অলকানন্দা-Alkananda

অলকানন্দা-Alkananda 𝑻𝒉𝒆𝒓𝒆 𝒂𝒓𝒆 𝒇𝒂𝒓 𝒃𝒆𝒕𝒕𝒆𝒓 𝒕𝒉𝒊𝒏𝒈𝒔 𝒂𝒉𝒆𝒂𝒅 𝒕𝒉𝒂𝒏 𝒐𝒏𝒆'𝒔 𝒘𝒆 𝒍𝒆𝒂𝒗𝒆 𝒃𝒆𝒉𝒊𝒏𝒅.

আমার শহরের ফুলগুলো এভাবে পুড়ে যাবে ভাবিনি। এ শোক সইবার শক্তি পাই  কোথায়?
21/07/2025

আমার শহরের ফুলগুলো এভাবে পুড়ে যাবে ভাবিনি। এ শোক সইবার শক্তি পাই কোথায়?

একদিন ছুটি হবে অনেক দূরে যাবো ... ... ...
21/07/2025

একদিন ছুটি হবে অনেক দূরে যাবো ... ... ...

প্রিয় ছোট্ট বাবা জুনায়েত,আমরা জানি তোমার অনেক কষ্ট হয়েছে। তোমার তো এত কষ্ট পাবার কথা না রে! তুমি স্কুলে গিয়েছো প্রতিদিনে...
21/07/2025

প্রিয় ছোট্ট বাবা জুনায়েত,
আমরা জানি তোমার অনেক কষ্ট হয়েছে। তোমার তো এত কষ্ট পাবার কথা না রে! তুমি স্কুলে গিয়েছো প্রতিদিনের মতোই। খেলবে সেখানে,ক্লাস করবে,বন্ধুদের সাথে টিফিন খাবে। এরপর বাসায় আসবে। আম্মু ভাত বেরে খাইয়ে দিবে। হোমওয়ার্কের জন্য বকাবকি করবে। তোমার এই বয়সে তো একটাই কষ্ট হওয়ার কথা বাবা। হোমওয়ার্কের কষ্ট!
We are sorry Junayet. We couldn’t make this country a better place for you.
আমাদের মাফ করে দিয়ো। আমরা সবাইও নিশ্চয়ই খুব তারাতারিই তোমার সাথে দেখা করতে পারবো!
আমাদের মাফ করে দিয়ো বাবা।

ইতি,
অভাগা দেশবাসী!
যাদের বুক থাপড়িয়ে কান্না করা ছাড়া কিচ্ছু করার নাই!

খাও।
17/07/2025

খাও।

আমি আসলে অনুমতি ছাড়া কখনোও অপরিচিত কারো ছবি তুলি না। কিন্তু আজ সকালে এই ছবিটি তুলে ফেলেছি। বৃষ্টি ছিল অনেক।  তবুও  তার ম...
17/07/2025

আমি আসলে অনুমতি ছাড়া কখনোও অপরিচিত কারো ছবি তুলি না। কিন্তু আজ সকালে এই ছবিটি তুলে ফেলেছি। বৃষ্টি ছিল অনেক। তবুও তার মধ্যে ছবির এই মানুষটি ধানমন্ডি লেকের ওয়াক - ওয়ের নিচে ঘুমাচ্ছে।

মনটা খুব খারাপ হয়ে গেল। আমরা কতই না ছোট-খাট বিষয় নিয়ে মন খারাপ করি, কমপ্লেইন করি! I asked forgiveness to Allah for all those!

My heart absolutely broke when I saw today this person sleeping under the rain under the walk way. May I learn to be more grateful with my life!

মা...........
16/07/2025

মা...........

He said :-বের হবা?চলো আজ দোলনচাঁপা কিনে দেই তোমায়। 🤎
16/07/2025

He said :-বের হবা?
চলো আজ দোলনচাঁপা কিনে দেই তোমায়। 🤎

16/07/2025

বিএনপি নিলে চাঁদাবাজি এনসিপি নিলে ডোনেশন জামায়াত নিলে হাদিয়া ,আমি নিলে কাবিন আর তুমি নিলে যৌতুক...... 😂

