Drug Education-12

Drug Education-12 ঔষধ এবং স্বাস্থ্যগত সম্পর্কে ধারণা পেতে পেইজটি ফলো করুন।

✅  Finesteride Recur 1mg✅ Derma Roller✅ Minoxidil 5%✅ Biotin 1000 mgযে কারণে ব্যবহার করবেনঃ★যাদের চুলের সমস্যা শুধু তারা...
18/12/2024

✅ Finesteride Recur 1mg
✅ Derma Roller
✅ Minoxidil 5%
✅ Biotin 1000 mg
যে কারণে ব্যবহার করবেনঃ
★যাদের চুলের সমস্যা শুধু তারাই ব্যবহার করবেন।
★ এটা চুল পরা কমাবে এবং নতুন চুল গজাবে।
★ চুলের অবস্থা ভাল হলে ব্যবহার করবেন না।
(এ এরকম আরো আপডেট পেজকে ফোলা বাটনে ক্লিক করুন ধন্যবাদ)

23/11/2024

🚫বয়স ৩৫ থেকে ৪৫ হলে শরীর সুস্থ রাখার জন্য এই ৪ টি পরীক্ষাগুলা করেন।

✅CBC বা কমপ্লিট ব্লাড কাউন্ট‼️

সিবিসি টেস্ট রক্তের বিভিন্ন উপাদান, যেমন―লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা সম্পর্কে সঠিক ধারণা দেয়।

রক্তে এই উপাদানগুলোর কম বা বেশি হওয়া রক্তশূন্যতা, সংক্রমণ ও রক্ত জমাটবাঁধার মতো রোগকে নির্দেশ করে। রক্তে হিমোগ্লোবিন কম বা বেশি এই সিবিসি টেস্টের মাধ্যমে বোঝা যায়। হিমোগ্লোবিনে যেকোনো ধরনের অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

✅LIPID PROFILE ‼️
লিপিড প্রফাইল পরীক্ষার মাধ্যমে রক্তে কোলেস্টেরলের মাত্রা বোঝা যায়।

রক্তে কোলেস্টেরলের পরিমাণ হৃদরোগ ও স্ট্রোকের মতো রোগের ঝুঁকি নির্দেশ করে। এই টেস্ট একজন রোগীকে আগে থেকে সচেতন করে, যাতে সে প্রয়োজনমাফিক জীবনযাপনে পরিবর্তন আনতে পারে এবং সে অনুযায়ী ওষুধ সেবন করতে পারে।

✅blood glucose ‼️

শরীরে ব্লাড গ্লুকোজ বা এফবিএস টেস্ট রক্তে সুগারের পরিমাণ নির্দেশ করে। ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি অনুধাবন করতে বছরে একবার এই টেস্ট করানো উচিত।

✅Thyroid test ‼️

থাইরয়েড টেস্ট শরীরের থাইরয়েড গ্লান্ডের অবস্থা বুঝতে বেশ সাহায্য করে। থাইরয়েড গ্লান্ড আমাদের শরীরের শক্তি সঞ্চায়নের পাশাপাশি শরীরের বিভিন্ন কার্য সম্পাদনে সহায়তা করে। এই গ্লান্ডের পরিবর্তনের ফলে ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, ক্লান্তিভাব তৈরি হওয়ার মতো সমস্যা দেখা দেয়।

(এই টেস্টগুলো প্রতিবছর করলে যেকোনো বড় রোগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।)

🚫( পেজটিতে ফোলা এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না।‼️

04/08/2023

আপনারা যারা নতুন মেডিসিন দোকান দিবেন, তারা সবাই আমার পেইজটি ফোলা করেন।আমি এই পেইজের মাধ্যমে কীভাবে একবারে প্রথম থেকে শুরু করবেন সব কিছু আপডেট দেব।
এবং প্রতিটা মেডিসিন নাম গ্রুপ সহ এবং দাম সবকিছু আমি এই পেইজের মাধ্যমে উল্লেখ করব।
আপনার শুধু ফোলা এবং লাইক ও শেয়ার করেন।ইনশাআল্লাহ ভালো কিছু আপডেট পাবেন।

