্রত...
21/09/2021

ফাইবারে বেশি বেশি ক্লায়েন্ট কিভাবে পাবেন?
ফ্রিল্যান্সারদের কাজের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম Fiverr. মার্কেটপ্লেসটিতে প্রতিযোগিতা বর্তমানে অনেক বেশি এবং ক্লায়েন্ট পাওয়াও বেশ মুশকিল। অনেক সময় দেখা যায় কাজে দক্ষ হওয়া সত্ত্বেও অনেকেই ক্লায়েন্ট পায় না। কারণ বেশি বেশি ক্লায়েন্ট পেতে হলে কেবল দক্ষ হলেই হয় না প্রয়োজন কিছু নিয়ম অনুসরণ করা।
চলুন কিছু নিয়ম দেখে নেওয়া যাক যা মানলে Fiverr এ বেশি বেশি ক্লায়েন্ট পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে।
☑Gig এর টাইটেল হতে হবে আকর্ষনীয় ও ভিন্ন
☑টাইটেলে কমপক্ষে ১টি Keyword রাখলে ভালো হয়
☑ এ ভিডিও ব্যবহার করা ভালো, ফাইবার অথোরিটির মতানুসারে, এতে ক্লায়েন্ট পাওয়ার সম্ভবনা ৬০% বেড়ে যাবে
☑ভিডিও অবশ্যই ১ মিনিটের কম সময়ের হতে হবে
☑ভিডিও তে “Exclusively on ” বা “Fiverr” শব্দটি ব্যবহার করলে সেটা কম সময়ে Approve হওয়ার সম্ভবনা থাকে
☑Gig এর ছবির ক্ষেত্রে ব্যবহার করতে হবে ভিন্ন কিছু
☑আপনার Gig সার্চের প্রথমে রাখতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় Gig শেয়ার করা ভালো
এই বিষয়গুলো মানার পাশাপাশি অপনাকে সৎ মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ক্লায়েন্টের সাথে ভালো ব্যবহার করতে হবে। এতে ইতিবাচক রিভিউ বাড়বে ও ক্লায়েন্ট পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে।
আইটি ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে হলে কিংবা আইটি প্রশিক্ষণ বিষয়ক যে কোন তথ্য জানতে আপনি অংশ নিতে পারেন future IT অনলাইন সেমিনারে।
👉সেমিনারে অংশ নিতে রেজিস্ট্রেশন করুন
যেকোন তথ্য জানতে
ইনবক্স করুন 📩
https://www.facebook.com/ahmed.ripon.16121471/


ফাইবারে বেশি বেশি ক্লায়েন্ট কিভাবে পাবেন?ফ্রিল্যান্সারদের কাজের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম Fiverr. মার্কেটপ্লেসটিতে প্রত...
20/09/2021

ফাইবারে বেশি বেশি ক্লায়েন্ট কিভাবে পাবেন?
ফ্রিল্যান্সারদের কাজের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম Fiverr. মার্কেটপ্লেসটিতে প্রতিযোগিতা বর্তমানে অনেক বেশি এবং ক্লায়েন্ট পাওয়াও বেশ মুশকিল। অনেক সময় দেখা যায় কাজে দক্ষ হওয়া সত্ত্বেও অনেকেই ক্লায়েন্ট পায় না। কারণ বেশি বেশি ক্লায়েন্ট পেতে হলে কেবল দক্ষ হলেই হয় না প্রয়োজন কিছু নিয়ম অনুসরণ করা।
চলুন কিছু নিয়ম দেখে নেওয়া যাক যা মানলে Fiverr এ বেশি বেশি ক্লায়েন্ট পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে।
☑Gig এর টাইটেল হতে হবে আকর্ষনীয় ও ভিন্ন
☑টাইটেলে কমপক্ষে ১টি Keyword রাখলে ভালো হয়
☑ এ ভিডিও ব্যবহার করা ভালো, ফাইবার অথোরিটির মতানুসারে, এতে ক্লায়েন্ট পাওয়ার সম্ভবনা ৬০% বেড়ে যাবে
☑ভিডিও অবশ্যই ১ মিনিটের কম সময়ের হতে হবে
☑ভিডিও তে “Exclusively on ” বা “Fiverr” শব্দটি ব্যবহার করলে সেটা কম সময়ে Approve হওয়ার সম্ভবনা থাকে
☑Gig এর ছবির ক্ষেত্রে ব্যবহার করতে হবে ভিন্ন কিছু
☑আপনার Gig সার্চের প্রথমে রাখতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় Gig শেয়ার করা ভালো
এই বিষয়গুলো মানার পাশাপাশি অপনাকে সৎ মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ক্লায়েন্টের সাথে ভালো ব্যবহার করতে হবে। এতে ইতিবাচক রিভিউ বাড়বে ও ক্লায়েন্ট পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে।
আইটি ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে হলে কিংবা আইটি প্রশিক্ষণ বিষয়ক যে কোন তথ্য জানতে আপনি অংশ নিতে পারেন future IT অনলাইন সেমিনারে।
👉সেমিনারে অংশ নিতে রেজিস্ট্রেশন করুনঃ https://https://forms.gle/a43d1zqYnSu3GMuV8
যেকোন তথ্য জানতে
ইনবক্স করুন 📩
https:https://www.facebook.com/Freelancer5770


14/09/2021

Address

West Madarbadhi , Sodorghat
Chottogram
4000

Telephone

+8801302951404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bild Your Career With Freelancing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bild Your Career With Freelancing:

Share