
29/06/2022
আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো?
আমার ফ্যামিলি তো রাজি হবে না।আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমি কেমন করে ফ্রিল্যান্সিং করব???
আরে ভাই,, ফ্রিল্যান্সিং করতে লাগে শুধু ধৈর্য আর কাজ করার প্রবল ইচ্ছা।
যদি আপনার এই ২টা জিনিস থাকে তাহলে আপনি অবশ্যই ফ্রিলান্সার হতে পারবেন।
# ফ্যামিলি মানবে না এটাই স্বাভাবিক। কারণ,তাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই। তাদেরকে ভালো করে বুঝাতে হবে। তাহলে তারা অবশ্যই বুঝতে পারবে।
# আর টাকা নেই্,, টাকা না থাকাটা তো স্বাভাবিক। কারণ,টাকা থাকলে তো আর কাজ করতেন না। কষ্ট, শ্রম আর ধৈর্য ছাড়া ভালো কিছু করা সম্ভব না। জীবনে Risk নিতে শিখুন, দেখবেন জীবন আপনাকে অনেক ভালো কিছু দিবে,
এবং তখনই আপনি সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন।।
Happy Freelancing