বন্ধু বিনোদন ৪২০

বন্ধু বিনোদন ৪২০ saystaganj Chunarughat Habiganj

জীবনে কতো ঋতু আসে যায়!!!
05/11/2025

জীবনে কতো ঋতু আসে যায়!!!

সত্যি আমি অবাক!!! এই দুজনের বিষয়ে সামান্য কিছু কথা বলবো।এই দুজনকেই ব্যক্তিগত ভাবে আমি অনেক পছন্দ করি। যে যার জায়গা থেকে ...
03/11/2025

সত্যি আমি অবাক!!!
এই দুজনের বিষয়ে সামান্য কিছু কথা বলবো।
এই দুজনকেই ব্যক্তিগত ভাবে আমি অনেক পছন্দ করি। যে যার জায়গা থেকে তারা অনেক পরিশ্রম করে সফলও হয়েছেন এবং অনেক মানুষের মনে তারা খুব ভালো জায়গা করে নিয়েছেন ভালো কাজের মাধ্যমে । দেশসেরা কন্টেন্ট ক্রিয়েটর এর মধ্যে তারা অন্যতম। মানবতার কাজ করে দুজনেই দেশের মানুষের খুব কাছে পৌছে গেছেন। একটা সময় দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্কও ছিলো। শুধুমাত্র Thought Of bilal ভাইয়ের একটা বই এর মূল্য নিয়ে মূলত দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। Brain Message ( jewel vai) কিছু প্রতিক্রিয়া জানান, তার কথার মধ্যে কিছু অস্বাভাবিক কথা ছিল, মূলত এখান থেকে শুরু হয় সম্পর্কের অবনতি। তার পাল্টা জবাব বিল্লাল ভাই আবার দেন। বিল্লাল ভাইয়ের কথাতেও অস্বাভাবিক আচরণ ছিল। যা প্রকাশ করা অনলাইন প্লাটফর্মে কারোই কাম্য ছিল না। এভাবেই মূলত এদের দুজন থেকে আরো অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে এটি। আরো অনেকেই অনেক অশালীন কথাবার্তা বলে ভিডিও পোস্ট করতেছেন।

যেহেতু জুয়েল ভাই ঘটনার সূত্রপাত করেছেন, তাকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি,ভাই বিষয়টা খারাপ ভাবে নিবেন না। আপনি চাইলে বিল্লাল ভাইয়ের সাথে সরাসরি কথা বলে এটা একটা সমাধান করতে পারতেন। তাহলেই এত পাল্টাপাল্টি অশালীন আচরণ কেউ করত না, সারাদেশে এটা একটা ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। কারণ আপনাদেরকে অনেক কনটেন্ট ক্রিয়েটর আইডল হিসেবে মানে।

বিল্লাল ভাইয়ের উদ্দেশ্যে করে কিছু কথা বলতেছি, আপনিও বিষয়টা খারাপ ভাবে নিবেন না। এ পর্যন্ত আপনি অনেক ভাল কাজ করেছেন। আপনারা উচিত হয়নি এতটা অশালীন আচরণ করে ভিডিও করার। আপনারও দেশে বিদেশে অনেক ভক্ত আছে এটার উপরে অনেক বড় ধরনের একটা এফেক্ট পড়েছে।
সব কথার জবাব দিতে হয় না কেউ গায়ে পড়ে লাগতে আসলেও জবাব দিতে হয় না নিরবতায় অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়।
আপনার একজন ভক্ত হিসেবে একটা কথাই বলব, আপনি একটু ব্রেক নিন, একটু বিশ্রাম নিন, একটু নিজেকে সময় দিন, তারপর আবার কাম ব্যাক করুন।
আশেপাশে যারা ঘোরাফেরা করে তাদেরকে একটু ছুটি দিন, নিজের জন্য একটু একান্ত সময় বের করুন। দেখবেন অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং অনেক কিছু বুঝে যাবেন কি করা উচিত বা কি করা উচিত না।
শুধু আপনার ভালোর জন্য নয়, এতে সবার মঙ্গল হবে কারণ আপনি মানবতার কাজ করেন, আপনি পিছিয়ে গেলে কাজগুলো পিছিয়ে যাবে।

পরিশেষে আমার একটাই প্রার্থনা - দুজনেই এই প্রতিদ্বন্দ্বিতা বন্ধ করে একে অপরের সহযোগী হন এবং মানুষের কল্যাণে কাজ করুন।
তাতে পরিবার, সমাজ, দেশ উপকৃত হবে।
আশাকরি কোনো একদিন এই ভুল দ্বন্দ্বের অবসান হবে এবং উপরের ছবির মতো প্রানবন্ত চমৎকার হাসি দিয়ে কামব্যাক করবেন একসাথে।
আল্লাহ হাফেজ।

02/11/2025

I gained 11,456 followers, created 49 posts and received 587 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Good night everyone
28/10/2025

Good night everyone

Good morning everyone ☕
27/10/2025

Good morning everyone ☕

Notes of inspire
26/10/2025

Notes of inspire

26/10/2025

যদি মনের শান্তি চাও
তবে ভ্রমণে বের হয়ে যাও

Morning touch 🌞🌞
26/10/2025

Morning touch 🌞🌞

25/10/2025

Crisis of Life
25/10/2025

Crisis of Life

প্রিয় জিনিসগুলো বিপরীত দিকেই থাকে,অপ্রিয় জিনিসগুলো কাছাকাছি রবে।
25/10/2025

প্রিয় জিনিসগুলো বিপরীত দিকেই থাকে,
অপ্রিয় জিনিসগুলো কাছাকাছি রবে।

শুভ সকাল
25/10/2025

শুভ সকাল

Address

Chunarughat

Website

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধু বিনোদন ৪২০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share