
24/02/2024
#🖤ফ্রিল্যান্সিং শব্দটা আমরা কম আর বেশি সকলেই জানি।কিন্তু আমরা এটা কেন করছি বা এটার মাধ্যমে আমাদের ভবিষ্যতে কোনো উন্নতি হবে কিনা তা নিয়ে এখনো চিন্তিত আমরা।
সবকিছুর আগে বলব একজন ধৈর্যশীল এবং উদ্যোক্তা ব্যক্তিই পারে যেকোনো কাজে টিকিয়ে থাকতে। হোক সেটা অনলাইন কাজ বা অফলাইন।
🖤 চলুন আজকে আমরা জেনে নিই ফ্রিল্যান্সিং এর গুরুত্ব। ফ্রিল্যান্সিং একটি কাজ যা মূলত অনলাইন এ কাজ করে অর্থ উপার্জন কেই বুঝায়। এটি এমন একটি কাজ বা পেশা যেটি আমরা নিজের ইচ্ছে অনুযায়ী করতে পারি।মানে যেই কাজে আমরা নিজেই হব নিজের বস। অর্থাৎ আমাদেরকে অর্ডার দেওয়ার মতো কেউ থাকবে না,আর নিষেধ করার ও কেউ থাকবেনা।
🖤 কারা বা কিভাবে এই ফ্রিল্যান্সিং করতে পারবে!! কেনই বা আমরা জব থাকতে ফ্রিল্যান্সিং করব!!
💬আমরা সকলেই জানি যারা জব সেক্টর এ আছে কাজের ক্ষেত্রে তাদের নিজের কোনো ইচ্ছে থাকতে পারেনা। কারণ তাদেরকে যেভাবে বলা হয় সেই ভাবেই কাজটা সম্পন্ন করতে হয়।নির্দিষ্ট টাইম এ তাদের সেখানে পৌঁছাতে হয়,দেরি হলেই বকা শুনতে হয়। তাদের ইচ্ছে অনুযায়ী ছুটি কাটাতে পারেনা,ইচ্ছে অনুযায়ী ইনকাম করতে পারেনা। আর তা ছাড়া কিছু মানুষ অন্যের অধীনে কাজ করতে পছন্দ করেনা,আর কিছু মানুষ চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করার ইচ্ছে পোষণ করে। ছোট-বড়ো,ধনী-গরিব সকলের জন্য এই সেক্টর থেকে ইনকাম করার পথ রয়েছে। কারণ ফ্রিল্যান্সিং কাজ টার জন্য কোনো নির্দিষ্ট বয়স লাগেনা,নির্দিষ্ট সময় লাগেনা,নির্দিষ্ট যায়গা লাগেনা।যেটা করার জন্য আমদেরকে ঘর থেকে বের হতে হয়না,কোনো গাড়ি ভাড়া খরচ হয়না।
🖤 একজন চাকরিজীবী কখনো তার আগামী দিনের কাজ বা ইনকাম ঠিক করতে পারেনা।কিন্তু একজন ফ্রিল্যান্সার পারে সে কত গুলো কাজ করবে এবং আজকে কত টাকা ইনকাম করবে। যার কারনে দিন দিন বাড়ছে এই ফ্রিল্যান্সিং এর চাহিদা।