
12/09/2025
✨ হারিয়ে যাওয়া মুক্ত পর্ব: ২ ✨
আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ﷺ এর সুন্নাহগুলোর মধ্যে একটি হলো 👉
🕌 জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়ে প্রথমে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করা কেননা—জাবির ইব্নু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, এক জুমা’আহ্র দিন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খুত্বা দেয়ার সময় এক ব্যক্তি প্রবেশ করলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, সালাত আদায় করেছ কি? সে বলল, না; তিনি বললেনঃ উঠ, দু’রাক’আত সালাত আদায় কর।
সহিহ বুখারী, হাদিস নং ৯৩১
হাদিসের মান: সহিহ হাদিস
কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই সুন্নাহ আজ আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে, যেন
দিন দিন হারিয়ে যাচ্ছে উদাসীনতার অতলে। 😔
🤲 উদাসীনতার অতল থেকে হারিয়ে যাওয়া সুন্নাহকে ফিরিয়ে আনতেই আমাদের এবারের পরিবেশনা —
🌸 হারিয়ে যাওয়া মুক্ত সিরিজ 🌸
এই সিরিজে আমরা সমাজে হারিয়ে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ﷺ এর মুক্তাগুলো 💎 খুঁজে বের করে আপনাদের সামনে আনবো, ইনশাআল্লাহ 🌿🕋।
🌸 আসুন আমরা ভুলে যাওয়া সুন্নাহগুলোকে জীবনে ফিরিয়ে আনি 🌸
কারণ রাসূল ﷺ এর প্রতিটি সুন্নাহই মুক্তার চেয়েও দামী 💎✨
#হারিয়ে_যাওয়া_মুক্ত
#সুন্নাহ #হাদিস #সহিহ_বুখারী
#নামাজ #সালাত #ইসলাম #আল্লাহ
#রাসূল_সাল্লাল্লাহু_আলাইহি_ওয়া_সাল্লাম
#মুসলিম #কুরআন #মদিনা #মক্কা
ﷺ #জুমা
#ইসলাম #ইসলামেরআলো #জুমারদিনেরআমল