Asz world

Asz world hi! i'm a simple man. i'm just trying to reveals my daily activities and my little photography.

31/12/2025

Rema-kalenga wildlife ❤️
(ভিডিও টি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো)🙏

পাহাড়,বন-জংগল আমাকে প্রতিনিয়ত ডাকে,লোকালয় থেকে একটু দূরে,ঠিক যেনো আমার একাকীত্ব। একা থাকার চেয়ে আনন্দদায়ক কিছু নেই।যেখান...
30/12/2025

পাহাড়,বন-জংগল আমাকে প্রতিনিয়ত ডাকে,লোকালয় থেকে একটু দূরে,ঠিক যেনো আমার একাকীত্ব।

একা থাকার চেয়ে আনন্দদায়ক কিছু নেই।
যেখানে পৃথিবীর সমস্ত অযাচিত মাথাব্যথা থেকে নিজেকে উৎসর্গ করা যায় প্রকৃতির কাছে, যারা আমার মতোই একা,বোবা।

28/12/2025

হাওরের সৌন্দর্য ❤️

27/12/2025

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদ ছাড়লো খোদা বকশ চৌধুরী

বিশৃঙ্খলায় ফরিদপুর ছাড়লো নগর বাউল

গণ অধিকার পরিষদ ছাড়লো রাশেদ খান

এনসিপি ছাড়লো তানসিম জারা, আরশাদুল হক

মিডিয়া ছাড়লো সিমরিন লুবাবা

এলডিপি ছাড়লো রেদোয়ান আহমদ

রাজনীতি ছাড়লো মাগুরা বিএনপির সাবেক এমপি

ভোটার নিবন্ধন শেষে ইসি ছাড়লো তারেক রহমান

দেশ ছাড়লো বেবিচক পরিচালক আবু সাঈদ

রুমিন ফারহানার আসন ছাড়লো বিএনপি

কদিন যাবৎ কেবলই ছাড়ার খবর। আঁকড়ে ধরে রাখার খবর কেবল স্বরাষ্ট্র উপদেষ্টার।

যতদিন থাকবে পেঁয়াজের দাম কমানোর চেষ্টা, ততদিন থেকে যাবে স্বরাষ্ট্র উপদেষ্টা...

আমাদের পরিচয় টা ভুল সময়ে হয়েছিলো? নাকি আমরা একে অপরের জন্য ভুল ছিলাম? যেটাই হোক; ফলাফল একটাই তোমাকে আমি কখনো পাবোনা।তুমি...
27/12/2025

আমাদের পরিচয় টা ভুল সময়ে হয়েছিলো? নাকি আমরা একে অপরের জন্য ভুল ছিলাম? যেটাই হোক; ফলাফল একটাই তোমাকে আমি কখনো পাবোনা।

তুমি আমার না; তুমি অন্য কারো। এই ছোট্ট দুটি কথা আমার মস্তিষ্কে এমন ভাবে বিচরণ করেছে, যেনো পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় টা আমার বুকের ওপর।

তোমাকে সুখী দেখতে পারা আমার চোখের জন্য যতটা শান্তির, ততটাই দুর্বিষহ তোমার চোখে অন্য কারো জন্য ভালোবাসা দেখা। নিজের চোখে অন্য কারো সাথে ভালো থাকতে দেখা।

Book - স্মৃতিকোঁজ
Writer - Ashraf Ahmed

26/12/2025

তোমার বোঝা উচিৎ পুরো মহাবিশ্বে আমার তোমাকেই কেনো মনে ধরেছে। তোমার জানা উচিৎ এত এত চোখের ভীড়ে তোমার চাহুনিতে কেনো আমার চোখ আটকেছে।তোমার শোনা উচিৎ; কেনো ফেলে আসা ব্যথার দিনে রোজ নিয়ম করে ততটা যন্ত্রণা অনুভব হয়নি, যতটা যন্ত্রণা তোমার নিরবতা নিস্তব্ধতা বিষন্নতায় হয়েছে।তোমার পুরোটা জানা উচিৎ; কারণ এত বড় মহাবিশ্বে কেবল একমাত্র আমিই যে নিজের আগে তোমার ভালোর কথা চিন্তা করেছে, তোমার সুখের স্বপ্ন দেখেছে।
Book - শেষ অধ্যায় Writer - Ashraf Ahmed .
In frame: Rudro and his wife

