Naeem Ahmed - নাঈম আহমেদ

Naeem Ahmed - নাঈম আহমেদ Digital Marketing Specialist 📈 | Creative Graphic Designer 🎨

[নিয়ত পবিত্র ঈমানে অটল থাকলে..]একজন লিবিয়ান যুবক নাম তার আমের মাহদী মানসুর ! হজ্জ পালনে সৌদি যাচ্ছিলো।যেইমাত্র সে এয়ারপো...
27/05/2025

[নিয়ত পবিত্র ঈমানে অটল থাকলে..]

একজন লিবিয়ান যুবক নাম তার আমের মাহদী মানসুর ! হজ্জ পালনে সৌদি যাচ্ছিলো।যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিল। নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল "~ অপেক্ষা কর" `আমরা চেষ্টা করছি--সমস্যাটা সমাধান করতে।এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ছে, আর প্লেনের দরজা বন্ধ করে দিলো। কিছুক্ষণ পর তার সমস্যা সমাধান হয়...কিন্তু পাইলট প্লেনে দরজা খুলতে রাজি হলো না।আমেরকে ফেলে রেখেই 🛫প্লেন যাত্রা শুরু করলো এবং উড়ে গেলো! অফিসাররা তাকে সান্ত্বনা দিয়ে বললো "মন খারাপ করো নাহ হয়তো তোমার তাকদীর এই বিমানে ছিলো নাহ``কিন্তু আমেরের অটল বিশ্বাস ছিলো।সে উত্তর দিলো:: `` আমার নিয়ত হজের ইনশাআল্লাহ আমি যাবোই"হঠাৎ খবর এলে প্লেনে যান্ত্রিক সমস্যা হচ্ছে এবং তা ফিরে আসছে! ~প্লেন ফিরে এলো মেরামত করা হলো..কিন্তু পাইলট তাও আমরের জন্য দরজা খুলতে রাজি হলো না।-- অফিসার আবার বললো--`` হয়তো তোমার ভাগ্যে নেই!আমের ছিলো দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা সে বললো::`আমার নিয়ত হজের ইনশাআল্লাহ আমি যাবোই``প্লেন উড়ে গেলো কিছুক্ষণ পরে আরেকটি খবর এলো: প্লেনে আবারও সমস্যা হয়েছে!এবার পাইলট নিজেই বললেন! আমি আর উড়বো না যতক্ষণ না আমের বিমানে উঠে। শেষ পর্যন্ত....আমের বিমানে উঠলো সৌদি এয়ারপোর্ট থেকে সে একটা ভিডিও করলো তার আনন্দ ছিলো বর্ণনার বাহিরে। ওহে কাবার মালিক!আপনি আমাদেরকে একবার হলেও আল্লাহুম্মা লাব্বাঈক বলে হাজিরা দেওয়ার তাওফিক দান করুন।

প্রেমের টানে ব্রাজিলের এক যুবক বাংলাদেশে চলে এসেছে  😱
15/05/2025

প্রেমের টানে ব্রাজিলের এক যুবক বাংলাদেশে চলে এসেছে 😱

১০ বছর পর পরিবর্তন হলো গুগলের লোগো 🙂
15/05/2025

১০ বছর পর পরিবর্তন হলো গুগলের লোগো 🙂

কি অবস্থা সবার 🦎
15/05/2025

কি অবস্থা সবার 🦎

ইয়া হাবিবি 🦎
14/05/2025

ইয়া হাবিবি 🦎

গ্রামের প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা শান্তির ঠিকানা। এই রঙ আর প্রকৃতি মাখা জীবনের একটা আলাদা মায়া আছে।
11/05/2025

গ্রামের প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা শান্তির ঠিকানা। এই রঙ আর প্রকৃতি মাখা জীবনের একটা আলাদা মায়া আছে।

09/05/2025

How to be Happy in Every Situation 🙂

বাংলাদেশের যুদ্ধ বিমান 🚀
07/05/2025

বাংলাদেশের যুদ্ধ বিমান 🚀

Google Features:গুগল ফিচারস গুলোর মাধ্যেমে সহজেই যেকোনো কাজ করা যায়। নিত্যনতুন জিনিস সম্পর্কে অবগত হওয়া যায়। গুগল ক্যালে...
28/04/2025

Google Features:
গুগল ফিচারস গুলোর মাধ্যেমে সহজেই যেকোনো কাজ করা যায়। নিত্যনতুন জিনিস সম্পর্কে অবগত হওয়া যায়।

গুগল ক্যালেন্ডারের মাধ্যমে :
♦️ইভেন্ট এবং মিটিং সেট করা।
♦️রিমাইন্ডার ও নোটিফিকেশন।
♦️টাইম জোন সমর্থন।
♦️প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন

 # **🚨 ফেসবুকের নতুন আপডেট – সতর্ক না থাকলে বন্ধ হতে পারে আপনার একাউন্ট বা পেইজ! **ফেসবুক এবার অনেক বেশি কড়াকড়ি শুরু করে...
25/04/2025

# **🚨 ফেসবুকের নতুন আপডেট – সতর্ক না থাকলে বন্ধ হতে পারে আপনার একাউন্ট বা পেইজ! **

ফেসবুক এবার অনেক বেশি কড়াকড়ি শুরু করেছে স্প্যাম কন্টেন্ট নিয়ে। নতুন আপডেট অনুযায়ী নিচের জিনিসগুলো করলে আপনার পোস্ট রিচ কমে যেতে পারে, এমনকি একাউন্ট/পেইজও রিমুভ হয়ে যেতে পারে!

