Most. Sadia Akter

Most. Sadia Akter I'm a digital marketer.
ফ্রিল্যান্সিং বিষয়ক বিভিন্ন টিপস জানতে পারবেন। I am digital marketer.Crafting digital strategies to amplify brands and drive results.

28/10/2024

ভাইয়ার কাছ থেকে canva pro ৩ দিন er free class করেছি,মা শা আল্লাহ ভাইয়া অনেক ভালো বোঝায়।

26/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Kobir Hossain, Hojibor Rahman, Md Rihan, MD Rasel

14/06/2024

🚀আমরা কিভাবে ইন্সটাগ্রামে অর্গানিক রিচ পেতে পারি!

ইন্সটাগ্রাম এমন একটি মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ছবি, ভিডিও এবং স্টোরি শেয়ার করতে পারেন। ইন্সটাগ্রাম একাউন্টকে গ্রো করার জন্যে নিচে কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করা হলো আশা করি আপনাদের কাজে দিবে।

✅ প্রথমেই আপনার নিশ অনুযায়ী আপনার ইন্সটাগ্রাম প্রোফাইল অপ্টিমাইজড করুন

✅ ইন্সটাগ্রামে এমন কন্টেন্ট শেয়ার করতে হবে যা মানুষদের আকৃষ্ট করবে এবং কন্টেন্টটি ভালুয়েবল হতে হবে

✅ নিয়মিত পোস্ট করতে হবে হবে এবং পোস্ট গুলো যাতে ট্রেন্ডিং বিষয় নিয়ে হয় তাহলে এটি আপনার একাউন্টকে খুব দ্রুত গ্রো করতে সাহায্য করবে

✅ হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, ইন্সটাগ্রামের ক্ষেত্রে আপনি যদি ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো ব্যবহার করেন আপনার কন্টেন্ট এর সাথে রিলেটেড হ্যাশট্যাগ গুলোর সাথে সেটি অনেক হেল্প করবে আপনাকে

✅ যারা আপনার পোস্টে কমেন্ট করে তাদের কমেন্ট এর রিপ্লাই করুন

✅ আপনার পরিচিত বা কোনো ইনফ্লুয়েন্সারদের সাথে কলাবোরেট করুন

✅ নিয়মিত পোস্ট করতেই থাকুন আজকে একটা পোস্ট করে আবার এক মাস/ দশ দিন / এক বছর পর এসে পোস্ট করলেন এইরকম করতে থাকলে কখনোই আইডি গ্রো করবে না

✅ বেশি বেশি রিলস শেয়ার করুন ট্রেন্ডিং গানের সাথে

✅ সব সময়ে চেষ্টা করুন এক্টিভ থাকতে এবং অন্যদের পোস্ট গুলো দেখুন এবং তাদের সাথে কমেন্ট অথবা তাদের পোস্ট গুলো শেয়ার করার মাধ্যমে ইন্টারেক্ট করুন।

✅ একাউন্টের পারফরম্যান্স ট্র্যাক করুন ইন্সটাগ্রাম ইনসাইটের মাধ্যমে এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কখন আপনার অডিয়েন্সরা এক্টিভ থাকে এবং তারা আপনার কোন কন্টেন্ট গুলো পছন্দ করতেছে বুঝতে পারবেন

