Jayed Bin Asad

Jayed Bin Asad This is Jayed Bin Asad. I'm a Digital Marketer. I am from Chuadanga. I am a Digital Marketer.

20/06/2024

20 AI Tools to replace your tedious work:
1. Research
- ChatGPT
- YouChat
- Abacus
- Perplexity
- Copilot
- Gemini
2. Image
- Fotor
- Stability AI
- Midjourney
- Microsoft Designer
3. CopyWriting
- Rytr
- Copy AI
- Writesonic
- Adcreative AI
4. Writing
- Jasper
- HIX AI
- Jenny AI
- Textblaze
- Quillbot
5. Website
- 10Web
- Durable
- Framer
- Style AI
6. Video
- Klap
- Opus
- Eightify
- InVideo
- HeyGen
- Runway
- ImgCreator AI
- Morphstudio .xyz
7. Meeting
- Tldv
- Otter
- Noty AI
- Fireflies
8. SEO
- VidIQ
- Seona AI
- BlogSEO
- Keywrds ai
9. Chatbot
- Droxy
- Chatbase
- Mutual info
- Chatsimple
10. Presentation
- Decktopus
- Slides AI
- Gamma AI
- Designs AI
- Beautiful AI
11. Automation
- Make
- Zapier
- Xembly
- Bardeen
12. Prompts
- FlowGPT
- Alicent AI
- PromptBox
- Promptbase
- Snack Prompt
13. UI/UX
- Figma
- Uizard
- UiMagic
- Photoshop
14. Design
- Canva
- Flair AI
- Designify
- Clipdrop
- Autodraw
- Magician design
15. Logo Generator
- Looka
- Designs AI
- Brandmark
- Stockimg AI
- Namecheap
16. Audio
- Lovo ai
- Eleven labs
- Songburst AI
- Adobe Podcast
17. Marketing
- Pencil
- Ai-Ads
- AdCopy
- Simplified
- AdCreative
18. Startup
- Tome
- Ideas AI
- Namelix
- Pitchgrade
- Validator AI
19. Productivity
- Merlin
- Tinywow
- Notion AI
- Adobe Sensei
- Personal AI
20. Social media management
- Tapilo
- Typefully
- Hypefury
- TweetHunter

Freelancer দের ১০ টি বৈশিষ্ট্যঃ১। সবকিছুর চাইতে Buyer Work বেশিগুরুত্বপূর্ণ মনে করেন। ২। এরা ঘুমায় সকাল ৭-৮ টায় উঠেসকাল ...
10/10/2023

Freelancer দের ১০ টি বৈশিষ্ট্যঃ
১। সবকিছুর চাইতে Buyer Work বেশি
গুরুত্বপূর্ণ মনে করেন।
২। এরা ঘুমায় সকাল ৭-৮ টায় উঠে
সকাল ১১-০১টায়।
৩। এদের প্রধান উক্তি, “Money Can Buy
Happiness"
৪। এরা ঘুঘুর মত একটানা 8-12 ঘন্টা
পিসির সামনে বসে থাকতে
পারবে।
৫। এরা খাবার ব্যতিত থাকতে
পারবে বাট নেট ব্যতিত ১ মিনিট
থাকতে পারবে না।
৬। কাজ করার সময় যদি এদেরকে কফি
দেওয়া হয় কফি কখন যে শরবত হয়ে
যায় এরা নিজেরাও জানে না।
৭। এরা সাধারনত শান্ত প্রকৃতির হয়।
৮। এদের মোবাইলে কখনোই চার্জ
থাকে না।
৯। এরা যখন কোন কাজ করে তখন যদি
এদের পাশে বিশ্বযুদ্ধও হয় তা বুঝতে
পারে না।
১০। যে কোন উপলক্ষ যে কোন বিশেষ
দিন সব দিনেই এরা কাজ করে।
❤️❤️❤️

লোগো হলো একটি চিহ্ন, চিত্র, বা লেবেল, যা একটি প্রতিষ্ঠান, প্রতিষ্ঠা, পন্য, সেবা, বা ব্র্যান্ডের  শনাক্ত করতে ব্যবহৃত হয়।...
14/09/2023

