19/06/2025
"বৃষ্টিভেজা চায়ের মুহূর্ত"
বৃষ্টি পড়ছে ধীরে ধীরে, ছাদের টিনে টপ টপ শব্দ তুলে। চারপাশটা কুয়াশায় ঢেকে গেছে, সবুজে ভিজে ওঠা প্রকৃতির মাঝে আমি এক কাপ গরম চা হাতে নিয়ে বসে আছি। চায়ের ধোঁয়া হালকা করে মুখে এসে লাগছে, যেন মনের সব ক্লান্তি ধুয়ে দিচ্ছে।
ঠিক তখনই মোবাইলটা ‘টিং’ করে উঠল। এক ক্লায়েন্টের মেসেজ। “ভাই, একটু সময় দিবেন? একটা ক্যাম্পেইন নিয়ে আলোচনা করতে চাই।”
মনটা একটু চুপসে গেল, যেন বৃষ্টির রোমান্টিকতায় হঠাৎ অফিস টাইম ঢুকে পড়েছে। কিন্তু আবারও চায়ের দিকে তাকালাম। এই গ্লাসটা শুধু এক কাপ চা না, এটা যেন আমার ছোট একটা জগত—শান্তির, নিজের সাথে কথা বলার একটা মুহূর্ত।
আমি মেসেজের রিপ্লাই দিলাম, “অবশ্যই ভাই, দশ মিনিট পরে কল দিচ্ছি।”
চায়ের কাপে চুমুক দিলাম। জানালার বাইরে তাকিয়ে দেখি, দূরের নদীটা টুপটাপ শব্দে প্রাণ ফিরে পেয়েছে। বৃষ্টির দিনে যে ক্লায়েন্টের মেসেজও একটা আলাদা ধরণের গল্প হয়ে ওঠে, সেটা আজ অনুভব করলাম।
এই মুহূর্তটা আমার, এই চা, এই বৃষ্টি, আর একটু পরের কর্পোরেট মিটিং—সব মিলিয়ে একরকম শুদ্ধতা। কিছুক্ষণ পর আবার দুনিয়ার চাকা ঘুরবে, কিন্তু তার আগে আমি বৃষ্টিভেজা চায়ের এই ছোট্ট সুখটুকু পুরোপুরি উপভোগ করব।
#চায়েরমুহূর্ত
#বৃষ্টিরদিন
#চায়েরআড্ডা
#ক্লান্তিমুক্তিকাভাব