✅ প্লিজ সব সময়ে চেষ্টা করবেন স্প্যামিং না করার।

✅ যদি সম্ভব হয় আপনি আপনার ইন্সটাগ্রামে এডস রান করাতে পারেন।

13/06/2024

💢Common Business acronyms💢

✅ B2B – Business to Business
✅ B2C – Business to Consumer
✅ TBA – To Be Announced
✅ TBD – To Be Determined
✅ VC – Venture Capital
✅ WIP – Work in Progress
✅ BD – Business Development
✅ SEM – Search Engine Marketing
✅ SaaS – Software as a Service
✅ SOP – Standard Operating Procedure
✅ SWOT – Strengths, Weaknesses, Opportunities, Threats
✅ CEO – Chief Executive Officer
✅ CFO – Chief Financial Officer
✅ P&L – Profit and Loss
✅ R&D – Research and Development
✅ ROI – Return on Investment
✅ SEO – Search Engine Optimization
✅ COB – Close Of Business
✅ COO – Chief Operating Officer
✅ CRM – Customer Relationship Management
✅ CSR – Corporate Social Responsibility
DM – Direct Mail (can also mean Direct Message)
✅ EOD – End Of Day (EO plus another letter is commonly used for End Of Week, End Of Play or End Of Thread for example)
✅ HR – Human Resources
IAM – In A Meeting
✅ B2G – Business to Government
✅ BYOD – Bring Your Own Device
✅ CAGR – Compound Annual Growth Rate
✅ CMO – Chief Marketing Officer
✅ CPA – Certified Public Accountant
✅ CSO – Chief Sales Officer (can also mean Chief Security Officer)
✅ FYI – For Your Information
✅ KPI – Key Performance Indicator
✅ CIO – Chief Information Officer
✅ CX – Customer Experience
✅ DTC – Direct to Consumer
✅ EBITDA – Earnings Before Interest, Taxes, Depreciation, and Amortization
✅ ERP – Enterprise Resource Planning
✅ FTE – Full-Time Equivalent
✅ IPO – Initial Public Offering
✅ MVP – Minimum Viable Product
✅ NDA – Non-Disclosure Agreement
✅ NPS – Net Promoter Score
✅ OEM – Original Equipment Manufacturer
✅ PPC – Pay Per Click
✅ POS – Point of Sale
✅ RFP – Request for Proposal
✅ RFQ – Request for Quotation
✅ SLA – Service Level Agreement
✅ SME – Small and Medium-sized Enterprises (can also mean Subject Matter Expert)

03/06/2024

🚀 ফেসবুকে এডস এর ৫টি গুরুত্বপূর্ণ টিপস 🚀

ফেসবুক বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি অপরিহার্য হাতিয়ার। ফেসবুকে এড প্রমোশন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে তাদের লক্ষ্য বাজারে পৌঁছাতে এবং তাদের বিক্রয় বৃদ্ধি করতে সহায়তা করে।

নিম্নে ফেসবুকের জন্য পারফেক্ট এডের কিছু সহজ টেকনিক দেওয়া হল:

🔰 লক্ষ্য নির্ধারণ করুন:
প্রথমে, আপনার এডের লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কি বিক্রয় বৃদ্ধি করতে চান, ওয়েবসাইট ট্র্যাফিক বাড়াতে চান, নাকি আপনার ব্র্যান্ডের সচেতনতা বৃদ্ধি করতে চান?

🔰 টার্গেট মার্কেট নির্ধারণ করুন:
আপনার এড কাদের কাছে দেখানো হবে তা নির্ধারণ করুন। আপনি বয়স, লিঙ্গ, অবস্থান, আগ্রহ, এবং আরও অনেক কিছুর উপর ভিত্তি করে আপনার টার্গেট মার্কেট নির্ধারণ করতে পারেন।

🔰 এডের কন্টেন্ট তৈরি করুন:
আপনার এডের কন্টেন্ট স্পষ্ট, সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় হতে হবে। এটি আপনার টার্গেট মার্কেটের সঙ্গে অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে।

🔰 এডের জন্য ছবি নির্বাচন করুন:
আপনার এডের ছবি আকর্ষণীয় এবং হাই কোয়ালিটির হওয়া উচিত। আর এডের মূল ম্যাসেজের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

🔰 বাজেট নির্ধারণ করুন:
আপনার এডের জন্য আপনি কত খরচ করতে ইচ্ছুক তা নির্ধারণ করুন।

এই ৫ টি দারুণ স্টেপ অনুসরণ করে ঝটপট আপনার ফেসবুক এডটি নামিয়ে ফেলুন আর লক্ষ্য অর্জনে এগিয়ে যান আরও এক ধাপ সামনে। ⚡

03/06/2024

সবাই নিশ্চই একটা লাইন শুনেছেন "Practice makes a man perfect" 🎯

✅ আমাদের যার যেই স্কিল রয়েছে যেই কাজ গুলো আমরা ভালো পারি সেই কাজ গুলো যদি আমরা প্রতিদিন বেশি করে প্র্যাক্টিস করতে থাকি তাহলে কিন্তু সেই কাজে আমরা দক্ষ হয়ে উঠবো এবং একটা সময় পর কিন্তু আমরা সফলতা পাবোই।

