Al-Hamdulillah

Al-Hamdulillah romoting positivity and inspiring societal change.

Stay updated on current issues and social movements, and join us in making a difference.

18/03/2025

একদিন যাব ইনশাআল্লাহ😍

11/12/2024

হানি-ট্রাপে ফেঁসেছেন আসিফ নজরুল

01/12/2024

প্রকৃত সাফল্যের কথা ভূলে যেও না | Shaikh Tamim Al Adnani.

01/12/2024

আপনি কার দাস? | Muhammad Rafiuzzaman

30/11/2024

পুলিশ, আনসারের সমম্বয়ে গঠিত বাহিনী নিয়ে স'শস্ত্র গেরিলা আ'ক্রমনের পরিকল্পনা

বাংলাদেশিরা কেন ভারতকে অপছন্দ করে? কেবল রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বাঙালি মুসলমানরা ভারতকে দেখতে পারে না, এটা বেঠিক অনুম...
26/11/2024

বাংলাদেশিরা কেন ভারতকে অপছন্দ করে?

কেবল রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বাঙালি মুসলমানরা ভারতকে দেখতে পারে না, এটা বেঠিক অনুমান। ভারত যদি রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধও করে দেয়, তবু বাঙালি মুসলমানরা ভারতকে ‘আপন’ ভাবতে পারবে না। এখানে বলে রাখা ভালো, বাঙালি মুসলমানদের সাথে পাকিস্তান বা আফ/ গানদের মিলও সামান্য। তাদের চাইতে ভারতীয়দের সাথেই আমাদের ঘনিষ্ঠতা আরও বেশী। বিশ্ববিদ্যালয়ে প্রচুর আফগান-পাকিস্তানি ছাত্র আছে, তবে তাদের সাথে আমাদের কথা হয় সামান্যই। পাশাপাশি থাকলে পার্থক্যগুলো আরও পষ্টভাবে ধরা পড়ে।

তাহলে প্রশ্ন হল, আপেক্ষাকৃত মিল সত্ত্বেও বাঙালি মুসলমানরা ‘ভারতীয়’দের দেখতে পারে না কেন?

এর প্রধান কারণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক।

ভারতীয়রা যেসব বিষয়কে সুন্দর বলে ধরে নেয়, আমাদের কাছে এগুলো চূড়ান্ত হ্যাংলামি। আপনি একটা রাবীন্দ্রিক পরিবারের কথা ভাবুন, তাদের ভাবভঙ্গি-রুচি-শিল্প হজম করা বেশ কঠিন। তারা যেসব পাঞ্জাবি-ধূতি পড়ে, সেগুলো আমাদেরকে টানে না, টিপ-খোঁপা-কাজল কয়টা বাঙালি ছেলেকে প্রভাবিত করে, এ নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। রাবীন্দ্রিক ছেলেদের মধ্যে যোদ্ধা মনোভাব থাকে না, এদের অনেকেই কিছুটা কিছুটা মেয়েলি ধরণের। আপনি চারুকলার দিকে তাকালে এসবের পষ্ট দৃষ্টান্ত ধরতে পারবেন।

অর্থাৎ আমাদের সৌন্দর্য-শিল্পবোধ-আভিজাত্য ভারতীয়দের সাথে মেলে না। প্রবাসী বাংলাদেশীদের মাধ্যমে এসব বিরোধ আরও প্রবল আকার ধারণ করেছে।

পহেলা বৈশাখের বিরোধিতা কেবল ধর্মীয় বিষয় নয়, বাঙালি মুসলমানদের পক্ষে এসব চর্চা হজম করা যথেষ্ট কঠিন। ভারতীয় ভাববাদ আমাদের ঐতিহাসিক ধারাবাহিকতার সাথে যায় না। দেখুন, লালনফকিররা কেন বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারল না, উত্তর ভারতের কারামত আলী জৌনপুরীর স্পর্শ ছুঁয়ে গেল প্রতিটা গ্রামে। ফকির মজনু শাহও কিন্তু উত্তর ভারতের মানুষ ছিলেন এবং আপনাদের মনে থাকার কথা, বালাকোট আন্দোলন বাংলাদেশের কন্ট্রিবিউশন ছিল সিগনিফিকান্ট। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পরে বাংলার ছাত্রদের সংখ্যাই ছিল সবচেয়ে বেশী।

আমাদের মধ্যে কিছু স্পেশাল দিক আছে, সেটা মানতেই হবে।

আপনি প্রশ্ন করতে পারেন, বাংলাদেশীরা এত ভারতে যায় কেন, অন্য দেশে যেতে পারে না? পাশাপাশি, মুক্তিযুদ্ধের প্রসঙ্গটাও অনেকে সামনে আনেন। দেখুন, একদিকে মিয়ানমার আর অপরদিকে সাগর, বিকল্প নাই দেখেই বাংলাদেশীরা ভারতে যায়। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সরাসরি যোগাযোগ চালু থাকলে কয়জন ভারতে যেতে চাইত, সে নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। মুক্তিযুদ্ধের সময়েও ভারতের সাথে মনস্তাত্ত্বিক দ্বন্ধটা অজানা ছিল না। একাত্তরে সেনাবাহিনী ছিল প্রধানত ভারতবিরোধী।