আপনারা যারা নতুন ঔষধ দোকন দিবেন.  তারা আমার পেইজটি ফোলা করেন।দেখবেন কিছু না কিছু আপডেট পাবেন
04/08/2023

আপনারা যারা নতুন ঔষধ দোকন দিবেন.
তারা আমার পেইজটি ফোলা করেন।
দেখবেন কিছু না কিছু আপডেট পাবেন

আসসালামু আলাইকুম , আমার Drug Education -12 পেইজে আপনাদেরকে স্বাগতম, আমার এই পেইজটি  খোলার উদ্দেশ্য হলো ড্রাগ সম্পর্কে আপ...
22/06/2023

আসসালামু আলাইকুম ,
আমার Drug Education -12 পেইজে আপনাদেরকে স্বাগতম,
আমার এই পেইজটি খোলার উদ্দেশ্য হলো ড্রাগ সম্পর্কে আপনাদেরকে বেসিক কিছু ধারণা দেওয়া। যা আপনাদের
দৈনন্দিন জীবনে অনেক কাজে আসতে পারে।
আমি এই পেইজে মাধ্যমে যে তথ্য গুলো তুলে ধরাবো তা নীচে উল্লেখ করা হলো।
✅ ড্রাগ সম্পর্কে অজানা কিছু তথ্য।
✅প্রতিটি ড্রাগের গ্রুপের অনুযায়ী দাম।
✅ইমারজেন্সি হিসেবে যে ড্রাগ গুলো হাতের কাছে রাখবেন।
✅ ডক্টর প্রেসক্রিপশন পড়তে না পাড়া।
✅রোগ অনুসারে কোন অভিজ্ঞতা ডক্টর দেখাবেন তা সম্পর্কে ধারণা।
✅ ডক্টর প্রেসক্রিপশনে ঔষধের খাওয়ার নিয়ম না বুঝতে পারা,
✅ডক্টর প্রেসক্রিপশন বাচ্চাদের ঔষধে খাওনো মিলিও ড্রপার না বুঝতে পারা,
✅ ডক্টর প্রেসক্রিপশন ইঞ্জেকশন দেওয়া হলে কত সিসি দিতে হবে তা না বুঝতে পারা,
✅ ডক্টর প্রেসক্রিপশন বাচ্চাদেরকে নেবুলাইজার গ্যাস কীভাবে দেবেন এবং কত সিসি মেশিনে দিবেন তা সম্পর্কে ধারণা।
✅ ডক্টর দেওয়া টেস্ট পরীক্ষা না বুঝতে পারা,
✅ যারা নতুন ফার্মেসি দিবেন তা সম্পর্কে বেসিক ধারণা।
✅কীভাবে ঔষধের নাম মনে রাখবেন তা সম্পর্কে বেশি ধারণা।
✅ কোন ড্রাগ কিসের কাজ করে তার সম্পর্কে জানা।
✅কোন কোন কোম্পানির ঔষধের মান ভালো তা সম্পর্কে জানা।
✅ বয়স অনুসারে বাচ্চাদের কোন দুধ খাওয়াবেন, এবং কোন কোম্পানির দুধ খাওয়াবেন তা সম্পর্কে জানা।
✅ লিকুইড ড্রাগ খোলার পর কত দিন মেয়াদ থাকে, তা সম্পর্কে জানা।
✅ ড্রাগ সম্পর্কে যে কোন প্রশ্ন করতে পারবেন। ইনশাআল্লাহ আমি উত্তর দিতে চেষ্টা করব।
উপরে তথ্যগুলো আপনাদের দৈনন্দিন জীবনে যদি কাজে আসে , তাহলেই এবং বাটন ক্লিক করে রাখুন
( উপরে লেখা গুলো পড়া জন্য অগ্রিম ধন্যবাদ)
বিদ্রোহ ( আমি কোনো ডক্টর নই)

Address

Chauddagram, Chittagang
Comilla
3550

Alerts

Be the first to know and let us send you an email when Drug Education-12 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share