লোগো হলো একটি চিহ্ন, চিত্র, বা লেবেল, যা একটি প্রতিষ্ঠান, প্রতিষ্ঠা, পন্য, সেবা, বা ব্র্যান্ডের শনাক্ত করতে ব্যবহৃত হয়। লোগো একটি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, বৃদ্ধি, প্রতিস্থাপন, এবং ব্র্যান্ড প্রতিনিধিত্ব করে এবং মার্কেটিং এবং প্রতিষ্ঠানের পরিচিতি তৈরি করে। লোগো প্রতিষ্ঠানের পরিচয় এবং গ্রাহকের মনে একটি স্থায়ী চিত্র তৈরি করে ।

আপনার প্রতিষ্ঠান বা ব্যক্তিগত লোগো ডিজাইন তৈরি করতে বা যেকোনো তথ্য জন্য বিস্তারিত জানতে ইনবক্স করুন।

Gmail:- [email protected]
Contract:- 01787882267 (WhatsApp)

আর নয় বেকার এখন হবে বেকারত্ব  দুর❤️❤️❤️ঘরে বসে স্বাধীন মুক্ত  পেশায় কাজ করে   ঘুছিয়ে নেও তোমার জীবন আর হাসি খুশি জীবন উপ...
13/09/2023

আর নয় বেকার এখন হবে বেকারত্ব দুর❤️❤️❤️ঘরে বসে স্বাধীন মুক্ত পেশায় কাজ করে ঘুছিয়ে নেও তোমার জীবন আর হাসি খুশি জীবন উপভোগ করো ।।। ঘরে বসেই সম্ভব এ মুক্ত পেশা।।।।🤩🤩🤩

12/09/2023
আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন....আপনি যখন ব্যাবসা শুরু করবেন তখন দেখবেন,প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস...
17/08/2023

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন....

আপনি যখন ব্যাবসা শুরু করবেন তখন দেখবেন,
প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে, তারা সবাই আপনার অপরিচিত মানুষ কিন্তু প্রথমে আপনার খুব কাছের বন্ধুরা হয়ত আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে।

কেউ কেউ হয়ত আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে।
কেউ হয়ত ভাববে আপনি কিছুই করতে পারবেন না,
আপনাকে দিয়ে কিছুই হবে না ।

আপনি যখন আপনার কোন আত্মীয়ের কাছে কোন প্রডাক্ট বিক্রি করেন, তারা এটা ভাববে আপনি কতো টাকা লাভ করলেন কিন্তু তারা এটা ভাববে না তাদের কতো টাকা সেভিংস হলো।

এমনকি তারা আপনাকে ব্যতিত অন্যত্রে পন্য কিনে ঠকতেও দ্বিধা করবে না‼️

এরপর একটা সময় আসবে, যখন আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। বাকিটা মিলিয়ে নিবেন ।

জীবন কখনো সহজ হয়না বরং নিজেকে শক্তিশালী করতে হয় পরিবেশ পরিস্থিতির সাথে এভাবে মানিয়ে চলতে হয়।সাহস শক্তি ও মনবল থাকলে এইভা...
16/08/2023

জীবন কখনো সহজ হয়না বরং নিজেকে শক্তিশালী করতে হয় পরিবেশ পরিস্থিতির সাথে এভাবে মানিয়ে চলতে হয়।

সাহস শক্তি ও মনবল থাকলে এইভাবে ও হাটা যায়,
একা পথ পার হওয়া যায় ,কেউ পাশে থাকুক আর না থাকুক ,

শুধু নিজের প্রতি বিশ্বাস রাখাটা জরুরি।

মার্কেটপ্লেস এর বাহিরে কি কাজ করা সম্ভব ?আমি বলব যে মার্কেটপ্লেস এ বাহিরে কাজ করা নিসন্দেহে সম্ভব। আপনি চাইলে মার্কেপপ্ল...
15/08/2023

