Meraj

Meraj Welcome to my new page �

বুদো, আমাদের ওসমানপুর বাজারের পুরাতন একজান চা বিক্রেতা, দু মুঠো ডাল-ভাতের ব্যবস্থা এই চায়ের দোকান থেকেই হয় । উনি শারির...
12/04/2025

বুদো,
আমাদের ওসমানপুর বাজারের পুরাতন একজান চা বিক্রেতা, দু মুঠো ডাল-ভাতের ব্যবস্থা এই চায়ের দোকান থেকেই হয় । উনি শারিরীক ভাবে প্রতিবন্ধী, উনার দুটি পা-ই অচল, কিছুদিন যাবত লক্ষ্য করছিলাম বুদো জামাই আর দোকানে আসছে না, পরে শুনলাম তিনি নাকি গুরুতর অসুস্থ, খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম ফুসফুসে সমস্যা এবং হার্টের সমস্যা হয়েছে, কুষ্টিয়ায় পরিপূর্ণ চিকিৎসা হয়নি ডাক্তার বলেছে রাজশাহী গিয়েন উন্নত চিকিৎসা করাতে, কিন্তু বুদো জামাইয়ের সেই সক্ষমতা না থাকায় সে অনুরোধ করলো কিছু টাকা ম্যানেজ করে দেওয়ার জন্য।

যেহেতু তার চিকিৎসার প্রয়োজন আমিও আর না ভেবে গ্রামের কিছু বড় ভাইদের নিয়ে নিজের উদ্যোগে ওসমানপুর বাজারে টাকা কালেকশন শুরু করি, আলহামদুলিল্লাহ আমরা একদিনে ৯০০০৳ টাকার কিছু কম কালেকশন করি, যা তার পরিবারের কাছে চিকিৎসার জন্য বুঝিয়ে দিয়ে এসেছি

Thanks to Alamdanga Citizens Committee, for giving me this special honour.We are the warriors of Alamdanga 💥
21/02/2025

Thanks to Alamdanga Citizens Committee, for giving me this special honour.
We are the warriors of Alamdanga 💥

31/01/2025

সময় তখন ২০১২-১৩ শীত প্রায় শেষের দিকে বাতাসে তখনো হালকা ঠান্ডার স্পর্শ থাকত, কিন্তু রোদের তাপও একটু একটু করে বাড়তে শুরু করত। আম্মু তখন শীতের পোশাক, কম্বল, কাথা ধুয়ে রোদে শুকাতে দিতেন, আর আমরা, সেটাকেই বানিয়ে ফেলতাম আমাদের খেলার রাজ্য!
বাড়ির উঠোনজুড়ে লম্বা দড়ি টাঙানো থাকত, তার ওপর ঝুলত কম্বল, লেপ আর কাথা। শুকানোর জন্য এমনভাবে ঝুলিয়ে রাখা হতো যে, সেগুলো একটার সঙ্গে আরেকটা লেগে থাকত, তৈরি হতো এক ধরনের ছোট ছোট ঘর বা টানেল। আমি আর আমার কাজিনেরা, এই ঝুলন্ত কম্বল,কাথার ফাঁকে ফাঁকে ঢুকে যেতাম, কম্বল আর লেপ-কাথার গায়ে তখনো কাঁচা রোদ আর সাবানের হালকা গন্ধ লেগে থাকত। আবার পলানটুক ও খেলতাম, ভাবতাম মাথা লোকানো আছে মানেই আমাকে আর কেউ দেখতে পারছে না। যেন এক রহস্যময় রাজ্যের বাসিন্দা!
তখন কোনো চিন্তা ছিল না, ছিল না কোনো ব্যস্ততা,শুধু নির্মল আনন্দ আর খেলা। ছোট ছোট সেই আনন্দগুলোই ছিল আমাদের কাছে বিশাল বড় এক দুনিয়া।
🖋️মেরাজ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
14/01/2025

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় "জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা" নামে নতুন একটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ও ...
10/01/2025

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় "জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা" নামে নতুন একটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ও আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো!! আলমডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক Said Hiron এবং হারদি কলেজের এ কে এম ফারুক স্যারের উপস্থিতিতে তরুণ পরিবেশকর্মী Shakil Ahmed, Mahmudul Hasan, Touhidur Rahaman Prince'people-এর নেতৃত্বে গড়ে উঠলো এই প্লাটফর্ম। ঐতিহ্যবাহী ও সমৃদ্ধশালী উপজেলা আলমডাঙ্গার জীববৈচিত্র্য সংরক্ষণে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি। শুভ কামনা রইল সংশ্লিষ্ট সকলের প্রতি।

ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪সোহরাওয়ার্দী উদ্দান, ঢাকা।
02/01/2025

ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪
সোহরাওয়ার্দী উদ্দান, ঢাকা।


আলহামদুলিল্লাহ,চুয়াডাঙ্গা হতে যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, হাটবোয়ালিয়া রোডে চলমান সকল স্থানীয় বাসে শিক্ষার্থীদের জ...
25/12/2024

আলহামদুলিল্লাহ,
চুয়াডাঙ্গা হতে যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, হাটবোয়ালিয়া রোডে চলমান সকল স্থানীয় বাসে শিক্ষার্থীদের জন্য হাফ (অর্ধেক) ভাড়ার বিষয়টা নিশ্চিত করা হয়েছে।
সার্বিক সহযোগিতায়- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চুয়াডাঙ্গা।

30/11/2024

ভারতের দালাল হলুদ সাংবাদিক "মুন্নি সাহা" আটক।

26/11/2024




চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা।
25/11/2024

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা।

20/10/2024

-- মানুষ মরে গেলে পচে যায়,
আর বেঁচে থাকলে বদলায়।

29/04/2024

এই প্রচন্ড গরমে একটু ঠান্ডা পানি দিয়ে সাহায্য করার চেষ্টা। 🖤


সাথে ছিলো বন্ধু Khalid Khan Arafat Sani

Address

Chuadanga
Chuadanga
7200

Alerts

Be the first to know and let us send you an email when Meraj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meraj:

Share