---- 🍂ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কারো,
কার সাথে আজ বায়না গুলো ভাগাভাগি করো।🥺🥀
কার চোখের ওই চাউনিতে আজ তোমার লজ্জা কাটে,
ওরে মেনে নিতে আজ পারছিনা আমি তুমি অন্যের সাথে।💔🥹
১৮ ফেব্রুয়ারি ২০২৩ (শনিবার) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।
১৮ ফেব্রুয়ারি ২০২৩ (শনিবার) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। ইসলাম ধর্মমতে লাইলাতুল মেরাজ বা
মেরাজের রাত (যা সচরাচর শবেমেরাজ নামে অধিকতর পরিচিত) হচ্ছে যে রাতে ইসলামের নবি মুহাম্মদ (সা:) ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং স্রষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন। অনেক মুসলমান এবাদত-বন্দেগির মধ্য দিয়ে এই রাতটি উদ্যাপন করেন।
- অন্য কেউ তোমাকে 💔 স্পর্শ করার আগে আমার মৃত্যু হোক- আমি তোমাকে হালাল💛 ভাবে পেতে চাই প্রিয়ো।🥲❤️
তুমি আমার না হলে,এমন দিন না আসুক আমার জীবনে 😅💔 এখন না দেখে হয়তো বেঁচে থাকাটা সম্ভব করছি, তখন বেঁচে থাকাও দায় হয়ে যাবে 💔😅
তখন মন চাইবে দৌরে গিয়ে জরিয়ে ধরি, কিন্তু তখন হয়তো সম্ভব হয়ে উঠবে না আর - তবে চাইবো এমন মূহুর্ত বিচ্ছেদ এর পর আর কারো জীবনে না আসুক। 🥺
এমন একটা সময় ছিলো, মায়াবী রাত নিঝুম ছিলো🥲❤️
তখন আকাশে ছিলো তারা, চাঁদের আলো ফোয়ারা।
তোমার হাতে হাত ছিলো, হৃদয়ে ❣️গুন্জন চলছিল,
🥹নীরবে এই মন নিয়েছিলে, কেন তা ফিরিয়ে 💔দিলে।
চাঁদ আছে আকাশে, নীরবতা বাতাসে।
সবকিছু আগের মতো, শুধু তুমি নেই আমার🥺 সাথে।
তোমার আমার পথ আজ চলে গেছে, দূরে কোথাও
সীমাহীন অজানায়।🍂🥲🪷🌿
----°•তুমি টেম্পোরারি ছিলে-💔🥀
কিন্তু তোমার সাথে আলাপ হওয়ার পর
Life-lessons পার্মানেন্ট ছিলো ❤️🍂🥲
বিশ্বাস করুন ছেলেরা কাঁদতে জানে না|
cheleder kadte nei
অবহেলার শেষ পরিণতি
অবহেলার শেষ পরিণতি-
যে মানুষটা তোমাকে মেসেজের পর মেসেজ কল এর পর কল দিয়ে যাচ্ছে। আর তুমি সে মানুষটার মেসেজগুলো কল গুলো পেয়ে বিরক্ত, হয়তো একদিন এমন আসবে যে সেই মানুষটার কল বা মেসেজ এর জন্য তুমি পাগলের মত অপেক্ষা করবে।
হয়তো সেদিন সে মানুষটা তোমার অবহেলা পেতে পেতে অনেকটা দূরে চলে যাবে, তখন হয়তো তোমার হাজারো কান্না তাকে আর তোমার কাছে ফিরিয়ে আনতে পারবে না। আমরা মানুষগুলোই এমন আমাদের কাছে যখন যেটা থাকবে তখন সেটার সঠিক মূল্যায়ন আমরা করতে পারি না।
সেটাই হয়তো নিয়ম- নিয়তির এটাই খেলা, আমরা আমাদের জিনিসগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনা। যখন হারিয়ে ফেলি তখন ওই সেই জিনিসটার মূল্য বুঝতে পারি। আমরা মানুষগুলো এমনই অদ্ভুত। তাই আপনাদের একটা কথা বলতে চাই, আপনার প্রিয় মানুষটি আপনার কাছে থাকতেই তাকে মূল্যায়ন করুন। (তাকে Importance দিন) না হলে তাকে হারিয়ে ফেল
আমি আর আসবো না তোমার আঙিনায়
কোনোদিন করব না বিরক্ত তোমায়,
তুমি বুঝবে সেদিন আর খুজবে আমায়
যেদিন চলে যাবো কোনো দূর অজানায়;
নিবিড় অন্ধকারে স্মৃতির বিচরণ ,ভেবে যায় তোমাকে নির্লজ্জ এ মন;
কিছু কথা লিখে গেছি পুরোনো ডায়েরীতে ;
পড়ে নিও খুব গোপনে সময় হয় যখন ,নিবিড় অন্ধকারে স্মৃতির বিচরণ
জানি ভুল ছিলো আমারো ,ক্ষমা করে দিতেই পারো
বলে গেলে না তুমি কিছুই;
এটাই আক্ষেপ!!!!!
জানি না কি অদ্ভুত মায়া আছে তোমার মাঝে...!! __মুখ দিয়ে যতই বলি আর বিরক্ত করব না...!!! দিন শেষে তোমার সাথে কথা বললেই শান্তি লাগে না!!🙂 __আমি জানি না কোনটা ভালোবাসা...! কিন্তুু ঘুম থেকে উঠলে সবার আগে তোমার কথা মনে হয়...! ____সারাদিন শত কাজের ফাকে ভাবি তুমি কি করছেন? গভীর রাতে হঠাৎ তোমার কথা মনে হলে আমার চোখ দিয়ে...!! আমার অজান্তেই পানি চলে আসে.....!!!!😅 শত শত চিন্তা দূর হয়ে যায় তোমার সাথে ১০ মিনিট কথা বললে...!!🙂 মোট কথা আপনার প্রতি আমার ভালোবাসা আমি মুখে বা লিখেও বুঝাতে পারব না....😅🙂 ___শুধু বলব ছেড়ে যেও না,অনেক ভালোবাসি তোমায়...!!😊