তুমি আমাকে দুঃখ দিও, তবে দূরত্ব দিয়ে নয়। তুমি আমাকে অবহেলা দিও, তবে উপেক্ষা করে নয়। তুমি দিও ক্রোধে ঝলসে খসে পড়ে যাওয়া চ...
26/12/2025

তুমি আমাকে দুঃখ দিও, তবে দূরত্ব দিয়ে নয়। তুমি আমাকে অবহেলা দিও, তবে উপেক্ষা করে নয়। তুমি দিও ক্রোধে ঝলসে খসে পড়ে যাওয়া চামড়ার মত আঘাতের উত্তাপ, তবে বিচ্ছেদ ঘটিয়ে নয়।

তোমার দেওয়া সবচেয়ে নির্মম নিঃসংশ ব্যথা সইতে পারবো। কিন্তু তোমাকে হারানোর ব্যথা সহ্য করা অসাধ্য। তুমি যখন আমার সাথে দূরত্ব বাড়াও, আমি হয়ে যাই জলাতঙ্ক রো'গীর মত। তুমি যত দূরে যাও অস্থিরতায় আমি ততই কাতরাতে থাকি।

তুমি যখন আমাকে উপেক্ষা করো, মনে হয় এই পৃথিবীর সবচেয়ে অবহেলিত প্রাণী টা আমি। যেনো দিনের পর দিন তপ্ত রোদে রাস্তার কিনারে বস্তা মুড়িয়ে; অর্ধ পচা দেহ নিয়ে একজন তিলেতিলে ম`রছে, অথচ কেউ এক ফোঁটা পানি এগিয়ে দিচ্ছে না।

তুমি বিচ্ছেদ চাইবে মনে হলে ধীরেধীরে আমার মস্তিষ্ক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। ঠিক যেমন ঘরের এক কোণে অযত্নে পড়ে থাকা প্যারালাইসিস রোগীর মত। আমি দিকবিদিক হারিয়ে ফেলি! ভুলে যাই ভাষা, হারিয়ে ফেলি হাঁটাচলার শক্তি।

বোধকরি তোমাকে পেলে আমার ম`রণব্যাধি রো'গেও কষ্ট অনুভব হবেনা, কিন্তু "তোমাকে পাবো না" শুধুমাত্র এই ভাবনাতেই টের পাই ভূ'মিক'ম্পের মত তীব্র গতিতে একটা গোটা শহরের উঁচু উঁচু দালান আমার উপর ধসে পড়েছে।

In words - Ashraf Ahmed

18/12/2025

#অথেন্টিক_নিউজ
হাদী ভাই আর আমাদের মাঝে নাই 🥺
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিয়োন

আমার চোখ দুইটা লাস্ট কবে ভিজছে মনে নাই, কিন্তু আজকে এই মানুষটার জন্য অটোমেটিক চোখ দিয়ে পানি বের হচ্ছে।

এতটা দিন আশা ছিলো, ইনশাআল্লাহ বেচে যাবে।
কিন্তু আজকে ৯.৪০ মিনিটে অথেনটিক নিউজ আসে ,হাদী ভাই আর নাই 💔

আল্লাহ! তুমি হাদী ভাইরে জান্নাতুল ফেরদৌস দান কর

Winner এর শোরুম এখন বানিয়াচং এ ❤️আজকে উদ্ভোধনী অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পন্ন হয়।উদ্ভোধনী অনুষ্ঠান উপলক্ষে থাকছে সকল পণ...
18/12/2025

Winner এর শোরুম এখন বানিয়াচং এ ❤️
আজকে উদ্ভোধনী অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পন্ন হয়।
উদ্ভোধনী অনুষ্ঠান উপলক্ষে থাকছে সকল পণ্যের উপর ২০% ছাড় ও লিমিটেড গিফট হ্যাম্পার।

আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ব্যাক্তিগত ঝামেলার কারণে ঠিক সময়ে পৌঁছাতে পারি নি।
যাইহোক , শুভ কামনা রইলো এই আউটলেটের ডিলার শিপন ভাইকে এবং ধন্যবাদ জানাই ভালোমানের সকল ক্লোথিং ব্রান্ডকে বানিয়াচংবাসীর কাছে পরিচয় করিয়ে দেয়ার জন্য।

Address

Chunarughat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asz world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category