✅ হয়তো একটু সময় লাগবে কিন্তু পাবোই তাই সবাই ধৈর্য ধরুন আল্লাহ্‌র কাছে আপনার সফলতার জন্যে দোয়া করুন এবং প্রতিদিনই আপনার কাজ গুলো প্র্যাক্টিস করতে থাকুন এবং চেষ্টা করতে থাকুন।

✅ দেখবেন আপনাদের এই চেষ্টার কারণেই আল্লাহ আপনাদের সফল করবেই হয়তো একটু জলদি করবেন আর নাহলে আপনাদের ধৈর্য্যের পরীক্ষা নিয়ে দেরিতে করবেন।

তাই হতাশ না হয়ে চেষ্টা করুন, চেষ্টা ছাড়া কোনো কিছুই হয়না।💥

03/06/2024

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় পেশা ফ্রীল্যান্সিং । অনেকেই এখন ফ্রীল্যান্সিং করে ভালো আয় করছে। তবে ফ্রীল্যান্সিং করতে হলে কিছু টিপস মেনে চলা জরুরি। এখানে ফ্রীল্যান্সিং কর্মার জন্য সেরা ৫ টি টিপস দেওয়া হলো:

💥টিপস ১: আপনার স্কিল বাড়ান

ফ্রীল্যান্সিং করতে হলে আপনার স্কিল বৃদ্ধি করা জরুরি। আপনার কোন স্কিল আছে বা কোন বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে তা ঠিক করুন এবং সেই বিষয়ে দক্ষতা অর্জনের জন্য কাজ করুন। আপনি চাইলে বিভিন্ন অনলাইন কোর্স, সার্টিফিকেট প্রোগ্রাম বা ইন্টার্নশিপের মাধ্যমে আপনার স্কিল বাড়াতে পারেন।

💥টিপস ২: একটি ভালো মানের পোর্টফোলিও তৈরি করুন

আপনার কাজের এক্সপেরিএন্স দেখানোর জন্য একটি পোর্টফোলিও তৈরি করুন। আপনার পোর্টফোলিওতে আপনি আপনার কাজের নমুনা, ক্লায়েন্টের রিভিউ এবং আপনার কাজ সম্পর্কে এবং সার্ভিস সম্পর্কে জানাতে পারেন। আপনার পোর্টফোলিওকে সুন্দরভাবে সাজান যাতে করে আপনার ক্লায়েন্টরা আগ্রহী হয়।

💥টিপস ৩: আপনার নেটওয়ার্ক বৃদ্ধি করুন

ফ্রীল্যান্সিং করতে হলে আপনার নেটওয়ার্ক বৃদ্ধি করা জরুরি। অন্যান্য ফ্রীল্যান্সার, কাস্টমার এবং পেশাদারদের সাথে যোগাযোগ করুন। আপনি অনলাইন ফোরাম, সোশ্যাল মিডিয়া এবং নেটওয়ার্কিং ইভেন্টের মাধ্যমে আপনার নেটওয়ার্ক বৃদ্ধি করতে পারেন।

💥টিপস ৪: আপনার সার্ভিসের প্রাইস নির্ধারন করুন

আপনার কাজের জন্য যথাযথ প্রাইস নির্ধারণ করুন। আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং কাজের কোয়ালিটি বিবেচনা করে নির্ধারণ করুন। আপনি অনলাইন রিসোর্স ব্যবহার করে আপনার কাজের জন্য আপনি কত পেমেন্ট সেটা ঠিক করতে পারেন।

💥টিপস ৫: সময়োপযোগী কাজ করুন

গ্রাহকদের সাথে সময়োপযোগী কাজ করুন। গ্রাহকদের প্রত্যাশা পূরণ করতে আপনার যথাসাধ্য চেষ্টা করুন। আপনি একটি কাজের শুরু, মাঝামাঝি এবং শেষের তারিখ নির্ধারণ করে কাজ শুরু করতে পারেন।

এখানে আরও কিছু টিপস দেওয়া হলো যা আপনাকে ফ্রীল্যান্সিং করতে সাহায্য করবে:

✅আপনার সময় ম্যানেজমেন্ট করুন
✅একটি সফল ব্যবসা পরিকল্পনা তৈরি করুন
✅আপনার আয়কর প্রদান করুন
✅আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন

আশা করি এই টিপসগুলো আপনার কাজে লাগবে।

30/05/2024

অনেকের একটাই প্রশ্ন থাকে বিশেষ করে তাদের যারা ফেসবুকে পেইজ চালায়!

