
22/07/2025
পোড়া জায়গায় পানি লাগালে ওরা একটু শান্তি পায়, তাই মাইলস্টোনের পাশেই দোকানদার দাম বাড়িয়ে প্রতি বোতল পানি ২০০ টাকা করে বিক্রি করল,আবার সুলতান ডাইন পিকআপ ভর্তি পানি নিয়ে আসলো ফ্রিতেই দিল,বিপদে নাকি কাছের মানুষরাই আগে পাল্টে যায় এটাই বাস্তব। নিঃস্বার্থ মানবতার কাজে যারা এগিয়ে আসে তাদেরকে স্যালুট জানাই।