
12/04/2025
বুদো,
আমাদের ওসমানপুর বাজারের পুরাতন একজান চা বিক্রেতা, দু মুঠো ডাল-ভাতের ব্যবস্থা এই চায়ের দোকান থেকেই হয় । উনি শারিরীক ভাবে প্রতিবন্ধী, উনার দুটি পা-ই অচল, কিছুদিন যাবত লক্ষ্য করছিলাম বুদো জামাই আর দোকানে আসছে না, পরে শুনলাম তিনি নাকি গুরুতর অসুস্থ, খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম ফুসফুসে সমস্যা এবং হার্টের সমস্যা হয়েছে, কুষ্টিয়ায় পরিপূর্ণ চিকিৎসা হয়নি ডাক্তার বলেছে রাজশাহী গিয়েন উন্নত চিকিৎসা করাতে, কিন্তু বুদো জামাইয়ের সেই সক্ষমতা না থাকায় সে অনুরোধ করলো কিছু টাকা ম্যানেজ করে দেওয়ার জন্য।
যেহেতু তার চিকিৎসার প্রয়োজন আমিও আর না ভেবে গ্রামের কিছু বড় ভাইদের নিয়ে নিজের উদ্যোগে ওসমানপুর বাজারে টাকা কালেকশন শুরু করি, আলহামদুলিল্লাহ আমরা একদিনে ৯০০০৳ টাকার কিছু কম কালেকশন করি, যা তার পরিবারের কাছে চিকিৎসার জন্য বুঝিয়ে দিয়ে এসেছি