**🎯যেসব কনটেন্ট স্প্যাম হিসেবে ধরা হবে:**

✔অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক Hashtag ব্যবহার

✔নিজের পোস্ট নিজে নিজে বহু একাউন্ট থেকে শেয়ার করা (পেইড শেয়ারও এর মধ্যে পড়ে)

✔কমেন্টে অপ্রাসঙ্গিক, বানোয়াট বা লাইক চাইতে চাওয়া টাইপ মেসেজ — যেমন:

"পাশে থাকলে পাশে পাবেন",

"আমার পরিবার থেকে ঘুরে যাবেন",

"Nice", "Plz support me" — এসব আর চলবে না!

🔰ফেসবুক আনছে Comment Vote System (Like/Unlike) — যাতে দেখা যাবে, কোন কমেন্টগুলো পোস্টের সাথে রিলেভেন্ট আর কোনটা না।

**💢তাহলে কীভাবে ফেসবুক ব্যবহার করবেন নিরাপদভাবে?**

✔Hashtag ব্যবহার করুন ২-৩টা, সেটাও Relevance দেখে।

✔Post Organic ভাবে Share করুন, অন্যদের Naturally Encourage করুন।

✔Meaningful কমেন্ট করুন — যেন পোস্টের সাথে সংলগ্ন হয়।

✔Engaging অথচ Authentic Content তৈরি করুন।

✔কমেন্টে লাইক চাইবেন না — বরং এমন কিছু লিখুন যা পড়েই লোকে রিঅ্যাক্ট করতে চায়।

⚠️এখন থেকে ফেসবুক চালাতে হলে “Smart Content + Real Engagement” = সেরা পলিসি!

শেয়ার করে রাখুন যাতে আপনার ফ্রেন্ডরাও জানে এই নতুন আপডেট সম্পর্কে! 💬

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে ইন্সটাগ্রাম নিয়ে এলো নতুন ফিচার!Meta নিয়ে এসেছে 'Edits' — একটি নতুন Reels-Focused Video Editi...
24/04/2025

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে ইন্সটাগ্রাম নিয়ে এলো নতুন ফিচার!

Meta নিয়ে এসেছে 'Edits' — একটি নতুন Reels-Focused Video Editing অ্যাপ!

এখন থেকে Video Editing থেকে শুরু করে Sharing পর্যন্ত পুরো প্রক্রিয়াটা হবে একেবারে Seamless — সব কিছুই Reels-কেন্দ্রিকভাবে।

‘Edits’ হলো Meta’র একটি Standalone Video Editing অ্যাপ, যেখানে Shoot, Cut, Color Correction, Templates—সব কিছুই পাওয়া যাবে এক জায়গায়, এক ছাদের নিচে।

CapCut-এর মতো ফিচারসমৃদ্ধ হলেও, এটি পুরোপুরি Meta’র নিজস্ব Ecosystem-এর মধ্যে কাজ করে। সবচেয়ে বড় কথা, Instagram-এর ভেতরেই সরাসরি Reels বানানো যাবে এই অ্যাপ দিয়ে — Minimal, Professional এবং একদম Smooth ভাবে।

নিজের ভয়েসেই বানান অডিওবুক, ভয়েসওভার বা ভিডিও ন্যারেশন—এই ৫টি ফ্রি AI ভয়েস টুল দিয়ে!আপনি কি ইউটিউব ভিডিও বানান? অডিওবুক ...
22/04/2025

নিজের ভয়েসেই বানান অডিওবুক, ভয়েসওভার বা ভিডিও ন্যারেশন—এই ৫টি ফ্রি AI ভয়েস টুল দিয়ে!

আপনি কি ইউটিউব ভিডিও বানান? অডিওবুক তৈরি করতে চান? কিংবা নিজের ভয়েসে ভিডিও ন্যারেশন করতে চান কিন্তু ভয়েস ভালো নয় বা রেকর্ডিং সেটআপ নেই? চিন্তা নেই! AI ভয়েস টুল দিয়ে আপনি নিজেই বানিয়ে ফেলতে পারেন প্রফেশনাল কোয়ালিটির ভয়েসওভার—আপনার স্ক্রিপ্ট থেকে!

১) ElevenLabs.io – মানুষের মতোই স্বাভাবিক ও এক্সপ্রেশনভরা ভয়েস তৈরি করে। বাংলা ও ইংরেজি দুটোই সাপোর্ট করে।

২) TTSMaker.com – কোনো সফটওয়্যার ছাড়াই অনলাইনে টেক্সট-টু-স্পিচ সাপোর্ট। বিভিন্ন ভয়েস অপশন।

৩) Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার, বিজ্ঞাপন, ভিডিও বা প্রেজেন্টেশনের জন্য অসাধারণ টুল।

৪) Play.ht – AI ভয়েস দিয়ে খুব দ্রুত অডিওবুক বা আর্টিকেল কনভার্ট করা যায়। রেঞ্জ ও গুণগত মান দুর্দান্ত।

৫) VoiceMaker.in – সহজ ইন্টারফেস, বহু ভয়েস অপশন এবং ইমোশন অ্যাড করার সুবিধা।

এইসব টুল দিয়ে আপনি ইউটিউব ভিডিও, প্রমোশনাল ভয়েসওভার, শিক্ষা কনটেন্ট বা নিজের অডিওবুক নিজেই বানাতে পারবেন কোনো রেকর্ডিং সেটআপ ছাড়া!

েসটুল

Address

Chunarughat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naeem Ahmed - নাঈম আহমেদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share