যারা ভারতবিরোধিতাকে পাকিস্তানে নিয়ে ফেলতে চান, তারা হয়ত জানেন না বাঙালিরা পাকিস্তানিদের খুব একটা পছন্দ করে না—দুই পাকিস্তান ভেঙে যাবার প্রধান কারণ এটাই। পাকিস্তান আসলে বাংলাদেশকে ডিজারভ করে না, একাত্তরে না হলেও, আগে বা পরে বাংলাদেশ কখনোই পাকিস্তানের সাথে থাকতে পারত না। আবেগ দিয়ে ইতিহাস বা রাজনীতি চলে না। কাজেই যারা বাংলাদেশীদের স্বতন্ত্রতাকে পাকিস্তানভক্তি বা ভারতবিরোধিতা দিয়ে বুঝতে চান, তারা প্রতারক বা মূর্খ।

আমাদের এখানে ইসলাম কেবল স্থলযোগেই আসেনি, সমুদ্র এই অঞ্চলে ইসলাম আগমনের গুরুত্বপূর্ণ মাধ্যম, পাশাপাশি আদি যুগ থেকেই এই অঞ্চলের মানুষরা কিছুটা স্বতন্ত্রতাপ্রিয়, আর্যসভ্যতা এদেরকে পরাভূত করতে পারেনি। বাংলাদেশের নদী ও কৃষিভিত্তিক সমাজের সাথে গাঙ্গেয় সমভূমির পার্থক্য অনেক। এশিয়াকে ইউরোপিয়ান চোখে দেখা যেমন বিপদজনক, বাংলাদেশকে ভারতীয় চোখে দেখার ঝুঁকিটাও কম নয়।

21/11/2024

আলহামদুলিল্লাহ! আমি নিজে উক্ত আয়োজনে উপস্থিত থাকার সৌভাগ্য অর্জন করেছি। আলোচনাটি ছিল ফি"les"tine বর্তমান পরিস্থিতি ও আমাদের করণীয় নিয়ে। বলা বাহুল্য, আলোচনার শেষে সকলের চোখ অজান্তেই অশ্রুসিক্ত হয়ে উঠেছিল, আর হৃদয়গুলো আবেগে আপ্লুত হয়ে পড়েছিল। আমি আন্তরিকভাবে সকলকে অনুরোধ করছি, অন্তত একবার হলেও পুরো আলোচনা টি শুনুন।
InshAllah, it will touch your heart and inspire you to reflect on our responsibilities.

21/11/2024

আলহামদুলিল্লাহ! আমি নিজে উক্ত আয়োজনে উপস্থিত থাকার সৌভাগ্য অর্জন করেছি। আলোচনাটি ছিল ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি ও আমাদের করণীয় নিয়ে। বলা বাহুল্য, আলোচনার শেষে সকলের চোখ অজান্তেই অশ্রুসিক্ত হয়ে উঠেছিল, আর হৃদয়গুলো আবেগে আপ্লুত হয়ে পড়েছিল। আমি আন্তরিকভাবে সকলকে অনুরোধ করছি, অন্তত একবার হলেও পুরো আলোচনা টি শুনুন।
InshAllah, it will touch your heart and inspire you to reflect on our responsibilities.

16/11/2024
হয়তো আগামীকাল "আসিফ আদনান" সাহেবের আজকের দেওয়া চট্টগ্রামের সব থেকে হৃদয়বিদারক আলোচনা প্রকাশ পাবে। যে আলোচনায় উপস্থিত প্...
16/11/2024

হয়তো আগামীকাল "আসিফ আদনান" সাহেবের আজকের দেওয়া চট্টগ্রামের সব থেকে হৃদয়বিদারক আলোচনা প্রকাশ পাবে। যে আলোচনায় উপস্থিত প্রায় সকলেই কান্নায় ভেঙে পড়েছিল। আলোচনা মূলত নিধারিত বিষয় (আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলামের প্রস্তাবনা) বাইরে গিয়ে ফি"les"tine কে কেন্দ্র করে করা হয়েছিল। যেই আলোচনার পর পরবর্তী আলোচক "জাকারিয়া মাসূদ (হা):" খোদ নিজে অসম্ভব কান্নায় ভেঙে পড়েছিলেন এবং বলেছিলেন "এই আলোচনা শুনার পরে নিজেকে সব থেকে বড় মু"না"ফে"ক মনে হচ্ছে"।

চট্টগ্রামে এই প্রথম "আসিফ মাহতাব স্যার" এবং "হারুন ইযহার (হা:)"।  ইনারা দুইজন চট্টগ্রামের হওয়া সত্যে ও এইবার প্রথম।🥰🥰
16/11/2024

চট্টগ্রামে এই প্রথম "আসিফ মাহতাব স্যার" এবং "হারুন ইযহার (হা:)"। ইনারা দুইজন চট্টগ্রামের হওয়া সত্যে ও এইবার প্রথম।🥰🥰

আবু সাঈদকে বললাম, দু'লাইনের একটা কবিতা লিখোl লিখলো, "মধু খাচ্ছো? খাও, জীবন দিলাম ফাও।"সংগৃহিত
11/11/2024

আবু সাঈদকে বললাম, দু'লাইনের একটা কবিতা লিখোl লিখলো,
"মধু খাচ্ছো? খাও,
জীবন দিলাম ফাও।"
সংগৃহিত

জুলাইয়ের রঙ লাল
11/11/2024

জুলাইয়ের রঙ লাল

আগুনের ফুলকিরা, এসো জড়ো হই,                               দাবানল জালবার মঞ্চে। বজ্রের আক্রশে আঘাত হানি,                ...
05/11/2024

আগুনের ফুলকিরা, এসো জড়ো হই,
দাবানল জালবার মঞ্চে।
বজ্রের আক্রশে আঘাত হানি,
মানুষের মনগড়া তন্ত্রে।

সরোয়ারদিগার উদ্যান
05/11/2024

সরোয়ারদিগার উদ্যান

Address

Chottogram
Chottogram
4000

Telephone

+8801306777533

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Hamdulillah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Hamdulillah:

Share