মার্কেটপ্লেস এর বাহিরে কি কাজ করা সম্ভব ?
আমি বলব যে মার্কেটপ্লেস এ বাহিরে কাজ করা নিসন্দেহে সম্ভব। আপনি চাইলে মার্কেপপ্লেস এর বাহিরেও কাজ করতে পারবেন। কিন্তু মার্কেটপ্লেস এ কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে হবে। এতে করে যে সুবিধাটা হয়, সেটা হলো ক্লাইন্ট এর সাথে যে কমিনিকেশন এর বিষয় রয়েছে এটা আপনার মধ্য প্রোপারলি ঢুকে যাবে। এই অভিজ্ঞতা যখন আপনার ভিতরে থাকবে।তখন খুব সহজেই আপনি মার্কেটপ্লেস এর বাহিরে সহজেই ক্লাইন্টদের সাখে কমিনিকেশন করতে পারবেন। কারণ মার্কেটপ্লেস এর বাহিরে ক্লাইন্ট কমিনিকেশন একটু আলাদা হয়। এখানে মেধাকেে একটু বেশি কাজে লাগাতে হয়। তা না হলে আপনি মার্কেটপ্লেস এর বাহিরে কাজ করতে পারবেন না। আপনি যখন মার্কেটপ্লেস এ কাজ করেন তখন আপনার কেনো টেনশন থাকে না। আপনাকে একটা মেসেজ করতেছে কাজ দিচ্ছে। আপনি কাজটি কমপ্লিট করে ওখানে দিয়ে দিচ্ছেন। কিন্তু আপনি যখন মার্কেটপ্লেস এর বাহিরে কাজ করতে যাবেন। তখন আপনাকে ক্লাইন্টকে মেইল করতে হবে। হয়তবা জুম মিটিং করতে হবে। হয়তবা সরাসরি ফোনে আপনাকে কথা বলতে হতে পারে। মার্কেটপ্লেস হলে কি হয় মার্কেটপ্লেসই আপনাকে পেমেন্ট করে দিচ্ছে। মার্কেটপ্লেস এর বাহিরে আপনাকে কোনো ব্যাংক এর মাধ্যমে আপনাকে টাকা আনতে হবে। এ বিষয়ে আপনাকে কথা বলতে হবে।মানে আপনি যখন মার্কেটপ্লেস এর বাহিরে কাজ করতে যাবেন। আপনাকে অনেক ঝামেলা মাথায় নিয়ে কাজ করতে হবে। তবে অনেক সুবিধা এখানে আছে। আশাকরি মার্কেটপ্লেস এর বাহিরে কাজ করা সম্ভব এটা বুঝে গিয়েছেন। ভালো দক্ষতা থাকলে আপনি ভালো সুবিধা পাবেন এখানে। মানে অনেক কয়টা বিষয় আপনাকে বাহিরে মেনেজ করতে হবে।তাই মার্কেটপ্লেস এর বাহিরে যারা কাজ করবেন। তাদের এই বিষয়গুলো বেশি জানতে হবে।
সুতরাং আপনি চিন্তা করে দেখবেন কোনটাতে আপনার ভালো হচ্ছে।



বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অন্যতম জনপ্রিয় পেশা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং শিখে আপনিও হতে পারেন...
11/08/2023

বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অন্যতম জনপ্রিয় পেশা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং শিখে আপনিও হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার এবং ঘরে বসেই আয় করতে পারেন লক্ষাধিক বৈদেশিক মূদ্রা।

আপনাকে একজন সফল ডিজিটাল মার্কেটার এবং ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামে হারবার আইটি নিয়ে এসেছে "ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং" কোর্স।
এখানে মেন্টর হিসেবে থাকছেন আপওয়ার্কের টপরেটেড ফিল্যান্সার ও ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট সফল ফ্রিল্যান্সাররা, যারা শুধুমাত্র আপওয়ার্ক এবং ফাইভার থেকেই আয় করেছে লক্ষ লক্ষ টাকা।

সুতরাং আপনিও নিজেকে একজন সফল ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলতে পারেন।

