RAHIM KHAN 420

  • Home
  • RAHIM KHAN 420

RAHIM KHAN 420 সফলতা ছাড়া এই ভদ্র সমাজে,,
আমাদের ছেলেদের কোন মূল্য নেই..
🥹😅

15/09/2025

মিলছে না চাকরি, চায়ের দোকান দিলেন ইঞ্জিনিয়ারিং পাস দুই তরুণ

নারীর শরীর ভোগ করার সবচেয়ে বড় ফাঁ'দ হলো প্রশংসা।ভাবী, আপনাকে দেখে মনে হয় এখনও কলেজে পড়েন! আপনার হাসিটা একদম সিনেমার নায়ি...
14/09/2025

নারীর শরীর ভোগ করার সবচেয়ে বড় ফাঁ'দ হলো প্রশংসা।

ভাবী, আপনাকে দেখে মনে হয় এখনও কলেজে পড়েন! আপনার হাসিটা একদম সিনেমার নায়িকার মতো! এমন সুন্দরীকে পেয়েও কেউ ঝ'গড়া করে কিভাবে!

খেয়াল করলে দেখবেন কিছু মানুষ এই কথাগুলো বিবাহিত মেয়েদের উদ্দেশ্য করে বলে৷ এই কথাগুলো শুনতে ভালো লাগলেও এগুলোর পিছনে থাকে অন্য উদ্দেশ্য। এগুলো বলে আপনাকে আপনার বাস্তব জীবন থেকে সরিয়ে নেওয়া হয়। আপনাকে বোঝানো হয়, আপনি অনেক বেশি স্পেশাল, যেটা আপনার স্বামী বোঝে না, কিন্তু তৃতীয় ব্যাক্তিটা বুঝে।

এভাবেই তৈরি হয় মায়ার ফাঁ'দ। সামান্য অভিমান বা দাম্পত্যের টানাপোড়েনে বাইরের এই মিষ্টি কথা আপনার মনে বিষ ঢেলে দেয়। স্বামীর প্রতি ক্ষোভ বাড়ায়, সংসারে অ'শান্তি আনে, আর শেষমেশ ধ্বংসের দিকে ঠেলে দেয়।

সত্যি কথা হলো, যারা এভাবে প্রশংসা করে, তারা আপনাকে বিয়ে করতে চায় না। তারা দায়িত্ব নিতে চায় না। তারা চায় কেবল শরীর, কেবল ক্ষণিকের আনন্দ। যতদিন স্বার্থ আছে, ততদিন আপনি স্পেশাল। স্বার্থ শেষ আর ফিরেও তাকাবে না।

এরকম মানুষদের লাইফে বিন্দুমাত্র যায়গা দিবেন না। প্রশংসা শুনে গলে যাবেন না। যে মানুষ আপনার সংসার ভাঙতে চায়, তাকে যত দূরে রাখা যায় তত ভালো। কারণ দিনের শেষে, আপনার পাশে থাকে সেই মানুষটাই যে হয়তো কবির মতো প্রশংসা করে না, কিন্তু অসুস্থ হলে রাত জেগে আপনার যত্ন নেয়, আপনার সন্তানের দায়িত্ব নেয়, সংসারের বোঝা টানে।

মনে রাখবেন, ক্ষণিকের প্রশংসার নেশা অনেক মিষ্টি হতে পারে, কিন্তু তার ফল অত্যন্ত তেতো আর ভয়ংকর।

✍️ Rahim khan 420



নিজের অভিজ্ঞতা শেয়ার করে ভক্তদের সতর্ক থাকার পরামর্শ দেন...?
12/09/2025

নিজের অভিজ্ঞতা শেয়ার করে ভক্তদের সতর্ক থাকার পরামর্শ দেন...?

12/09/2025
12/09/2025

Follow me
Follow you back

12/09/2025

দেশে দিন দিন বেকার বাড়ছে। শিক্ষিতদের কর্ম নেই। বেকারত্ব দূর করতে ড ইউনুস সরকার কিছুই করেনি। কেউ কিছু দেখেনা মনে হয়...!

10 second back to back 💯
11/09/2025

10 second back to back 💯

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট..বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এ-ক্সি...
11/09/2025

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট..বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এ-ক্সি-ডে-ন্টে রাস্তায় স্পট ডে-থ..

ইলিশ মাছ গুলো ঠিকই পড়ে আছে কিন্তু যে খাবে সে মানুষ টাই দুনিয়াতে নাই.....

ইমাম শাফিয়ি (রাহি.) বলেন,
যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে..আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি..সেটি দুই ঠোঁটের মধ্যখানে থাকলেও তোমার হবে না...

( জীবনে কতোটা অনিশ্চিত.)...
💙

Next কে?
11/09/2025

Next কে?

08/09/2025

দুঃসময়ে সাহসী যুদ্ধার সাহসিকতা
দুঃসময় যে আমাদের মনে সাহস যোগায় তো সেই মানুষটাই মোঃ ইয়াছিন আরাফাত ভাই দুঃসময় যেরকম কথা বলে নেতৃত্ব দিত এখনো বুক বুলিয়ে সেই নেতৃত্ব দেয় আমার জানামতে অসাধারণ একটা বক্তব্য পেশ করেছেন আমাদের ভাই স্বেচ্ছাসেবক দল সভাপতি প্রার্থীমোহাম্মদ ইয়াসিন আরাফ

Address

Rahim

Telephone

+8801864590041

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAHIM KHAN 420 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RAHIM KHAN 420:

  • Want your business to be the top-listed Media Company?

Share