মহিদুল ইসলাম মাহিম

মহিদুল ইসলাম মাহিম শূন্যের শূন্যতায় শূন্যস্থান শূন্য।

একজন পিতার বিদায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেস্টেশনের কোনো এক নিস্তব্ধ দুপুর। গ্রীষ্মের ক্লান্ত সূর্য যেন আকাশের বুক চ...
16/04/2025

একজন পিতার বিদায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেস্টেশনের কোনো এক নিস্তব্ধ দুপুর। গ্রীষ্মের ক্লান্ত সূর্য যেন আকাশের বুক চিরে তাকিয়ে ছিল একা এক বৃদ্ধের শেষ অপেক্ষার দিকে। তার স্ত্রী চলে গেছেন আট মাস আগে—যেন বুকের এক পাশ ছিঁড়ে নিয়ে গিয়েছে সময়। দুই ছেলে, দুই মেয়ে; কিন্তু পিতার কপালে শান্তির ছায়া নেই। প্রথমে পালা করে রাখল সবাই, যেন কোনো বোঝা। তারপর শুরু হলো অবহেলার পালা—
ঝগড়া, অপমান, উপেক্ষা—সন্তানদের ভালোবাসার বদলে তিনি পেলেন শুধুই কাঁটা।

রাত কেটেছে উঠানের মাটিতে ভেতরের দরজাগুলো বন্ধ ছিল, খোলা ছিল শুধু আকাশ আর নিঃশ্বাস নিতে থাকা কিছু বাতাস। শেষ সকালটায়, পিতৃত্বকে চূর্ণ করে দুই পুত্রবধূ লাগলো ঝগড়ায়। চোখে চোখ রেখে বলে উঠল— “এই বার বাড়ি ছাড়ুন। দুই ছেলেও মাথা নিচু না করে বাবার থলে, কম্বল, ও শেষকৃত্যর স্মৃতিগুলো উঠানে ছুড়ে দিল। তিনি বেরিয়ে এলেন—না কোনো অভিমানে, না কোনো অভিশাপে—শুধু নিঃশব্দে। ভোর থেকে রাজশাহী রেলস্টেশনে বসে ছিলেন। নিশ্চুপ। নিরাহার। চারপাশে শহরের কোলাহল, অথচ তার ভেতরে এক মৃত্যুপুরীর নীরবতা।

দুপুর হতেই জীবনের শেষ পাতায় কলমের এক চিরুন আঘাত বৃদ্ধ আত্মহত্যা করলেন। না, তিনি নিজেকে মেরে ফেলেননি সমাজ, সন্তান, সময়—সবাই মিলে তাকে মেরে ফেলেছে অনেক আগেই। এই তো কেবল দাফনটা বাকি ছিল।

02/04/2025
01/04/2025

ঈদ মোবারক!!

25/03/2025

ঈদের বাজারে লোকজনকে ধরে ধরে কত বাজেট আর কতো কিনলো এই প্রশ্নোত্তর একটি অসভ‍্য কাজ।
ইসলামে সম্পদের প্রদর্শনী একটি নিষিদ্ধ কাজ।
মনে রাখা উচিত সবাই এভাবে কিনতে পারে না।
এই সব উন্মত্ত কেনাকাটার টাকা অধিকাংশ
ক্ষেত্রে সৎ পথে আসে না।
তাই এই সব লোক দেখানো কেনাকাটার প্রদর্শনী অসুস্থ এক প্রতিযোগিতা তৈরী করে।
ঈদের আগে এই ইতরামিটাকে কি ঈদরামি বলবো?

27/02/2025

তোমার প্রেমে আমি পড়েছি বেঁচে থেকেও যেন মরেছি

11/12/2024

আসিফ নজরুল পার্ট-- ২

Address

Chottogram
Chottogram

Telephone

+8801818279327

Website

Alerts

Be the first to know and let us send you an email when মহিদুল ইসলাম মাহিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মহিদুল ইসলাম মাহিম:

Share