**প্রশ্নটি হলো অর্গানিক ওয়েতে কিভাবে আমার প্রফেশনাল প্রোফাইল অথবা ফেসবুক পেইজ গ্রো করব?**

ফেসবুকে কিভাবে নিজের পেইজ বা প্রোফাইল কে অর্গানিক ভাবে গ্রো করবেন তা নিয়ে কিছু টিপস দেয়া হলো আশা করি সবার উপকারে আসবে।

✅ প্রথমেই আপনাকে আপনার ফেসবুক মার্কেটিং স্ট্রাটেজি বাড়াতে হবে।

✅ আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন সেটা একটা সময় মেনে করতে হবে। আপনি চাইলে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে দেখে নিবেন যে আপনার বেশির ভাগ ফলোয়াররা কখন এক্টিভ থাকে ওই টাইম মেইনটেইন করে পোস্ট করবেন প্রতিদিন চাইলে প্রতিদিন আর নাহলে সপ্তাহে চার থেকে পাঁচটা এইভাবে প্রতি সপ্তাহে একটা সময় মেনে পোস্ট করবেন।

✅ আপনাকে সব সময় আপনার ফেসবুক ড্যাশবোর্ড দেখতে হবে পড়তে হবে এবং ফেইসবুক এর নতুন নতুন রুলস সম্পকে জানতে হবে।

✅ আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে। আপনার যদি নির্দিষ্ট টার্গেট দেশ অনুযায়ী ট্রাফিক আনার জন্যে আপনার টার্গেটৈড দেশের সময় ঠিক করে ওই সময় মেনে নিয়মিত পোস্ট করবেন।

✅ এখন ফেসবুকে রিলস শেয়ার করলে সেটি বেশি ভাইরাল হয় তাই আপনি বেশি বেশি রিলস শেয়ার করতে পারেন। ভিডিও এর থেকে রিলস শেয়ার করাটাই বেশি ইফেক্টিভ।

✅ আপনাকে এমন কন্টেন্ট তৈরী করতে হবে যা শেয়ারেবল।

✅ আপনার পোস্ট গুলিতে আপনার কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এর কোনো বিকল্প নেইl

✅ আপনার পেইজের বা প্রোফাইলের অডিয়েন্সদের সাথে কমিউনিকেট করতে হবে।

✅ আপনার অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেইজ কানেক্ট করা যায় সে সব জায়গায় কানেক্ট করে রাখতে হবে।

✅ আপনার ফেসবুক পেইজকে রেগুলার প্রমোট করতে হবে।

✅ ফেসবুকের বিভিন্ন গ্রুপে আপনাকে জয়েন থাকতে হবে এবং আপনার কন্টেন্ট গুলো শেয়ার করবেন অন্যান্যদের পোস্টে লাইক কমেন্ট করবেন।

✅ অন্যান্য ইনফ্লুয়েন্সারদের সাথে কানেক্ট থাকবেন।

✅ আপনার নিজের একটি ফেসবুক গ্রুপ তৈরি করে মেইনটেইন করতে হবে।

✅ কেউ যখন আপনার পেইজ সার্চ করবে সে যাতে সহজেই খুঁজে পায় তার জন্য সহজ ইনফরমেশন দিয়ে ক্রিয়েট করবেন ।

✅ পেইজ ক্রিয়েট করার সময়ে সব সময়ে অরিজিনাল সঠিক তথ্য দিয়ে পেইজ তৈরি করবেন।

✅ কখনো অন্য কারোর কন্টেন্ট কপি করবেন না সবসময়ে নিজের তৈরি কন্টেন্ট ব্যবহার করবেন।

✅ আপনার পেইজ তৈরি করে আপনি আপনার ফেসবুক ফ্রেন্ডদের ইনভাইট করবেন যাতে তারা লাইক দেয়।

Address

Chottogram
Chottogram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Most. Sadia Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Most. Sadia Akter:

Share