আমাদের কোর্সের সুবিধাসমূহঃ
• অভিজ্ঞ ও দক্ষ ইন্সট্রাক্টর দ্বারা পরিচালিত
• কোর্স শেষে সার্টিফিকেট প্রদান
• ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার গাইডলাইন
• ইন্টারন্যাশনাল মার্কেট স্ট্যান্ডার্ড
• ক্লাসের রেকর্ড রেকর্ড প্রদান
• অনলাইন সাপোর্ট



আসলেই কি অনলাইন ক্যারিয়ার গঠন সম্ভব? এমন প্রশ্ন আপনার মাথায় অনেক সময় ঘুরতে পারে এমনকি ঘুরেও থাকে। তবে এই প্রশ্নের সঠি...
10/08/2023

আসলেই কি অনলাইন ক্যারিয়ার গঠন সম্ভব? এমন প্রশ্ন আপনার মাথায় অনেক সময় ঘুরতে পারে এমনকি ঘুরেও থাকে। তবে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ‘হ্যাঁ’ অনলাইনের মাধ্যমে নিজের জীবিকা ক্যারিয়ার গঠন করা সম্ভব যদি আপনার ইচ্ছে মন মানসিকতা সম্বল থাকে সে ক্ষেত্রে। কেননা প্রত্যেকটা জিনিস আপনার উপর ডিপেন্ড করে। আপনার মনের মধ্যে যদি ইচ্ছা থাকে আগ্রহ থাকে আকাঙ্ক্ষা থাকে সে ক্ষেত্রে আপনি সেই কাজে সফল হতে পারবেন।❤️✌️

নিজের ক্যারিয়ারকে গঠন করতে প্রয়োজন নিজের শক্তি ব্রেন, সর্বদা সত্য পথ। অনেকেই হয়তো ভাবছেন খারাপ পথে বিভিন্নভাবে উপার্জন করা সম্ভব এবং রাতারাতি সেখান থেকে প্রচুর টাকা উপার্জন করা সম্ভব! এই ভাবনা যাদের মধ্যে এখনো বিরাজমান তারা নিমিষেই সেখান থেকে বেরিয়ে পড়ুন কারণ খারাপ পথে উপার্জন করে আজ পর্যন্ত কেউ সেটা খেয়ে মরতে পারে নি। খারাপ পথে উপার্জন করা টাকা গুলো কেবলমাত্র মানুষ খেয়ে পড়ে শেষ করে দিয়েছে। খারাপ কাজের টাকাগুলো দিয়ে কেউ ভালো করে কাজ করতে পারেনি এবং কখনও পারবে না।;অনলাইন ক্যারিয়ার গঠন করতে এর মধ্য থেকে অথবা অনলাইনে যে সকল কাজগুলো বিরাজমান রয়েছে এবং যে সকল কাজগুলো লাইফটাইম করার সুবিধা আপনি পাবেন সেগুলো থেকে একটা কাজ সিলেক্ট করুন ‌‌। এখানে হয়তো অনেকেই বলে থাকবে আমি একসাথে কয়েকটা কাজ সিলেক্ট করি এবং সেখান থেকে যে যেটাতে আমি সফল হয় সেটা করব কিন্তু এটা সম্পূর্ণ ভুল এবং পরিপন্থী একটা আইডিয়া।💪



♣What is freelancing?(ফ্রিল্যান্সিং কি)  #ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে...
05/08/2023

♣What is freelancing?(ফ্রিল্যান্সিং কি)

#ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।♣

এর মাধ্যমে কাজ করা লোকেরা স্বনির্ভর (self-employed) থাকেন | তাই, ফ্রিল্যান্সিং এর মানে হলো স্বাধীনভাবে কাজ করা বা মুক্ত পেশা | ♣
এই প্রক্রিয়াতে লোকেরা অনলাইনে বিভিন্ন সূত্রের মাধ্যমে কাজ খুঁজে নিজের কাজ করেন এক্ষেত্রে যারা এভাবে স্বাধীন হয় freelancing করেন, তাদের ❝Freelancer❞ বলা হয় |♣



Address

Chuadanga
Chuadanga
7222

Telephone

+8801787882267

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jayed Bin Asad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jayed Bin Asad:

Share