Deep painッ

Deep painッ —আমি সাধারণ পাঠক, নই কোন লেখক•✍🏿

জানিনা কথার জারিজুরি তবু আমি শব্দ গাঁথুনির চেষ্টা করি•||🖤🌸

💔 "মেয়ের স্তনের দু ধে বেঁচে থাকা পিতা" — এক মানবিক ভালোবাসার গল্পএই ছবিটি দেখলে হয়তো প্রথমে আপনার মনে নানা প্রশ্ন জাগবে।...
11/10/2025

💔 "মেয়ের স্তনের দু ধে বেঁচে থাকা পিতা" — এক মানবিক ভালোবাসার গল্প

এই ছবিটি দেখলে হয়তো প্রথমে আপনার মনে নানা প্রশ্ন জাগবে।
কেন এমন ছবি? কেন এমন দৃশ্য?
কিন্তু ছবিটির পেছনের সত্য ঘটনা জানলে — আপনার হৃদয়ও কেঁপে উঠবে আবেগে।

এটি কোনো অশালীন চিত্র নয়, বরং ইউরোপের বিখ্যাত শিল্পী মুরলির আঁকা এক ঐতিহাসিক চিত্রকর্ম, যার নাম “Roman Charity” (রোমান দয়া)।
এই ছবিতে লুকিয়ে আছে এক অসীম মানবিকতা ও ত্যাগের গল্প—
এক মেয়ের অকৃত্রিম ভালোবাসা আর এক পিতার প্রতি কন্যার আত্মত্যাগের কাহিনি।

🕊️ গল্পটি এমন—
ইউরোপের এক দেশে এক সময় এক নিরপরাধ ব্যক্তিকে “না খেয়ে মৃ ত্যু র” শাস্তি দেওয়া হয়।
তাকে কারাগারে বন্দী করে রাখা হয়, এবং কোনো খাদ্য গ্রহণের অনুমতি ছিল না।
দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ— ধীরে ধীরে তার দেহ ক্ষীণ হতে থাকে।

লোকটির একমাত্র কন্যা বাবাকে প্রতিদিন একবার দেখার অনুমতি পায়।
প্রবেশের আগে তাকে সম্পূর্ণভাবে তল্লাশি করা হতো,
যাতে সে কোনো খাবার বা বস্তু ভিতরে নিতে না পারে।

প্রতিদিন বাবাকে মৃত্যুর পথে যেতে দেখে মেয়েটির হৃদয় ভেঙে যাচ্ছিল।
একদিন, বাবাকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে — সে নিজের বুকের দু ধ বাবাকে খাওয়াতে শুরু করে।
এইভাবেই প্রতিদিন গোপনে বাবার জীবন বাঁচাতে থাকে সে।

মাস কেটে যায়, কিন্তু আশ্চর্যের বিষয়— পিতা এখনো জীবিত।
অবশেষে একদিন এক প্রহরী ঘটনাটি দেখে ফেলে।
সাথে সাথে বিষয়টি আদালতে পৌঁছে যায়।

সারা দেশে ছড়িয়ে পড়ে এই সংবাদ।
প্রথমে সবাই হতবাক — কিন্তু পরে মানুষের চোখ খুলে যায়।
সরকার ও সমাজ নেতারা বলেন,

> “এটি কোনো অপরাধ নয় — এটি এক সন্তানের পক্ষ থেকে পিতার প্রতি অসীম মমতা ও ভালোবাসা।”

অবশেষে আদালত পিতা ও কন্যা উভয়কেই মুক্তি দেয় —
কারণ মানবতার উপরে কোনো আইন থাকতে পারে না।

🌼 শিক্ষণীয় বার্তা

নারী— সে যেই রূপেই থাকুক, তিনি মা, বোন, বা কন্যা।
তাঁর প্রতিটি রূপেই লুকিয়ে আছে ভালোবাসা, ত্যাগ আর পবিত্রতার এক অনন্য প্রতীক।

👉 নারীকে সম্মান করুন, শ্রদ্ধা করুন।
👉 কোনো ঘটনার প্রকৃত অর্থ না জেনে নেতিবাচক মন্তব্য করবেন না।
👉 কখনো ভুলে যাবেন না—
> নারী শুধু সৌন্দর্যের প্রতীক নন, তিনি জীবনের প্রতীক।

❤️ এই ছবিটি হয়তো কথা বলে না,
কিন্তু এর নীরব বার্তায় লুকিয়ে আছে গভীর মানবতা,
যা আমাদের শেখায় —
ভালোবাসা ও ত্যাগের কোনো ধর্ম, জাতি, বা সীমানা নেই।

(copied)

__আপনার প্রথম সন্তান মেয়ে হলে খুশি হবেন তো...!! 😊🖤💔
16/09/2025

__আপনার প্রথম সন্তান মেয়ে হলে খুশি হবেন তো...!! 😊🖤💔

11/09/2025

মানুষ হইয়া ফাইসা গেছি;পাখি হইলে উইরা যাইতাম!!😅🕊️

02/09/2025

বই এবং বউ মনোযোগ দিয়ে পড়তে পারলে অনেক জ্ঞানী হওয়া যায়😊

14/08/2025

অসহায় মানুষের মুখে দুই বেলা খাবার তুলে দেওয়ার মতো শান্তি আর কোথাও নেই। আল্লাহ সকলকে কবুল করুন এবং যারা এমন নেক ইচ্ছে নিয়ে সপ্ন দেখে তাদের সপ্ন আপনি কবুল করুন।
আমিন..!

14/08/2025

⎯⃝💔 আর Ettu🤏 বড় হলেই বিয়া করমু😼 la la la⎯͢☺️⎯⃝🤘🏻!!❣️🤣🪽

20/07/2025
এমন নারী পাওয়া ভাগ্যের ব্যপার
19/07/2025

এমন নারী পাওয়া ভাগ্যের ব্যপার

Humm
19/07/2025

Humm

17/07/2025

Hospital e aisa ak rugire vallagche, amar samnei ache.akhon ki kore shuru korbo bujte partechi nh aktu help koren sobai😩

17/07/2025

রিলেশনশিপে না থাকলে হাহা দিন!🙂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Deep painッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share