05/11/2025
আলহামদুলিল্লাহ,,আজকের দিনটা ছিল আমার জীবনের আরেকটা বিশেষ অধ্যায় — আমার রাজকন্যার জন্মদিন। সকাল থেকেই বাড়ি ভরে উঠেছিল হাসি, আনন্দ আর ভালোবাসায়। ছোট্ট মেয়েটির মুখে হাসি দেখেই মনে হলো, সব কষ্ট যেন মুছে গেল এক নিমিষে। মিলাদ ও দোয়ার পরে একটু আনন্দ ভাগাভাগি করলাম।
বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাই মিলে আজকের দিনটিকে করে তুলেছিল আরও রঙিন। কেকের মোমবাতি নিভানোর মুহূর্তটা যেন সময় থেমে গিয়েছিল আনন্দের আলোর ঝলকানিতে।
ধন্যবাদ সবাইকে, যারা শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আমাদের দিনটাকে আরও সুন্দর করে তুলেছেন। 🙏