ফেসবুকে ব্লক মেরে লাভ কি? কেয়ামতের দিন দেখা তো হবেই.... 🤧
16/07/2025

ফেসবুকে ব্লক মেরে লাভ কি?
কেয়ামতের দিন দেখা তো হবেই.... 🤧

13/07/2025

খুব কাছের একটা ফ্রেন্ড টিউশন করাতো হেঁটে হেঁটে গিয়ে, ভাড়া বাঁচাতো সে এইভাবে। সেই জমানো টাকা গুলোর সাথে আরো কিছু টাকা অ্যাড করে অনেক আনন্দ নিয়ে নিজের প্রিয় মানুষের জন্য একটা পাঞ্জাবি কিনলো।
আর পাঞ্জাবি দেখার পর ওই ছেলের প্রথম কথা ছিল,"এটা কি কিনসো?আমি কি এরকম পাঞ্জাবি পড়ি নাকি?"
মেয়েটা হাসিমুখেই সেই কথা আমাকে বললো।পাঞ্জাবিটা নাকি সে এক জুনিয়র কে দিয়ে দিয়েছে।নেক্সট মান্থ তাকে ব্র্যান্ড এর পাঞ্জাবি কিনে দিবে,শখ এর মানুষ বলে কথা।
জানতাম সেই সম্পর্ক টিকবে না,কিন্তু আমি সেইদিন তার মায়ামাখা মুখ দেখে কিছুই বলতে পারি নি।
ছোটবেলায় নিজের সালামির টাকাগুলো জমিয়ে অনেক গুলো স্টিকার,গ্লিটার পেন, আরো অনেক ক্রাফট এর জিনিস কিনেছিলাম একটা কার্ড বানাবো বলে।খুব সুন্দর করে সেগুলা ব্যবহার করে পেপার কাটিং দিয়ে একটা কার্ড বানিয়েছিলাম।বয়স তখন কতই বা হবে থ্রি তে পড়ি।বন্ধুবান্ধব সংখ্যাও খুব কম ছিলো আমার,স্কুলের বাহিরে একটা বান্ধবী ছিলো আমার, মাঝেমধ্যে খেলতাম একসাথে।ঠিক করলাম কার্ডটা তাকে দিবো। আম্মু জানার পর বললো," তুমি এত কষ্ট করে এটা বানাইসো ওকে কেনো দিচ্ছো?"
তাও তাকে আমি সেটা দিয়েছিলাম,ভালোবেসেই দিয়েছিলাম।পরদিন স্কুলে যাওয়ার পথে দেখলাম কার্ডটা রাস্তার পাশে পড়ে আছে।সেই ছোট্ট বয়সে এই কষ্টটা কতোটা ভারী লাগলো বলার মতো না।
আমার আরেক খুব কাছের মানুষ তার প্রথম স্যালারি দিয়ে এক বান্ধবীকে একটা জামা গিফট্ করেছিলো।সে আমাকে বললো - "জানিস,এতো বছর আমরা একসাথে আছি কিন্তু তাকে কোনোদিন আমি ওই জামাটা পড়তে দেখি নাই,একটা দিনও বুঝি জামাটা পড়া যেতো না?" পরে জানলাম ওই মেয়ে নাকি সব ধরনের জামা পড়ে না,তাই অন্য আরেকজনকে দিয়ে দিসে। শুনে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ,"মন রক্ষার জন্য একটা দিন পড়লে কি হতো?অথবা জামাটা পড়ে তাকে একটা ছবি দিলে কিই বা হতো"।
একটা গিফট দেওয়ার পেছনে মানুষের কতো আবেগ থাকে,আর কিছু মানুষ এক নিমিষেই সেসব ধুলোয় মিশিয়ে দেয়।অথচ এই বয়সে এসেও কেও আমাকে একটা ফুল ছিঁড়ে দিলে আমার আনন্দ হয়,বার বার সেটা ক্যামেরা বন্দী করতে থাকি। সেখানে আরেকজনের ভালোবেসে দেওয়া কোনো জিনিস কিভাবে মানুষ তুচ্ছ ভাবে নেয় আমি বুঝি না।
পৃথিবীটা আসলেই অনেক ছোটো,তারচেয়ে আরো বেশি ছোটো কি জানেন?
"আমাদের মানুষের মন "

13/07/2025

আমার একটা ইচ্ছে আছে।

ইচ্ছেটা হলো আমি কিছু মানুষকে আমার সামনে বসাতে চাই। বসিয়ে বলতে চাই, "জানো তুমি যে আমাকে ওই কথাটা বলেছিলে, ওটা আমার খুব বাজে লেগেছিলো। তুমি যে আমার সাথে বাজে বাজে কাজগুলো করেছিলে ওগুলোর জন্য আমি চোখের জল ফেলেছি, আমি ঘন্টার পর ঘন্টা সেগুলো নিয়ে ভেবেছি, ভাবতে ভাবতে রাতের পর রাত ঘুমাতে পারিনি।

আর তুমি যে মানুষের কাছে আমার নামে বাজে বাজে কথাগুলো বলেছিলে সেগুলো ওই মানুষগুলো আমার কাছেই আবার এসে বলেছে। দেখো দেখি ভাগ্যের কি নির্মম পরিহাস!🤍

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when অলকানন্দা-Alkananda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share