![[নিয়ত পবিত্র ঈমানে অটল থাকলে..]একজন লিবিয়ান যুবক নাম তার আমের মাহদী মানসুর ! হজ্জ পালনে সৌদি যাচ্ছিলো।যেইমাত্র সে এয়ারপো...](https://img4.medioq.com/268/348/122134610072683486.jpg)
27/05/2025
[নিয়ত পবিত্র ঈমানে অটল থাকলে..]
একজন লিবিয়ান যুবক নাম তার আমের মাহদী মানসুর ! হজ্জ পালনে সৌদি যাচ্ছিলো।যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিল। নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল "~ অপেক্ষা কর" `আমরা চেষ্টা করছি--সমস্যাটা সমাধান করতে।এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ছে, আর প্লেনের দরজা বন্ধ করে দিলো। কিছুক্ষণ পর তার সমস্যা সমাধান হয়...কিন্তু পাইলট প্লেনে দরজা খুলতে রাজি হলো না।আমেরকে ফেলে রেখেই 🛫প্লেন যাত্রা শুরু করলো এবং উড়ে গেলো! অফিসাররা তাকে সান্ত্বনা দিয়ে বললো "মন খারাপ করো নাহ হয়তো তোমার তাকদীর এই বিমানে ছিলো নাহ``কিন্তু আমেরের অটল বিশ্বাস ছিলো।সে উত্তর দিলো:: `` আমার নিয়ত হজের ইনশাআল্লাহ আমি যাবোই"হঠাৎ খবর এলে প্লেনে যান্ত্রিক সমস্যা হচ্ছে এবং তা ফিরে আসছে! ~প্লেন ফিরে এলো মেরামত করা হলো..কিন্তু পাইলট তাও আমরের জন্য দরজা খুলতে রাজি হলো না।-- অফিসার আবার বললো--`` হয়তো তোমার ভাগ্যে নেই!আমের ছিলো দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা সে বললো::`আমার নিয়ত হজের ইনশাআল্লাহ আমি যাবোই``প্লেন উড়ে গেলো কিছুক্ষণ পরে আরেকটি খবর এলো: প্লেনে আবারও সমস্যা হয়েছে!এবার পাইলট নিজেই বললেন! আমি আর উড়বো না যতক্ষণ না আমের বিমানে উঠে। শেষ পর্যন্ত....আমের বিমানে উঠলো সৌদি এয়ারপোর্ট থেকে সে একটা ভিডিও করলো তার আনন্দ ছিলো বর্ণনার বাহিরে। ওহে কাবার মালিক!আপনি আমাদেরকে একবার হলেও আল্লাহুম্মা লাব্বাঈক বলে হাজিরা দেওয়ার তাওফিক দান করুন।